কোনটি শুদ্ধ বাক্য?
A
অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
B
তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
C
আমি সন্তোষ হলাম।
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
অশুদ্ধ বাক্য: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ বাক্য: আমি সন্তুষ্ট হলাম।
অশুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।
অশুদ্ধ বাক্য: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
শুদ্ধ বাক্য: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 1 month ago
'অজপাড়াগাঁ' শব্দে 'অজ' কোন ধরনের উপসর্গ?
Created: 1 month ago
A
বিদেশি উপসর্গ
B
সংস্কৃত উপসর্গ
C
খাঁটি বাংলা উপসর্গ
D
ফারসি উপসর্গ
খাঁটি বাংলা উপসর্গ
-
উদাহরণ – অজ:
-
খাঁটি বাংলা উপসর্গ ‘অজ’ যোগে গঠিত শব্দ যেগুলো নিতান্ত (মন্দ) অর্থ প্রকাশ করে:
-
অজপাড়াগাঁ
-
অজমূর্খ
-
অজপুকুর
-
-
-
খাঁটি বাংলা উপসর্গের তালিকা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হালক্ষ্য: আ, সু, বি, নি – এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 1 month ago
'বনৌষধি' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
বন + ওষূধি
B
বন + ওষধি
C
বন + ওষুধি
D
বন + ঔষধি
সন্ধির নিয়ম অনুযায়ী, যখন অ-কার বা আ-কারের পরে ও-কার বা ঔ-কার আসে, তখন উভয় মিলিত হয়ে ঔ-কার তৈরি করে। এই ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
উদাহরণ:
-
মহা + ঋষি = মহর্ষি
-
শীত + ঋত = শীতার্ত
-
জন + এক = জনৈক
-
বন + ওষধি = বনৌষধি
-
প্রতি + এক = প্রত্যেক
0
Updated: 1 month ago
'জলদ' কোন ধরনের তৎপুরুষ সমাস?
Created: 1 month ago
A
অলুক তৎপুরুষ
B
সপ্তমী তৎপুরুষ
C
পঞ্চমী তৎপুরুষ
D
উপপদ তৎপুরুষ
উপপদ তৎপুরুষ সমাস
-
সংজ্ঞা:
যে পদের সঙ্গে পরবর্তী ক্রিয়ামূলের কৃৎ-প্রত্যয় যুক্ত হয়, সেই পদকে উপপদ বলা হয়।
কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস গঠিত হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। -
উদাহরণ:
-
জলে চরে যা → জলচর
-
জল দেয় যে → জলদ
-
পক্ষে জন্মে যা → পঙ্কজ
-
-
অন্যান্য উদাহরণ:
গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা-চাটা, পাড়াবেড়ানি, ছা-পোষা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)
0
Updated: 1 month ago