একটি দ্বাদশভুজের কর্ণের সংখ্যা কত?
A
২৭ টি
B
৩৫ টি
C
৫৪ টি
D
৬৬ টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি দ্বাদশভুজের কর্ণের সংখ্যা কত?
সমাধান:
আমরা জানি,
n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা = n(n - ৩)/২
এখানে, দ্বাদশভুজের বাহু সংখ্যা (n) = ১২
∴দ্বাদশভুজের কর্ণের সংখ্যা = ১২(১২ - ৩)/২
= ১২(৯)/২
= ১০৮/২
= ৫৪ টি।
∴ একটি দ্বাদশভুজের কর্ণের সংখ্যা হলো ৫৪ টি।
0
Updated: 1 month ago
একটি কোণ তার সম্পূরক কোণের 3 গুণ অপেক্ষায় 8° বেশি হলে, কোণটির মান কত?
Created: 2 months ago
A
122°
B
133°
C
137°
D
139°
প্রশ্ন: একটি কোণ তার সম্পূরক কোণের 3 গুণ অপেক্ষায় 8° বেশি হলে, কোণটির মান কত?
সমাধান:
ধরি,
কোণটির মান = x°
তাহলে তার সম্পূরক কোণ = 180 - x°
প্রশ্নমতে,
x = {3 × (180° - x)} + 8°
⇒ x = 540° - 3x + 8°
⇒ 4x = 548°
⇒ x = 548/4
∴ x = 137°
অতএব, কোণটির মান 137°
0
Updated: 2 months ago
৬০° এর সম্পূরক কোণের ১/৪ অংশ এবং এর পূরক কোণের পার্থক্য কত?
Created: 1 month ago
A
০°
B
৩০°
C
২০°
D
৬০°
সমাধান:
দেওয়া আছে,
কোণ = ৬০°
∴ পূরক কোণ = ৯০° - ৬০° = ৩০°
আবার,
সম্পূরক কোণ = ১৮০° - ৬০° = ১২০°
∴ সম্পূরক কোণের ১/৪ = ৩০°
∴ পার্থক্য = ৩০° - ৩০°
= ০° ।
0
Updated: 1 month ago
একটি বিন্দুর চারপাশের কোণের পরিমাপ কত ডিগ্রি?
Created: 1 month ago
A
০°
B
৯০°
C
১৮০°
D
৩৬০°
প্রশ্ন: একটি বিন্দুর চারপাশের কোণের পরিমাপ কত ডিগ্রি?
সমাধান:
বিন্দু (Point):
- বিন্দুর কেবল অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেদ নাই।
- বিন্দুর শুধু অবস্থান আছে কিন্তু কোন মাত্রা নেই এবং বিন্দু মাত্রাহীন।
- পেনসিলের সরু মাথা দিয়ে কাগজে ফোঁটা দিলে একে বিন্দুর প্রতিকৃতি বলে ধরা হয়।
- একটি বিন্দুর চারপাশের কোণের পরিমাপ 360°।
0
Updated: 1 month ago