'Navigator' এর বাংলা পরিভাষা -
A
নৌচালন
B
নীহারিকা
C
নাব্যতা
D
নাবিক
উত্তরের বিবরণ
Navigator এর বাংলা পরিভাষা: নাবিক
Navigability: নাব্যতা
Nebula: নীহারিকা
Navigation: নৌচালন
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
Blue print – এর পারিভাষিক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
চলচ্চিত্র
B
জীবনবৃত্তান্ত
C
প্রতিচিত্র
D
পটভূমি
"Blueprint" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে প্রতিচিত্র, যার অর্থ হলো একটি খসড়া বা পরিকল্পনার নির্ভুল নকশা বা রূপরেখা, যা সাধারণত ভবন নির্মাণ বা প্রকল্প তৈরির পূর্বধাপে ব্যবহার করা হয়।
0
Updated: 2 months ago
'Canon' -শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
আহার
B
নীতি
C
মিতব্যয়িতা
D
ক্যামেরা
Canon শব্দের পারিভাষিক বাংলা শব্দ হলো নীতি। একইভাবে বিভিন্ন ইংরেজি শব্দের নির্দিষ্ট পারিভাষিক বাংলা প্রতিশব্দ রয়েছে, যা জ্ঞানচর্চা, শিক্ষা ও প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহৃত হয়।
-
Radio = বেতার
-
Secretary = সচিব
-
Graduate = স্নাতক
-
Oxygen = অম্লজান
-
Hydrogen = উদযান
-
Periodical = সাময়িকী
-
Equation = সমীকরণ
-
Philosophy = দর্শন
-
Geography = ভূগোল
-
Democracy = গণতন্ত্র
-
Biology = জীববিজ্ঞান
-
Economics = অর্থনীতি
-
History = ইতিহাস
-
Law = আইন
-
Psychology = মনোবিজ্ঞান
-
Sociology = সমাজতত্ত্ব
এসব পারিভাষিক শব্দ বাংলা একাডেমি ও প্রামাণ্য অভিধানে স্বীকৃত, এবং বাংলা ভাষায় বৈজ্ঞানিক, সাহিত্যিক ও প্রাতিষ্ঠানিক আলোচনায় বহুল ব্যবহৃত।
0
Updated: 1 month ago
'Curtain' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
বিস্তারিত
B
প্রথা
C
পর্দা
D
সংক্ষিপ্ত
Curtain (noun) শব্দের বাংলা অর্থ হলো—
-
দরজা বা জানালার পর্দা
-
মঞ্চের যবনিকা বা পর্দা
-
কোনো কিছুর আবরণ
এছাড়া আরও কিছু সম্পর্কিত শব্দ হলো—
-
Custom = প্রথা
-
Curtail = সংক্ষিপ্ত করা
-
Detail = বিস্তারিত
সূত্র:
0
Updated: 1 month ago