একটি গাড়ির চাকা মিনিটে ১৫০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
A
৭২০ ডিগ্রি
B
৯০০ ডিগ্রি
C
১০৮০ ডিগ্রি
D
১২০০ ডিগ্রি
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি গাড়ির চাকা মিনিটে ১৫০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
সমাধান:
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ১৫০ বার
∴ ১ সেকেন্ডে চাকাটি ঘুরে = ১৫০/৬০ বার
= ৫/২ বার
আমরা জানি,
চাকা ১ বার ঘুরলে ৩৬০ ডিগ্রি অতিক্রম করে।
∴ ৫/২ বার ঘুরলে চাকাটি অতিক্রম করে = (৫ × ৩৬০)/২ ডিগ্রি
= ৯০০ ডিগ্রি
সুতরাং, এক সেকেন্ডে চাকাটি ৯০০ ডিগ্রি ঘুরে।
0
Updated: 1 month ago
দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
Created: 2 months ago
A
সন্নিহিত কোণ
B
সরলকোণ
C
পূরককোণ
D
সম্পূরক কোণ
প্রশ্ন: দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
সমাধান:
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।
0
Updated: 2 months ago
দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী বলা হয়?
Created: 2 months ago
A
সম্পূরক কোণ
B
বিপ্রতীপ কোণ
C
স্থূল কোণ
D
প্রবৃদ্ধ কোণ
প্রশ্ন: দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী বলা হয়?
সমাধান:
৯০° কোণ = সমকোণ
১৮০° কোণ = সরলকোণ
< ৯০° = সূক্ষ্ম কোণ
> ৯০° = স্থূল কোণ
১৮০° ও ৩৬০° এর মধ্যবর্তী কোণ = প্রবৃদ্ধ কোণ
0
Updated: 2 months ago