Social Networking Site-এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়?
A
Image/video
B
Audio
C
Text
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
সামাজিক যোগাযোগ মাধ্যম (Social Networking Site)
সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে টেক্সট, ছবি, অডিও, ভিডিওসহ নানা ধরণের কনটেন্ট ব্যবহার করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম
-
সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা ইন্টারনেটের সাহায্যে একে অপরের সঙ্গে তথ্য, মতামত, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট শেয়ার করতে পারেন।
-
এটি মানুষকে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যুক্ত হতে এবং মতবিনিময় করতে সহায়তা করে।
-
উদাহরণ: Facebook, Twitter (X), Instagram, LinkedIn ইত্যাদি।
-
শুধু ব্যক্তিগত যোগাযোগ নয়, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও পেশাগত ক্ষেত্রেও এর ব্যাপক ব্যবহার রয়েছে।
-
এর মাধ্যমে সম্পর্ক তৈরি হয়, নতুন ধারণা ছড়ায় এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সম্ভব হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত প্রধান মাধ্যম
-
টেক্সট (Text): লেখা আকারে মেসেজ, পোস্ট বা মন্তব্য করা হয়।
-
ছবি (Image): ছবি শেয়ার করে ভিজ্যুয়াল যোগাযোগ করা যায়।
-
ভিডিও (Video): ভিডিও পোস্ট বা লাইভ ভিডিওর মাধ্যমে মতামত ও অভিজ্ঞতা প্রকাশ করা হয়।
-
অডিও (Audio): ভয়েস মেসেজ, পডকাস্ট বা অডিও ক্লিপ ব্যবহার করা হয়।
-
লিংক (Link): ওয়েবসাইটের লিংক শেয়ার করে তথ্য ছড়ানো যায়।
-
ইমোজি ও জিআইএফ (Emoji & GIF): অনুভূতি বা প্রতিক্রিয়া প্রকাশের মাধ্যম।
উৎস: Kaplan, A. M., & Haenlein, M. (2010). Users of the world, unite! The challenges and opportunities of Social Media. Business Horizons, 53(1), 59-68.
0
Updated: 1 month ago
কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
TCP/IP
B
Novel netware
C
Net BEUI
D
Linux
TCP/IP প্রোটোকল
-
TCP/IP হলো ইন্টারনেটে সংযোগ স্থাপনের জন্য সবচেয়ে প্রচলিত প্রোটোকল।
-
ইন্টারনেটের সব কম্পিউটার ডেটা পাঠানো ও গ্রহণ করার জন্য TCP/IP ব্যবহার করে।
-
TCP/IP ব্যবহার করে বিশ্বের যে কোনো দুটি কম্পিউটার সহজেই সংযুক্ত হতে পারে।
-
একটি কম্পিউটার প্রথমে স্থানীয় নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়, এবং পরে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ করতে সক্ষম হয়।
-
প্রতিটি ইন্টারনেট কম্পিউটারের একটি ইউনিক IP ঠিকানা থাকে এবং প্রায় সব কম্পিউটারের একটি ডোমেইন নামও থাকে, যা DNS (ডোমেইন নেম সিস্টেম) দ্বারা ব্যবহারযোগ্য হয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
Created: 1 month ago
A
FTP
B
RPC
C
SNMP
D
SMTP
মেইল যোগাযোগ দুটি প্রধান ভাগে ভাগ করা যায়: বাহিরে পাঠানো মেইল এবং গ্রহণকৃত মেইল। বাহিরে পাঠানো মেইলগুলোকে আউটগোয়িং মেইল বলা হয় এবং ব্যবহারকারীর কাছে আসা মেইলগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
যে সকল মেইল বাহিরে পাঠানো হয়, সেগুলোকে আউটগোয়িং মেইল বলা হয়।
-
আউটগোয়িং মেইল পাঠানোর জন্য সাধারণত SMTP প্রটোকল ব্যবহার করা হয়।
-
SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে, সেগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সবচেয়ে জনপ্রিয় প্রটোকল হলো POP3।
-
POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol
0
Updated: 1 month ago
সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?
Created: 2 months ago
A
২০০৪
B
২০০৬
C
২০০৩
D
২০০৮
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা (ICT-based Production System)
প্রাথমিক তথ্য
বিসিএস
টুইটার
-
টুইটার হলো একটি সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। বর্তমানে এর নাম পরিবর্তিত হয়ে ‘X’।
-
টুইটারকে কখনও কখনও ‘ইন্টারনেটের এসএমএস’ ও বলা হয়।
-
সিইও: লিন্ডা ইয়াকারিনো, যিনি ৫ জুন ২০২৩ থেকে দায়িত্বে রয়েছেন।
-
প্রতিষ্ঠা: ২১ মার্চ, ২০০৬; চলু হয়: ১৫ জুলাই, ২০০৬।
-
সদর দপ্তর: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠাতা: জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, এবং ইভান উইলিয়ামস।
-
টুইট: ফেসবুকের পোস্টের মতোই টুইটারে যে কোনো পোস্টকে ‘টুইট’ বলা হয়।
- অক্ষরের সীমা: প্রতি টুইট ২৮০ অক্ষরের মধ্যে সীমাবদ্ধ (আগে ১৪০ অক্ষর ছিল)।উৎস: টুইটারের ওয়েবসাইট।
0
Updated: 2 months ago