A
19
B
77
C
15
D
101
উত্তরের বিবরণ
অক্টাল সংখ্যা পদ্ধতি (Octal Number System)
-
অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি (Base) হলো ৮।
-
এখানে মোট ৮টি অঙ্ক (Digit) ব্যবহৃত হয়। এগুলো হলো – ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭।
-
তাই ৯ বা এর বেশি কোনো সংখ্যা অক্টাল পদ্ধতিতে বৈধ নয়। যেমন – 101, 367, 452 হলো অক্টাল সংখ্যা; কিন্তু 19 অক্টাল নয়, কারণ এতে ‘৯’ আছে যা অক্টালে ব্যবহার করা যায় না।
-
অক্টাল সংখ্যায় দশমিক বিন্দুর (.) আগের অংশকে বলা হয় MSD (Most Significant Digit) বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, আর দশমিকের পরের অংশকে বলা হয় LSD (Least Significant Digit) বা কম গুরুত্বপূর্ণ অঙ্ক।
-
ঐতিহাসিকভাবে জানা যায়, অক্টাল সংখ্যা পদ্ধতি প্রথম চালু করেছিলেন সুইডেনের রাজা সপ্তম চার্লস।
উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 19 hours ago
ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয়-
Created: 5 days ago
A
ভাইরাস ধ্বংসের জন্য
B
খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
C
ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে
D
ডিস্ক ফরমেট করতে
ডিস্ক ফ্র্যাগমেন্টেশন ও ডিফ্র্যাগমেন্টেশন
যখন আমরা কম্পিউটারে ফাইল তৈরি, সম্পাদনা বা মুছে ফেলি, তখন ফাইলের ডেটা ডিস্কে ছড়িয়ে-ছিটিয়ে সংরক্ষিত হতে পারে। একে আমরা ডিস্ক ফ্র্যাগমেন্টেশন বলি।
সহজভাবে বলতে গেলে, একটি ফাইল যদি একসাথে এক ব্লকে না থাকে এবং বিভিন্ন অংশে ছড়িয়ে থাকে, তখন তা ফ্র্যাগমেন্টেড হয়ে যায়। এটি ঘটে মূলত ফাইল যোগ বা মুছে ফেলার সময় ডিস্কে খালি স্পেস ছড়িয়ে থাকার কারণে।
ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কী এবং কেন ব্যবহার করা হয়?
ডিফ্র্যাগমেন্টেশন হল একটি প্রক্রিয়া যা ডিস্কের ফাইলগুলোকে পুনরায় সাজায়, যাতে ফাইলের অংশগুলো একসাথে সংরক্ষিত থাকে। এর ফলে কম্পিউটার দ্রুত ফাইল পড়তে এবং লিখতে পারে।
ডিফ্র্যাগমেন্টেশনের সুবিধা
-
প্রথমে টুলটি ডিস্ক স্ক্যান করে ফ্র্যাগমেন্টেড ফাইল এবং খালি স্পেস শনাক্ত করে।
-
ফাইলের ডেটা পুনর্বিন্যস্ত করে যাতে সব অংশ একসাথে থাকে।
-
রিড/রাইট হেডের কম চলাফেরার কারণে ফাইল দ্রুত খুলে এবং সংরক্ষণ হয়।
-
সিস্টেমের মোট পারফরম্যান্স বৃদ্ধি পায়।
-
ডিস্ক কার্যক্ষমতা উন্নত হয় এবং হার্ড ড্রাইভের আয়ু বাড়াতে সহায়ক হতে পারে।
সূত্র: Microsoft Support

0
Updated: 5 days ago
"একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ০ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়"- এই উক্তিটি কোন সেটের জন্য সত্য?
Created: 1 week ago
A
AND
B
NOR
C
Ex-OR
D
OR
যদি Ex-OR Gate (XOR) গেটের ক্ষেত্রে উভয় ইনপুট এর মান সমান হলে, তবে লজিক সেটের আউটপুটের মান ০ হয়।তবে ইনপুট এর মান ভিন্ন হলে আউটপুট ১ হয়।
- AND, OR এবং NOR গেটের ক্ষেত্রে, উভয় ইনপুটের মান একই হলে আউটপুট 0 অথবা 1 দুইটিই হতে পারে।[ইনপুট দুইটি 0 হলে আউটপুট 0, ইনপুট দুইটি 1 হলে আউটপুট 1]


0
Updated: 1 week ago
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
Created: 2 weeks ago
A
এ্যলুমিনিয়াম
B
প্লাসটিক
C
সিলিকন
D
কোনোটিই নয়
কম্পিউটারের মূল মেমোরি (Primary Memory) তৈরিতে সিলিকন নামক পদার্থ ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত মৌল হলো এই সিলিকন। আধুনিক কম্পিউটার প্রযুক্তির দ্রুত অগ্রগতির প্রধান কারণ হলো ইন্টিগ্রেটেড সার্কিট (IC), যা মূলত সিলিকন দিয়েই তৈরি হয়।
সিলিকন অন্যান্য পদার্থের তুলনায় সহজলভ্য, কম খরচে পাওয়া যায় এবং অন্য উপাদানের সাথে সহজে মিশে ব্যবহার করা যায়। এ কারণেই কম্পিউটারের চিপ, ট্রানজিস্টর, সিলিকন ডায়োড, মেমোরি এবং বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট তৈরিতে সিলিকনের ব্যাপক ব্যবহার রয়েছে।
উৎস: Illinois Institute of Technology Website

0
Updated: 2 weeks ago