Which of the following sentences is correct?
A
That shirt which he bought is blue in colour
B
The shirt that which he bought is blue in colour
C
Which shirt he bought is blue in colour
D
The shirt which he bought is blue in colour
উত্তরের বিবরণ
• যে adjective clause কোনো noun সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করে, তাকে non-restrictive clause বলা হয়।
-
এর সঠিক গঠন সাধারণত হয়: Subject + which + subject + verb + extension।
• অর্থের অস্পষ্টতা এড়াতে relative pronoun এবং antecedent সাধারণত পাশাপাশি বসে।
-
যদি antecedent ব্যক্তি হয়, তবে relative pronoun হিসেবে সাধারণত who ব্যবহৃত হয়।
-
তবে who অনুপস্থিত থাকলে, that ব্যবহৃত হতে পারে।
-
আর যদি antecedent বস্তু হয়, তবে সাধারণত which ব্যবহৃত হয়।
• উপরের নিয়ম অনুসারে প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক বাক্যটি হলো:
— The shirt which he bought is blue in colour.

0
Updated: 3 months ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
He resembles like his father.
B
He resembles with his father.
C
He resembles his father.
D
He resembles similar to his father.
সঠিক বাক্য হবে:
He resembles his father.
ব্যাখ্যা:
“Resemble” অর্থ সাদৃশ্যপূর্ণ হওয়া বা মিল থাকা। এটি একটি transitive verb, তাই এর পরে কোনো preposition ব্যবহারের দরকার নেই। সরাসরি object বসে।
Transitive verb-এর পরে preposition বসে না, যেমন: reach, resemble, violate, discuss, enter ইত্যাদি।
-
তাই “resemble” এর পরে like, with, to বসালে grammatical ভুল হয়।
অপশন বিশ্লেষণ:
ক) He resembles like his father. → ভুল, কারণ “like” অতিরিক্ত।
খ) He resembles with his father. → ভুল, “with” preposition অনাবশ্যক।
ঘ) He resembles similar to his father. → ভুল, “resembles” এবং “similar to” redundancy তৈরি করে।
তাই সঠিক উত্তর: He resembles his father.

0
Updated: 1 month ago
Choose the correct sentence-
Created: 4 months ago
A
Rich is not always happy
B
The rich is not always happy
C
The rich is not happy always.
D
The rich are not always happy
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে -
The Rich are not always happy. - বাক্যটি সঠিক।
• প্রশ্নে উল্লেখিত বাক্যে rich( ধনী; সম্পদশালী) হচ্ছে adjective
- এবং এর পূর্বে the, article টি বসায় তা plural common noun এ পরিণত হয়েছে।
- Adjective যদি জাতিকে নির্দেশ করে তাহলে এর পূর্বে the বসে এবং এটি plural commom noun হয়ে যায় এবং plural verb গ্রহণ করে।
- বাক্যে rich দ্বারা সকল ধনীকে বুঝিয়েছে এর ফলে এর পূর্বে the বসেছে।

0
Updated: 4 months ago
Choose the correct one-
Created: 3 months ago
A
Mispel
B
Misspell
C
Mispell
D
Misspel
• Misspell (Verb)
English Meaning: To fail to spell a word correctly
Bangla Meaning: বানান ভুল করা; ভুল বানান করা।
Example: Edgar Allan Poe’s middle name is often misspelled as Allen.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

0
Updated: 3 months ago