A
Image/video
B
Audio
C
Text
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
সামাজিক যোগাযোগ মাধ্যম (Social Networking Site)
সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে টেক্সট, ছবি, অডিও, ভিডিওসহ নানা ধরণের কনটেন্ট ব্যবহার করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম
-
সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা ইন্টারনেটের সাহায্যে একে অপরের সঙ্গে তথ্য, মতামত, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট শেয়ার করতে পারেন।
-
এটি মানুষকে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যুক্ত হতে এবং মতবিনিময় করতে সহায়তা করে।
-
উদাহরণ: Facebook, Twitter (X), Instagram, LinkedIn ইত্যাদি।
-
শুধু ব্যক্তিগত যোগাযোগ নয়, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও পেশাগত ক্ষেত্রেও এর ব্যাপক ব্যবহার রয়েছে।
-
এর মাধ্যমে সম্পর্ক তৈরি হয়, নতুন ধারণা ছড়ায় এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সম্ভব হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত প্রধান মাধ্যম
-
টেক্সট (Text): লেখা আকারে মেসেজ, পোস্ট বা মন্তব্য করা হয়।
-
ছবি (Image): ছবি শেয়ার করে ভিজ্যুয়াল যোগাযোগ করা যায়।
-
ভিডিও (Video): ভিডিও পোস্ট বা লাইভ ভিডিওর মাধ্যমে মতামত ও অভিজ্ঞতা প্রকাশ করা হয়।
-
অডিও (Audio): ভয়েস মেসেজ, পডকাস্ট বা অডিও ক্লিপ ব্যবহার করা হয়।
-
লিংক (Link): ওয়েবসাইটের লিংক শেয়ার করে তথ্য ছড়ানো যায়।
-
ইমোজি ও জিআইএফ (Emoji & GIF): অনুভূতি বা প্রতিক্রিয়া প্রকাশের মাধ্যম।
উৎস: Kaplan, A. M., & Haenlein, M. (2010). Users of the world, unite! The challenges and opportunities of Social Media. Business Horizons, 53(1), 59-68.

0
Updated: 19 hours ago
নিচের কোনটি 52(16) এর বাইনারী রূপ?
Created: 19 hours ago
A
01010010(2)
B
01110011(2)
C
00001100(2)
D
11110000(2)
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি
- যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, যেমন- (১২০৯A)১৬।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট ১৬ টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে ১৬।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ১৬ টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়।
- A, B, C, D, E, F প্রতীক গুলোকে যথাক্রমে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ দ্বারা প্রকাশ করা যায়।
- ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
এখানে,
5 = 0101
2 = 0010
∴ (52)16 = (01010010)2
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 19 hours ago
নিচের কোনটি ডাটাবেজ language?
Created: 1 week ago
A
Oracle
B
C
C
MS-Word
D
কোনোটিই নয়
ডাটাবেজ ও ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ
ডাটাবেজ হলো তথ্য সংরক্ষণের একটি সিস্টেম বা তথ্যভান্ডার।
-
কম্পিউটার আবিষ্কারের আগে, তথ্য সাধারণত ফাইলের আকারে জমা রাখা হতো।
-
এখন তথ্যগুলি ডাটাবেজে সংরক্ষণ করা হয়, যা দ্রুত তথ্য খোঁজা, হালনাগাদ এবং বিশ্লেষণ সহজ করে।
ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের ধরন:
-
Data Definition Language (DDL)
-
এটি এমন একটি ল্যাঙ্গুয়েজ যা ডেটার প্রকার এবং তাদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে ব্যবহৃত হয়।
-
-
Data Manipulation Language (DML)
-
ডেটা সংযোজন, পরিবর্তন বা মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়।
-
-
Query Language
-
তথ্য অনুসন্ধান ও হিসাব করার জন্য ব্যবহৃত হয়।
-
উদাহরণ: QUEL, QBE, SQL ইত্যাদি।
-
অন্যান্য উদাহরণ:
-
C – প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
-
MS Word – ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
-
Oracle – ডাটাবেজ সংক্রান্ত সফটওয়্যার
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago
MICR-এর পূর্ণরূপ কি?
Created: 2 weeks ago
A
Magnetic Ink Character Reader
B
Magnetic Ink Code Reader
C
Magnetic Ink Case Reader
D
কোনোটিই নয়
MICR
-
MICR-এর পূর্ণরূপ হলো Magnetic Ink Character Recognition।
-
এটি এমন একটি প্রযুক্তি যা মূলত ব্যাংক লেনদেনকে দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য করতে ব্যবহৃত হয়।
-
MICR প্রযুক্তির মাধ্যমে চেকের আসল-নকল যাচাই করা যায়।
-
এ ধরনের চেকে বিশেষ ধরনের চুম্বকীয় কালি ব্যবহার করা হয়।
-
যখন এই চেক স্ক্যান করা হয়, তখন এর চুম্বকীয় সংখ্যাগুলো কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যার দ্বারা পড়া হয় এবং প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা হয়।
মনে রাখার বিষয় হলো, নির্ভরযোগ্য সূত্রগুলোতে (যেমন একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, মাহবুবুর রহমান) MICR-এর পূর্ণরূপ হিসেবে সবসময় Magnetic Ink Character Recognition দেওয়া আছে। তবে যদি কোনো বহুনির্বাচনী প্রশ্নে অপশন হিসেবে Recognition না থেকে শুধু Reader দেওয়া থাকে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে Magnetic Ink Character Reader।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)

0
Updated: 2 weeks ago