৫টি সংখ্যার সমষ্টি ১০০ যার প্রথম ৩টি সংখ্যার গড় ২০ এবং শেষ তিনটি সংখ্যার গড় ১৫ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
A
৫
B
১০
C
১৫
D
১২
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৫টি সংখ্যার সমষ্টি ১০০ যার প্রথম ৩টি সংখ্যার গড় ২০ এবং শেষ তিনটি সংখ্যার গড় ১৫ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাগুলো যথাক্রমে a, b, c, d, e
∴ a + b + c + d + e = ১০০
a + b + c = (২০ × ৩) = ৬০ 
এবং, c + d + e = (১৫ × ৩) = ৪৫
∴ (a + b + c) + (c + d + e) - (a + b + c + d + e) = ৬০ + ৪৫ - ১০০
∴ c = ৫  
অর্থাৎ তৃতীয় সংখ্যাটি = ৫
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Among 100 students, the average marks in English is 78. If the 60 girls scored an average of 84, determine the average score of the remaining boys.
Created: 1 month ago
A
72.5
B
67
C
68
D
69
Question: Among 100 students, the average marks in English is 78. If the 60 girls scored an average of 84, determine the average score of the remaining boys.
Solution:
ধরি,
ছাত্রদের গড় নম্বর = x
100 জন শিক্ষার্থীর মোট নম্বর = 100 × 78 = 7800
এবং 60 জন ছাত্রীর মোট নম্বর = 60 × 84 = 5040
প্রশ্নমতে,
5040 + (100 - 60)x = 7800
⇒ 5040 + 40x = 7800
⇒ 40x= 7800 - 5040
⇒ 40x = 2760
⇒ ক = 2760/40
⇒ ক = 69
∴ 40 জন ছাত্রের গড় নম্বর = 69
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
2, 8 এবং
32 এর জ্যামিতিক গড় কত?
Created: 2 months ago
A
9.33
B
9
C
8
D
7
সমাধানঃ
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় 
∴ 2, 8 এবং 32 এর জ্যামিতিক গড় = (2 × 8 × 32)1/3
= (512)1/3
= (83)1/3
= 8
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
ছয়টি সংখ্যার গড় ৭। যদি তাদের মধ্যে থেকে দুটি সংখ্যা সরিয়ে নেওয়া হয়, তবে অবশিষ্ট সংখ্যাগুলোর গড় ৮ হয়। সরানো সংখ্যা দুটির যোগফল কত?
Created: 2 weeks ago
A
১৮
B
১৪
C
২২
D
১০
প্রশ্ন: ছয়টি সংখ্যার গড় ৭। যদি তাদের মধ্যে থেকে দুটি সংখ্যা সরিয়ে নেওয়া হয়, তবে অবশিষ্ট সংখ্যাগুলোর গড় ৮ হয়। সরানো সংখ্যা দুটির যোগফল কত?
সমাধান:
দেওয়া আছে,
ছয়টি সংখ্যার গড় ৭
সুতরাং, ছয়টি সংখ্যার যোগফল = গড় × মোট সংখ্যা = ৭ × ৬ = ৪২
দুটি সংখ্যা সরিয়ে নেওয়ার পর বাকি থাকে = ৬ - ২ = ৪ টি সংখ্যা।
সুতরাং, বাকি চারটি সংখ্যার যোগফল = গড় × মোট সংখ্যা = ৮ × ৪ = ৩২
∴ অপসারণ করা দুটি সংখ্যার যোগফল = (প্রথম ছয়টি সংখ্যার যোগফল) - (বাকি চারটি সংখ্যার যোগফল)
= ৪২ - ৩২ = ১০
সুতরাং, যে দুটি সংখ্যা সরিয়ে নেওয়া হয়েছিল তাদের যোগফল হলো ১০।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago