A
৭২০ ডিগ্রি
B
৯০০ ডিগ্রি
C
১০৮০ ডিগ্রি
D
১২০০ ডিগ্রি
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি গাড়ির চাকা মিনিটে ১৫০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
সমাধান:
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ১৫০ বার
∴ ১ সেকেন্ডে চাকাটি ঘুরে = ১৫০/৬০ বার
= ৫/২ বার
আমরা জানি,
চাকা ১ বার ঘুরলে ৩৬০ ডিগ্রি অতিক্রম করে।
∴ ৫/২ বার ঘুরলে চাকাটি অতিক্রম করে = (৫ × ৩৬০)/২ ডিগ্রি
= ৯০০ ডিগ্রি
সুতরাং, এক সেকেন্ডে চাকাটি ৯০০ ডিগ্রি ঘুরে।

0
Updated: 20 hours ago
একটি কোণ তার সম্পূরক কোণের 3 গুণ অপেক্ষায় 8° বেশি হলে, কোণটির মান কত?
Created: 2 weeks ago
A
122°
B
133°
C
137°
D
139°
প্রশ্ন: একটি কোণ তার সম্পূরক কোণের 3 গুণ অপেক্ষায় 8° বেশি হলে, কোণটির মান কত?
সমাধান:
ধরি,
কোণটির মান = x°
তাহলে তার সম্পূরক কোণ = 180 - x°
প্রশ্নমতে,
x = {3 × (180° - x)} + 8°
⇒ x = 540° - 3x + 8°
⇒ 4x = 548°
⇒ x = 548/4
∴ x = 137°
অতএব, কোণটির মান 137°

0
Updated: 2 weeks ago
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি?
Created: 2 weeks ago
A
৩০°
B
৪৫°
C
৬০°
D
৯০°
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি?
সমাধান:
- সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ ৬০°।
- ত্রিভুজের যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে।
- সমবাহু ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান।

0
Updated: 2 weeks ago
কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ১০৫° হলে অপর কোণটি কত ডিগ্রি হবে?
Created: 2 weeks ago
A
১৫°
B
৫৫°
C
৭৫°
D
৯৫°
প্রশ্ন: কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ১০৫° হলে অপর কোণটি কত ডিগ্রি হবে?
সমাধান:
আমরা জানি,
একটি সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি = ১৮০°
দেওয়া আছে,
একটি কোণ = ১০৫°
∴ অপর কোণটি = ১৮০° - ১০৫°
= ৭৫°

0
Updated: 2 weeks ago