নিচের কোনটি Octal number নয়?
A
19
B
77
C
15
D
101
উত্তরের বিবরণ
অক্টাল সংখ্যা পদ্ধতি (Octal Number System)
-
অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি (Base) হলো ৮।
-
এখানে মোট ৮টি অঙ্ক (Digit) ব্যবহৃত হয়। এগুলো হলো – ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭।
-
তাই ৯ বা এর বেশি কোনো সংখ্যা অক্টাল পদ্ধতিতে বৈধ নয়। যেমন – 101, 367, 452 হলো অক্টাল সংখ্যা; কিন্তু 19 অক্টাল নয়, কারণ এতে ‘৯’ আছে যা অক্টালে ব্যবহার করা যায় না।
-
অক্টাল সংখ্যায় দশমিক বিন্দুর (.) আগের অংশকে বলা হয় MSD (Most Significant Digit) বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, আর দশমিকের পরের অংশকে বলা হয় LSD (Least Significant Digit) বা কম গুরুত্বপূর্ণ অঙ্ক।
-
ঐতিহাসিকভাবে জানা যায়, অক্টাল সংখ্যা পদ্ধতি প্রথম চালু করেছিলেন সুইডেনের রাজা সপ্তম চার্লস।
উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি -
Created: 1 month ago
A
AND
B
OR
C
XOR
D
NAND
NAND গেইট
- AND গেইট + NOT গেইট = NAND গেইট।
- NAND গেইট AND গেইটের বিপরীত।
- NAND গেইটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হয়।
- অর্থাৎ, NAND গেইটে দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি - NAND গেইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
0
Updated: 1 month ago
নিচের কোন উক্তিটি সঠিক?
Created: 2 months ago
A
১ কিলোবাইট = ১০২৪ বাইট
B
১ মেগাবাইট = ১০২৪ বাইট
C
১ কিলোবাইট = ১০০০ বাইট
D
১ মেগাবাইট = ১০০০ বাইট
বিট (Bit) এবং বাইট (Byte) পরিচিতি
বিট (Bit):
-
কম্পিউটারে তথ্যের সবচেয়ে ক্ষুদ্র একক হলো বিট।
-
এটি কেবল দুটি মান ধারণ করতে পারে: 0 এবং 1।
বাইট (Byte):
-
৮টি বিট একত্রে একটি বাইট গঠন করে।
-
একটি বাইট সাধারণত একটি অক্ষর বা সংখ্যা সংরক্ষণ করতে সক্ষম।
মেমরির একক এবং তাদের পরিমাপ
কম্পিউটার মেমরির পরিমাণ পরিমাপের জন্য এককগুলো নিম্নরূপ সম্পর্কযুক্ত:
| একক | সমতুল্য |
|---|---|
| ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর | – |
| ১ কিলোবাইট (KB) = ১,০২৪ বাইট | – |
| ১ মেগাবাইট (MB) = ১,০২৪ KB | – |
| ১ গিগাবাইট (GB) = ১,০২৪ MB | – |
| ১ টেরাবাইট (TB) = ১,০২৪ GB | – |
| ১ পেটাবাইট (PB) = ১,০২৪ TB | – |
সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago
নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
Created: 1 month ago
A
ফেসবুক
B
টুইটার
C
লিংকড ইন
D
উইকিপিডিয়া
সামাজিক যোগাযোগ মাধ্যম
সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে এমন প্ল্যাটফর্মকে বোঝায়, যেখানে মানুষ ভার্চুয়াল নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ও মিথস্ক্রিয়া করতে পারে।
উদাহরণ: ফেসবুক, টুইটার, লিংকডইন, গুগল প্লাস ইত্যাদি।
ফেসবুক
-
ফেসবুকের প্রতিষ্ঠাতা: মার্ক জুকারবার্গ
-
প্রতিষ্ঠার সাল: ২০০৪
-
বর্তমান পদ: চেয়ারম্যান ও সিইও
-
সদর দপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
টুইটার
-
টুইটার একটি জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট
-
প্রতিষ্ঠার তারিখ: ২১ মার্চ, ২০০৬
-
সদর দপ্তর: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
লিংকডইন
-
LinkedIn মূলত একটি ব্যবসায়িক (বিজনেস-ওরিয়েন্টেড) সামাজিক যোগাযোগ মাধ্যম
-
প্রতিষ্ঠাতা: রেইড হফম্যান, জিন-লুক ভায়ান্ট, এরিক লি, কনস্টান্টিন গেরিক, অ্যালেন ব্লু
-
প্রতিষ্ঠার সাল: ২০০২
-
সদর দপ্তর: সানি ভ্যালি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
-
মাতৃপক্ষ: মাইক্রোসফট কর্পোরেশন
উইকিপিডিয়া
-
উইকিপিডিয়া হলো একটি ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ, যেখানে যে কেউ তথ্য সংযোজন ও সম্পাদনা করতে পারে।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, নবম-দশম শ্রেণি
0
Updated: 1 month ago