A
অর্বাচীন
B
বিশিষ্ট ব্যক্তি
C
সামান্য ব্যাক্তি
D
নির্লজ্জ
উত্তরের বিবরণ
‘চশমখোর’ বাগ্ধারার অর্থ: নির্লজ্জ
অন্যদিকে,
-
চুনোপুঁটি: সামান্য ব্যক্তি
-
কেউকেটা: বিশিষ্ট ব্যক্তি
-
ভুঁইফোঁড়: অর্বাচীন
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 20 hours ago
ঠোঁট-কাটা বলতে কি বুঝায়?
Created: 2 months ago
A
অহংকারী
B
স্পষ্টভাষী
C
মিথ্যাবাদী
D
পক্ষপাতদুষ্ট
বাগ্ধারা বাংলা ভাষার এক গুরুত্বপূর্ণ অলংকার। এটি এমন এক ধরনের বিশেষ বাক্যপ্রবচন, যার অর্থ সরল অনুবাদে পাওয়া যায় না, বরং প্রথাগত বা রূপক অর্থেই তা গ্রহণযোগ্য। নিচে কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ তুলে ধরা হলো:
🔹 ঠোঁট কাটা – যিনি কোনো কিছু বলতে দ্বিধা করেন না, সোজাসাপ্টা বলেন, তাকে বোঝায়। অর্থ: স্পষ্টভাষী বা কোনো কোনো ক্ষেত্রে বেহায়া।
🔹 কেউকেটা – সাধারণত ছোটলোক বা নগণ্য কাউকে বোঝাতে ব্যবহৃত হয়। অর্থ: তুচ্ছ বা সামান্য ব্যক্তি।
🔹 কালেভাদ্রে – খুব কম বা বিরল সময় কোনো কিছু ঘটলে এ শব্দ প্রয়োগ করা হয়। অর্থ: কদাচিৎ।
🔹 কান কাটা / কানকাটা – সমাজে যে ব্যক্তি অপমানজনক কাজে লিপ্ত হয়ে তার মানহানি ঘটিয়েছে, তাকে বোঝায়। অর্থ: বেহায়া।
🔹 পায়া ভারি – নিজের অবস্থান বা ক্ষমতা নিয়ে যে অহংকার প্রদর্শন করে, তার জন্য এই বাগ্ধারাটি ব্যবহৃত হয়। অর্থ: অহঙ্কারী।
🔹 কূপমুণ্ডুক – যে ব্যক্তি সীমিত জ্ঞানের গণ্ডিতে আবদ্ধ, বাইরের বিশাল জগত সম্পর্কে উদাসীন বা অজ্ঞ, তাকে বোঝাতে এই বাগ্ধারাটি ব্যবহৃত হয়। অর্থ: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন ব্যক্তি।
উৎস: ভাষা-শিক্ষা – ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 months ago
’শরতের শিশির’ বাগ্ধারাটির অর্থ কী?
Created: 2 weeks ago
A
দুঃসময় বন্ধু
B
নিষ্ক্রিয় দর্শক
C
ভণ্ড
D
ক্ষণস্থায়ী
বাগ্ধারার অর্থ
-
শরতের শিশির → ক্ষণস্থায়ী
-
সাক্ষী গোপাল → নিষ্ক্রিয় দর্শক
-
বর্ণচোরা → ভণ্ড
-
সুখের পায়রা → সুদিনের বন্ধু
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 weeks ago
'হাত-ভারি' বাগধারার অর্থ-
Created: 1 month ago
A
দাতা
B
কম খরচে
C
দরিদ্র
D
কৃপণ
'হাত-ভারি' বাগ্ধারার অর্থ 'কৃপণ'।
বাক্য গঠন: তাঁর মত হাতভারি লোক আমি কমই দেখেছি।
আরও কিছু বাগ্ধারার এবং এর অর্থ-
- 'হাত ধরা' বাগ্ধারার অর্থ বশীভূত।
- 'হাড় হাভাতে' বাগ্ধারার অর্থ হতভাগ্য,
- 'হাল ছাড়া' বাগ্ধারার অর্থ হতাশ হওয়া।
- 'হাত পাকান' বাগ্ধারার অর্থ দক্ষতা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago