'Glacier' এর বাংলা পরিভাষা -
A
বৈশ্বিক
B
হিমবাহ
C
ভূগোলক
D
ভূতাত্ত্বিক
উত্তরের বিবরণ
Glacier এর বাংলা পরিভাষা: হিমবাহ
Geologist: ভূতাত্ত্বিক
Globe: ভূগোলক
Global: বৈশ্বিক
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
'Attested' শব্দের বাংলা পরিভাষা কী?
Created: 1 month ago
A
প্রত্যায়িত
B
সত্যায়িত
C
প্রত্যয়িত
D
সত্যয়িত
‘Attested’ শব্দের বাংলা পারিভাষিক অর্থ হলো সত্যায়িত, যা সাধারণত কোন কাগজপত্র বা নথি সত্য কিনা যাচাই করার প্রক্রিয়া বোঝাতে ব্যবহৃত হয়।
অন্যান্য সমজাতীয় শব্দের পারিভাষিক অর্থগুলো হলো:
-
Certified – প্রত্যয়িত, সাধারণত কোন বিষয় বা নথি নির্দিষ্ট মানদণ্ড পূরণ করেছে বলে নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়।
-
Verified – প্রতিপাদিত, কোন তথ্য বা নথি সঠিকতা যাচাই করা হয়েছে বোঝাতে ব্যবহৃত হয়।
-
Authenticated – প্রমাণীকৃত, মূলতা বা স্বতন্ত্রতা নিশ্চিত করার প্রক্রিয়া বোঝাতে ব্যবহৃত হয়।
0
Updated: 1 month ago
'Memorandum' এর পরিভাষা কী?
Created: 1 month ago
A
পরীক্ষাগার
B
গণসংযোগ
C
স্মারকলিপি
D
অবতরণ
'Memorandum ' শব্দের পারিভাষাঃ স্মারকলিপি; চিঠি; চিরকুট; চীরকুট; নোট; ভবিষ্যতে ব্যবহারের জন্য ঘটনাদির তালিকা; ভবিষ্যৎ ব্যবহারের জন্য নোট; স্মরণ রাখতে হবে এমন বিষয়; স্মারক ) দাফতরিক যোগাযোগ সম্পর্কিত অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন বা স্বাক্ষরিত হয়নি।
0
Updated: 1 month ago
'Logic' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
যুক্তিবিদ
B
যৌক্তিকতা
C
যুক্তিবাদী
D
যুক্তিবিদ্যা
ইংরেজি Logic শব্দের বাংলা পরিভাষা হলো যুক্তিবিদ্যা, যার অর্থ বিতর্কশক্তি বা যৌক্তিক চিন্তাধারা।
-
Logical → যৌক্তিক, যুক্তিবাদী
-
Logicality → যৌক্তিকতা
-
Logician → যুক্তিবিদ
উৎস:
0
Updated: 1 month ago