নিচের কোনটি 52(16) এর বাইনারী রূপ?
A
01010010(2)
B
01110011(2)
C
00001100(2)
D
11110000(2)
উত্তরের বিবরণ
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি
- যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, যেমন- (১২০৯A)১৬।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট ১৬ টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে ১৬।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ১৬ টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়।
- A, B, C, D, E, F প্রতীক গুলোকে যথাক্রমে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ দ্বারা প্রকাশ করা যায়।
- ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
এখানে,
5 = 0101
2 = 0010
∴ (52)16 = (01010010)2
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
DNS সার্ভারের কাজ হচ্ছে _____ কে _____ address-এ পরিবর্তন করা।
Created: 1 month ago
A
Email, DNS
B
MAC Address, IP
C
Domain name, IP
D
Email, IP
DNS সার্ভারের মূল কাজ হলো ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করা, যাতে ব্যবহারকারীরা সহজে ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। কারণ, সংখ্যার সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস মনে রাখা মানুষের জন্য কঠিন, তাই সহজে ব্যবহারযোগ্য ডোমেইন নেম ব্যবহার করা হয়।
-
ডোমেইন নেম:
-
এটি হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের একটি নির্দিষ্ট নাম।
-
উদাহরণস্বরূপ, www.google.com-এর আইপি অ্যাড্রেস হলো 216.58.212.164।
-
ডোমেইন নেমের বিভিন্ন অংশ থাকে, যা ডট (.) অপারেটর দ্বারা পৃথক করা হয়।
-
-
DNS সার্ভার:
-
DNS বা Domain Name System হলো সেই পদ্ধতি যার মাধ্যমে ডোমেইন নেম নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।
-
এটি ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
-
যখন একজন ব্যবহারকারী একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন সেই নির্দেশনা DNS সার্ভারের কাছে পৌঁছে।
-
0
Updated: 1 month ago
নিচের কোনটি ডাটাবেজ language?
Created: 2 months ago
A
Oracle
B
C
C
MS-Word
D
কোনোটিই নয়
ডাটাবেজ ও ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ
ডাটাবেজ হলো তথ্য সংরক্ষণের একটি সিস্টেম বা তথ্যভান্ডার।
-
কম্পিউটার আবিষ্কারের আগে, তথ্য সাধারণত ফাইলের আকারে জমা রাখা হতো।
-
এখন তথ্যগুলি ডাটাবেজে সংরক্ষণ করা হয়, যা দ্রুত তথ্য খোঁজা, হালনাগাদ এবং বিশ্লেষণ সহজ করে।
ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের ধরন:
-
Data Definition Language (DDL)
-
এটি এমন একটি ল্যাঙ্গুয়েজ যা ডেটার প্রকার এবং তাদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে ব্যবহৃত হয়।
-
-
Data Manipulation Language (DML)
-
ডেটা সংযোজন, পরিবর্তন বা মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়।
-
-
Query Language
-
তথ্য অনুসন্ধান ও হিসাব করার জন্য ব্যবহৃত হয়।
-
উদাহরণ: QUEL, QBE, SQL ইত্যাদি।
-
অন্যান্য উদাহরণ:
-
C – প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
-
MS Word – ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
-
Oracle – ডাটাবেজ সংক্রান্ত সফটওয়্যার
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি
0
Updated: 2 months ago
বাইনারি সংখ্যা (110101)2 এর দশমিক মান কত?
Created: 1 month ago
A
53
B
54
C
55
D
56
বাইনারি সংখ্যা 110101-এর দশমিক মান হলো 53। বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য প্রতিটি অংককে ২ এর উপযুক্ত ঘাতের সাথে গুণ করতে হয় এবং প্রাপ্ত মানগুলোকে যোগ করতে হয়।
বাইনারি থেকে দশমিক রূপান্তর করার ধাপ:
-
প্রতিটি বাইনারি অংককে তার স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত দিয়ে গুণ করা হয়, ঘাত শুরু হয় ০ থেকে ডান দিক থেকে বাম দিকে।
-
সব গুণফলকে যোগ করলে সংখ্যার দশমিক মান পাওয়া যায়।
উদাহরণ:
বাইনারি সংখ্যা: 110101
উৎস:
0
Updated: 1 month ago