CPU কোন address generate করে?
A
Physical address
B
Logical Address
C
Both physical and logical addresses
D
উপরের কোনটি নয়
উত্তরের বিবরণ
কম্পিউটার যখন কোনো প্রোগ্রাম চালায়, তখন CPU সবসময় Logical Address তৈরি করে। কিন্তু আসল মেমরিতে যেটি ব্যবহৃত হয় সেটি হলো Physical Address, যা মেমরি ইউনিট প্রদর্শন করে।
অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা সফটওয়্যার কখনোই সরাসরি Physical Address দেখে না। তারা শুধু Logical Address নিয়েই কাজ করে।
অর্থাৎ, CPU শুধু Logical Address ব্যবহার করে, আর Memory Unit সেটিকে Physical Address-এ রূপান্তর করে ব্যবহার করে।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
RFID বলতে বুঝায়-
Created: 1 month ago
A
Random Frequency Identification
B
Random Frequency Information
C
Radio Frequency Information
D
Radio Frequency Identification
RFID (Radio-Frequency Identification)
RFID-এর পূর্ণরূপ হলো Radio-Frequency Identification।
যেমন বারকোডকে এক-মাত্রিক এবং QR কোডকে দুই-মাত্রিক ডেটা হিসেবে ধরা হয়, তেমনি RFID ট্যাগকে ত্রিমাত্রিক ডেটা ধারণকারী প্রযুক্তি হিসেবে বিবেচনা করা যায়।
RFID হলো একটি বেতার (wireless) তথ্য প্রেরণ প্রযুক্তি, যা মূলত দুটি অংশ নিয়ে গঠিত:
-
ট্যাগ (Tag) – তথ্য সংরক্ষণ করে।
-
রিডার (Reader) – ট্যাগ থেকে তথ্য গ্রহণ করে।
RFID ট্যাগ রেডিও তরঙ্গের মাধ্যমে তথ্য প্রেরণ করে, তাই এগুলো পড়ার জন্য স্পর্শ করার প্রয়োজন নেই।
এছাড়াও, RFID-এর সবচেয়ে বড় সুবিধা হলো তথ্য পড়া ও লেখা উভয়ই সম্ভব, অর্থাৎ ট্যাগের মধ্যে থাকা তথ্য পরিবর্তন করা যায়।
একটি RFID ট্যাগে হাজার হাজার অক্ষরের তথ্য সংরক্ষণ করা যায়, যা এটিকে বড় ও জটিল ডেটা সংরক্ষণের ক্ষেত্রে কার্যকর করে তোলে।
উৎস: Encyclopaedia Britannica
0
Updated: 1 month ago
মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
Created: 2 months ago
A
ভয়েস টেলিফোনি
B
ভিডিও কল
C
মোবাইল টিভি
D
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
৪জি (4G) সংক্রান্ত তথ্য
-
৪জি মানে ফোর্থ জেনারেশন (চতুর্থ প্রজন্ম) মোবাইল যোগাযোগ প্রযুক্তি।
-
৪জি নেটওয়ার্কে ব্যবহারকারীরা পান উন্নত মোবাইল ওয়েব সেবা, আইপি টেলিফোনি, ভিডিও কনফারেন্স, গেমিং সেবা, এইচডি মোবাইল টিভি, ৩ডি টেলিভিশন এবং ক্লাউড কম্পিউটিং-এর সুবিধা।
-
যুক্তরাষ্ট্রে স্প্রিন্ট নেক্সটেল ২০০৮ সালে মোবাইল ওয়াইম্যাক্স নেটওয়ার্ক চালু করে, এবং মেট্রোপিসিএস ২০১০ সালে প্রথম এলটিই (LTE) সেবা শুরু করে।
-
বাংলাদেশে ২০১৮ সালে মোবাইল ফোনে ৪জি (LTE) সেবা চালু হয়।
-
৩জি এবং ৪জি দুটোই তারবিহীন যোগাযোগের মাধ্যমে কল, ভিডিও কল, মোবাইল ইন্টারনেট এবং মোবাইল টিভির সুবিধা দেয়।
-
তবে ৪জি-তে অতিরিক্ত সুবিধা হিসেবে উচ্চ গতির মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া যায়।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি
0
Updated: 2 months ago
CPU-এর কোন অংশে ALU থাকে?
Created: 1 month ago
A
কন্ট্রোল ইউনিট
B
প্রসেসিং ইউনিট
C
মেমোরি ইউনিট
D
ক্যাশ
ব্যাখ্যা:
ALU (Arithmetic Logic Unit) হলো CPU-এর সেই অংশ যা গাণিতিক এবং যৌক্তিক (logical) কাজ সম্পাদন করে।
উদাহরণ: সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তুলনা, AND, OR, NOT ইত্যাদি।
ALU প্রসেসিং ইউনিটের অংশ, যা CPU-এর প্রধান গণনার ক্ষমতা প্রদান করে।
CPU-এর অন্যান্য প্রধান অংশ:
কন্ট্রোল ইউনিট (Control Unit): CPU-এর অন্যান্য অংশকে নির্দেশনা দেয় এবং কার্যক্রম সমন্বয় করে।
মেমোরি ইউনিট (Memory Unit): তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয়।
ক্যাশ মেমোরি: দ্রুত অ্যাক্সেসের জন্য ছোট, দ্রুততর মেমোরি হিসেবে কাজ করে।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম।
0
Updated: 1 month ago