A
First come first serve
B
Round-robin
C
Shortest job first
D
Last come first serve
উত্তরের বিবরণ
Time-shared Operating System (OS)
টাইম শেয়ারিং হলো এক ধরনের অপারেটিং সিস্টেম, যেখানে একটি কেন্দ্রীয় কম্পিউটারকে একাধিক ব্যবহারকারী একই সময়ে ব্যবহার করতে পারে। প্রত্যেক ব্যবহারকারী মনে করে সে আলাদা কম্পিউটার ব্যবহার করছে, যদিও বাস্তবে সবার কাজ খুব অল্প সময়ের ভাগে ভাগ হয়ে প্রসেস করা হয়।
Round Robin Scheduling Policy
টাইম-শেয়ারড সিস্টেমে প্রসেস বা ব্যবহারকারীর কাজগুলোকে সমান সুযোগ দেওয়ার জন্য Round Robin শিডিউলিং ব্যবহার করা হয়। এতে প্রতিটি প্রসেসকে নির্দিষ্ট সময় (time quantum) দেওয়া হয়। সময় শেষ হলে কাজটি সাময়িকভাবে থেমে গিয়ে অন্য প্রসেসকে সুযোগ দেওয়া হয়। এভাবে পালাক্রমে সবার কাজ এগোয়।
একইভাবে সার্ভার সিস্টেমেও রাউন্ড রবিন নীতি ব্যবহার করা যায়। যেমন— যদি একটি কোম্পানির একাধিক সার্ভার থাকে, তাহলে প্রথম ব্যবহারকারীকে প্রথম সার্ভারে, দ্বিতীয় ব্যবহারকারীকে দ্বিতীয় সার্ভারে পাঠানো হয়। এভাবে ঘুরে ঘুরে সবার মধ্যে কাজ ভাগ করে দেওয়া হয়।
তাই টাইম-শেয়ারড অপারেটিং সিস্টেমের জন্য Round Robin scheduling-ই সবচেয়ে উপযোগী।
উৎস: Computerhope website

0
Updated: 19 hours ago
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
Created: 5 days ago
A
$
B
#
C
&
D
@
ইমেইল (ইলেকট্রনিক মেইল)
-
১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন প্রথমবারের মতো ইলেকট্রনিক মাধ্যমে বার্তা আদান-প্রদানের জন্য ইমেইল সিস্টেম চালু করেন।
-
ইমেইল হলো একটি নির্ভরযোগ্য পদ্ধতি, যার মাধ্যমে একজন ব্যক্তি ডিজিটাল বার্তা বা মেসেজ অন্য ব্যক্তির কাছে পাঠাতে পারে।
ইমেইলের মূল বৈশিষ্ট্য:
-
প্রতিটি ইমেইল ঠিকানায় @ চিহ্ন থাকা আবশ্যক।
-
ইমেইল ঠিকানা দুটি অংশে বিভক্ত: ইউজার আইডি এবং ডোমেইন নেম।
-
উদাহরণ:
[email protected]
-
abc
→ ইউজার আইডি -
def.com
→ ডোমেইন নেম
-
-
ইমেইল প্রোটোকল:
-
ইমেইল সার্ভারগুলি সাধারণত POP, IMAP, এবং SMTP প্রোটোকল ব্যবহার করে বার্তা প্রেরণ ও গ্রহণের জন্য।
ইমেইলে ব্যবহৃত সংক্ষেপণ:
-
CC → Carbon Copy (যাকে অনুলিপি পাঠানো হয়)
-
BCC → Blind Carbon Copy (যাকে গোপনভাবে অনুলিপি পাঠানো হয়)
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 5 days ago
Oracle Corporation-এর প্রতিষ্ঠাতা কে?
Created: 2 weeks ago
A
Bill Gates
B
Tim Cook
C
Andrew S Grove
D
Lawrence J. Ellison
Oracle Corporation
Oracle Corporation হলো একটি মার্কিন বহুজাতিক সফটওয়্যার কোম্পানি। এটি প্রধানত ডাটাবেস সফটওয়্যার এবং ক্লাউড প্রযুক্তিতে কাজ করে। কোম্পানিটি ল্যারি এলিসন, বব মাইনার এবং এড ওটস ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন। সফটওয়্যার নির্মাণের ক্ষেত্রে Oracle মাইক্রোসফট এবং আইবিএম-এর পরে অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago
কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?
Created: 1 week ago
A
বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে
B
দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
C
এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে
D
কোনোটিই নয়
গেটওয়ে
-
গেটওয়ে ব্যবহার করে একটি নেটওয়ার্ককে অন্য নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়।
-
ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় নেটওয়ার্ক তৈরি করতে গেটওয়ে এবং রাউটার দুটোই ব্যবহার করা হয়।
-
রাউটার সাধারণত একই প্রোটোকলের নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে, কিন্তু গেটওয়ে বিভিন্ন প্রোটোকলের নেটওয়ার্কও সংযুক্ত করতে সক্ষম।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago