TV Remote এর Carrier Frequency-র Range কত?
A
< 100 MHZ
B
< 1 GHZ
C
< 2 GHZ
D
Infra-red range-এর
উত্তরের বিবরণ
ইনফ্রারেড (Infrared)
-
ইনফ্রারেড হলো এক ধরনের তড়িৎচৌম্বক তরঙ্গ, যার ফ্রিকোয়েন্সি সাধারণত ৩০০ GHz থেকে ৪০০ THz এর মধ্যে থাকে।
-
খুব কাছাকাছি অবস্থান করা ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগের জন্য ইনফ্রারেড ব্যবহার করা হয়।
-
এই যোগাযোগে দুই প্রান্তে থাকে একটি ট্রান্সমিটার (সংকেত প্রেরক) ও একটি রিসিভার (সংকেত গ্রহণকারী)।
-
টেলিভিশন বা ভিসিআর-এর রিমোট কন্ট্রোল, এবং কী-বোর্ড, মাউস, প্রিন্টারসহ বিভিন্ন ডিভাইসের ওয়্যারলেস যোগাযোগে ইনফ্রারেডের ব্যবহার দেখা যায়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
Created: 1 month ago
A
প্রোগ্রাম
B
প্রোটোকল
C
প্রোগ্রামিং
D
ফ্লোচার্ট
TCP (Transmission Control Protocol)
-
TCP-এর পূর্ণরূপ হলো Transmission Control Protocol, যা ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।
-
এটি ইন্টারনেটে বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন ওয়েব ব্রাউজিং, ই-মেইল প্রেরণ ইত্যাদি-এ নিরাপদ সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয়।
-
TCP-এর মূল কাজ তিনটি ভাগে বলা যায়:
১. বাইট স্ট্রিম সরবরাহ করা – তথ্য ধারাবাহিকভাবে পাঠানোর ব্যবস্থা।
২. সংযোগ স্থাপন করা – প্রেরক ও প্রাপকের মধ্যে নিরাপদ সংযোগ নিশ্চিত করা।
৩. আস্থা স্থাপন করা – তথ্য পাঠানো বা প্রাপ্তির সময় কোন কিছু হারিয়ে গেলে তা পুনরায় পাঠানোর নিশ্চয়তা দেওয়া। -
ছোট ছোট প্রক্রিয়ার মাধ্যমে TCP নিশ্চিত করে যে ফাইলগুলো নিরাপদে পৌঁছাবে, অন্য লিঙ্কে প্রবেশ বা হারিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে।
উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
GPU-এর পূর্ণরূপ কী?
Created: 3 weeks ago
A
Graph Processing Unit
B
Graphic Processing Unit
C
Graphics Processing Unit
D
Geographical Processing Unit
GPU বা Graphics Processing Unit হলো একটি বিশেষ ধরনের প্রসেসর যা গ্রাফিক্স এবং ভিডিও সংক্রান্ত কাজের জন্য ডিজাইন করা। এটি মূলত গ্রাফিক্স, ইফেক্ট এবং ভিডিও প্রোসেসিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে ভিডিও গেমস খেলার ক্ষেত্রে GPU এর ব্যবহার অত্যন্ত সাধারণ।
-
পূর্ণরূপ: GPU = Graphics Processing Unit
-
মূল কাজ: গ্রাফিক্স, ইফেক্ট এবং ভিডিও পরিচালনা করা
-
ব্যবহার: ভিডিও গেমস খেলা এবং অন্যান্য গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন
0
Updated: 3 weeks ago
MICR-এর পূর্ণরূপ কি?
Created: 2 months ago
A
Magnetic Ink Character Reader
B
Magnetic Ink Code Reader
C
Magnetic Ink Case Reader
D
কোনোটিই নয়
MICR
-
MICR-এর পূর্ণরূপ হলো Magnetic Ink Character Recognition।
-
এটি এমন একটি প্রযুক্তি যা মূলত ব্যাংক লেনদেনকে দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য করতে ব্যবহৃত হয়।
-
MICR প্রযুক্তির মাধ্যমে চেকের আসল-নকল যাচাই করা যায়।
-
এ ধরনের চেকে বিশেষ ধরনের চুম্বকীয় কালি ব্যবহার করা হয়।
-
যখন এই চেক স্ক্যান করা হয়, তখন এর চুম্বকীয় সংখ্যাগুলো কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যার দ্বারা পড়া হয় এবং প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা হয়।
মনে রাখার বিষয় হলো, নির্ভরযোগ্য সূত্রগুলোতে (যেমন একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, মাহবুবুর রহমান) MICR-এর পূর্ণরূপ হিসেবে সবসময় Magnetic Ink Character Recognition দেওয়া আছে। তবে যদি কোনো বহুনির্বাচনী প্রশ্নে অপশন হিসেবে Recognition না থেকে শুধু Reader দেওয়া থাকে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে Magnetic Ink Character Reader।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)
0
Updated: 2 months ago