নিচের কোনটি 52(16) এর বাইনারী রূপ?
A
01010010(2)
B
01110011(2)
C
00001100(2)
D
11110000(2)
উত্তরের বিবরণ
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি
- যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, যেমন- (১২০৯A)১৬।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট ১৬ টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে ১৬।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ১৬ টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়।
- A, B, C, D, E, F প্রতীক গুলোকে যথাক্রমে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ দ্বারা প্রকাশ করা যায়।
- ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
এখানে,
5 = 0101
2 = 0010
∴ (52)16 = (01010010)2
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
Mobile Phone-এর কোনটি input device নয়?
Created: 2 months ago
A
Keypad
B
Touch Screen
C
Camera
D
Power Supply
পেরিফেরাল ডিভাইস
কম্পিউটারের সাথে সংযুক্ত যে হার্ডওয়্যারগুলো ডেটা ইনপুট বা আউটপুট হিসেবে কাজ করে, সেগুলোকে কম্পিউটার পেরিফেরাল ডিভাইস বলা হয়। পেরিফেরাল ডিভাইসগুলো মূলত তিন ধরনের হয়ে থাকে:
ইনপুট ডিভাইস
যেসব ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারী বা পরিবেশ থেকে তথ্য কম্পিউটারে পৌঁছায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
কীবোর্ড (Keyboard)
-
মাউস (Mouse)
-
ট্র্যাকবল (Trackball)
-
জয়স্টিক (Joystick)
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
বারকোড রিডার (Barcode Reader)
-
পয়েন্ট-অফ-সেল (Point-of-sale)
-
OMR, OCR
-
স্ক্যানার (Scanner)
-
লাইটপেন (Lightpen)
-
গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
-
ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
আউটপুট ডিভাইস
যেসব ডিভাইস কম্পিউটারের প্রক্রিয়াকৃত তথ্য ব্যবহারকারীর কাছে প্রদর্শন করে, সেগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
মনিটর (Monitor)
-
প্রিন্টার (Printer)
-
প্লটার (Plotter)
-
স্পিকার (Speaker)
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-
ইমেজ সেটার (Image Setter)
-
ফিল্ম রেকর্ডার (Film Recorder)
-
হেডফোন (Headphone)
ইনপুট-আউটপুট ডিভাইস
যেসব ডিভাইস একই সময়ে তথ্য গ্রহণ ও প্রদর্শন করতে পারে, সেগুলোকে ইনপুট-আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
হার্ড ডিস্ক (Hard Disk)
-
CD/DVD
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
পেনড্রাইভ (Pendrive)
বিঃদ্রঃ পাওয়ার সাপ্লাই (Power Supply) কোনো ইনপুট ডিভাইস নয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
Created: 2 months ago
A
WAN
B
Satellite Communication
C
MAN
D
TV রিমোর্ট কন্ট্রোলে
ইনফ্রারেড ডিভাইস ও তার ব্যবহার
-
টেলিভিশনের রিমোট কন্ট্রোলে সাধারণত ইনফ্রারেড (Infrared, IR) প্রযুক্তি ব্যবহার করা হয়।
-
ইনফ্রারেড হলো একটি ধরনের তরঙ্গ, যার ফ্রিকোয়েন্সি প্রায় 300 GHz থেকে 400 THz পর্যন্ত হতে পারে।
-
এটি সাধারণত কাছাকাছি থাকা দুইটি ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
-
এই প্রযুক্তিতে দুই প্রান্তে থাকে একটি ট্রান্সমিটার ও একটি রিসিভার, যা তথ্য প্রেরণ ও গ্রহণ করে।
-
ইনফ্রারেডের ব্যবহার লক্ষ্য করা যায়:
-
টেলিভিশন ও ভিসিআর রিমোট কন্ট্রোলে
-
কী-বোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদি ওয়্যারলেস ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান
-
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
OMR
B
OCR
C
MICR
D
Scanner
ওসিআর (OCR)
-
পূর্ণরূপ: Optical Character Reader বা Optical Character Recognition।
-
OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
-
এটি মুদ্রিত লেখা এবং অনেক ক্ষেত্রে হাতের লেখাও পড়তে সক্ষম।
-
OCR ব্যবহার করে যেকোনো আকারের দাগ, চিহ্ন এবং আলফানিউমেরিক ক্যারেক্টার সরাসরি কম্পিউটারে ইনপুট করা যায়।
অন্যান্য ইনপুট ডিভাইস
১. স্ক্যানার (Scanner)
-
স্ক্যানার হলো একটি আধুনিক ইনপুট ডিভাইস যা ব্যবহার করে ছবি, লেখা বা যেকোনো ধরনের ইমেজ কম্পিউটারে নেওয়া যায়।
-
স্ক্যানারের মাধ্যমে ইনপুট করা ইমেজে পরিবর্তন, পরিবর্ধন, রঙ পরিবর্তন, বা একাধিক ছবি সংযুক্ত করার মতো কাজ করা যায়।
-
তবে এ ধরনের সম্পাদনার জন্য প্রায়শই বিশেষ সফটওয়্যার যেমন অ্যাডোব ফটোশপ ব্যবহৃত হয়।
২. ওএমআর (OMR)
-
পূর্ণরূপ: Optical Mark Reader।
-
OMR হলো একটি আলোক-সংবেদনশীল স্ক্যানার, যা কাগজে পেনসিল বা কলম দিয়ে করা বিশেষ চিহ্ন (যেমন গোল বা বর্গাকার মার্ক) পড়ে।
-
এই চিহ্ন অনুযায়ী তথ্য কম্পিউটারে প্রেরণ করা হয়।
৩. এমআইসিআর (MICR)
-
পূর্ণরূপ: Magnetic Ink Character Recognition।
-
MICR লেখা হয় চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইড যুক্ত কালি ব্যবহার করে।
-
এটি ব্যাংক চেক লেনদেনের জন্য নিরাপদ এবং দ্রুত।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago