দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
A
ড্যাশ
B
কমা
C
দাঁড়ি
D
কোলন
উত্তরের বিবরণ
ড্যাশ ( - )
-
সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে ড্যাশ ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
বাংলাদেশ দল জয়লাভ করেছে – বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত।
-
ঐ লোকটি – যিনি গতকাল এসেছিলেন – তিনি আমার মামা।
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২۱ ও ২০১৯ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
সম্বোধন পদে কোন যতি চিহ্ন বসে?
Created: 2 months ago
A
কমা
B
ড্যাস
C
সেমিকোলন
D
হাইফেন
সম্বোধন পদে সাধারণত কমা (,) যতি চিহ্ন বসে। সম্বোধনের পরে কমা ব্যবহার করে বাক্যের মূল বক্তব্য থেকে সম্বোধনটিকে পৃথক করা হয়। উদাহরণস্বরূপ:
হে বন্ধু, তোমাকে দেখার অপেক্ষায় আছি।
প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে পড়বে।
0
Updated: 2 months ago
সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
কোলন
B
সেমিকোলন
C
কমা
D
হাইফেন
হাইফেন (-): দুটি শব্দকে এক করতে কিংবা সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়।
0
Updated: 1 month ago
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
Created: 2 months ago
A
দাঁড়ি
B
কমা
C
কোলন
D
ড্যাস
প্রান্তিক বিরামচিহ্ন ৩টি। যথাঃ ১. দাড়ি/পূর্ণচ্ছেদ (।) ২. প্রশ্ন/জিজ্ঞাসা চিহ্ন (?) ৩. আশ্চর্য/বিস্ময় চিহ্ন (!)
0
Updated: 2 months ago