একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 8 সে.মি. হলে ষড়ভুজটির ক্ষেত্রফল কত?
A
54√3 বর্গ সে.মি.
B
96√3 বর্গ সে.মি.
C
64√3 বর্গ সে.মি.
D
128√3 বর্গ সে.মি.
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 8 সে.মি. হলে ষড়ভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য (a) = 8 সে.মি.
আমরা জানি,
সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = (3√3/2) × a2
এখানে, a = 8 সে.মি.
সুতরাং, ক্ষেত্রফল = (3√3/2) × (8)2
= (3√3/2) × 64
= 3√3 × 32
= 96√3 বর্গ সে.মি.
∴ সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল 96√3 বর্গ সে.মি.।
0
Updated: 1 month ago
কোনো বাগানের দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
Created: 3 days ago
A
৩০
B
২
C
৩০০
D
২০০
উ. ঘ) ২০০
প্রদত্ত বাগানটি একটি আয়তক্ষেত্রাকার বাগান, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো—
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
এখানে,
দৈর্ঘ্য = ২০ মিটার
প্রস্থ = ১০ মিটার
সুতরাং,
ক্ষেত্রফল = ২০ × ১০ = ২০০ বর্গমিটার
অতএব, বাগানটির ক্ষেত্রফল ২০০ বর্গমিটার, এবং সঠিক উত্তর হলো ঘ) ২০০।
0
Updated: 3 days ago
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ২৮৮ বর্গমিটার হলে, পরিসীমা কত?
Created: 1 month ago
A
৬৪ মিটার
B
৭২ মিটার
C
৮৪ মিটার
D
১২০ মিটার
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ২৮৮ বর্গমিটার হলে, পরিসীমা কত?
সমাধান:
ধরি,
আয়তাকার ঘরটির প্রস্থ = ক মিটার
অতএব, দৈর্ঘ্য = ২ক মিটার
আয়তাকার ঘরের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
প্রশ্নমতে,
∴ ২ক × ক = ২৮৮
⇒ ২ক২ = ২৮৮
⇒ ক২ = ১৪৪
⇒ ক = √১৪৪ = ১২
সুতরাং, প্রস্থ = ১২ মিটার
দৈর্ঘ্য = ২ × ১২ = ২৪ মিটার
∴ আয়তাকার ঘরের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(২৪ + ১২) মিটার
= ২ × ৩৬ মিটার
= ৭২ মিটার
0
Updated: 1 month ago
3 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
9 বর্গ সে.মি.
B
15 বর্গ সে.মি.
C
18 বর্গ সে.মি.
D
27 বর্গ সে.মি.
প্রশ্ন: 3 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ = 3 সে.মি.
ব্যাস = 2 × 3 সে.মি. = 6 সে.মি.
ধরি,
বর্গক্ষেত্রের বাহু = a
∴ বর্গক্ষেত্রের কর্ণ = a√2
আমরা জানি,
বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ = বৃত্তের ব্যাস
⇒ a√2 = 6
⇒ a = 6/√2
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2
= (6/√2)2
= 36/2
= 18 বর্গ সে.মি.
0
Updated: 1 month ago