'চশমখোর' বাগ্ধারার অর্থ -
A
অর্বাচীন
B
বিশিষ্ট ব্যক্তি
C
সামান্য ব্যাক্তি
D
নির্লজ্জ
উত্তরের বিবরণ
‘চশমখোর’ বাগ্ধারার অর্থ: নির্লজ্জ
অন্যদিকে,
-
চুনোপুঁটি: সামান্য ব্যক্তি
-
কেউকেটা: বিশিষ্ট ব্যক্তি
-
ভুঁইফোঁড়: অর্বাচীন
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
‘কেতা দুরস্ত’ বাগধারার অর্থ কী?
Created: 1 month ago
A
অলস
B
পরিশ্রমী
C
পরিপাটি
D
দীর্ঘজীবী
'কেতা দুরস্ত' - বাগধারার অর্থ 'পরিপাটি। ইতুনিদ কুঁড়ে অর্থ 'অলস' । কলুর বলদ অর্থ নির্বিকারে পরিশ্রম করা ।কাকভুষণ্ডী অর্থ দীর্ঘজীবী।
0
Updated: 1 month ago
নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক?
Created: 1 month ago
A
বকধার্মিক-বিড়াল তপস্বী
B
মণিকাঞ্চন যোগ-সোনায় সোহাগা
C
ব্যাঙের আধুলি-ব্যাঙের সর্দি
D
অন্ধের যষ্টি-অন্ধের নড়ি
ব্যাঙের আধুলি - সামান্য সম্পদ ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা এই দুইটি বাগধারার মধ্যে কোন মিল নাই।
0
Updated: 1 month ago
'কুলকাঠের আগুন' বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
অসম্ভব বস্তু
B
তীব্র জ্বালা
C
অসাবধান
D
সামান্য
• 'কুল কাঠের আগুন' বাগধারাটির সঠিক অর্থ- 'তীব্র জ্বালা'।
বাক্য গঠন: তোমার কথার খোঁচায় আমার সারা দেহে কুল কাঠের আগুন জ্বলছে।
অন্যদিকে,
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
- 'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান।
- 'বাঘের দুধ' বাগধারাটির অর্থ - 'অসম্ভব বস্তু'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 2 months ago