A
আধ্যাত্মিক
B
কৃতার্থম্মন্য
C
আত্মসর্বস্ব
D
আত্মবলি
উত্তরের বিবরণ
‘পরার্থে নিজের প্রাণ উৎসর্গ’ এর এক কথায় প্রকাশ: আত্মবলি
‘নিজেকে নিয়ে সদাব্যস্ত’: আত্মসর্বস্ব
‘নিজেকে কৃতার্থ বলে মনে করে এমন’: কৃতার্থম্মন্য
‘আত্মা থেকে জাত’: আধ্যাত্মিক
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 20 hours ago
'ঈষৎ কম্পিত' এর এক কথায় প্রকাশ কী?
Created: 2 days ago
A
কম্পিত
B
কম্পন
C
আধুত
D
স্পন্দিত
ইষৎ” এর এক কথায় প্রকাশ
-
ইষৎ কম্পিত → আধুত
-
ইষৎ রক্তবর্ণ → আরক্ত
-
ইষৎ উষ্ণ → কবোষ্ণ
-
ইষৎ নীলবর্ণ → নীলাভ
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা – ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 days ago
'যা পূর্বে ছিল এখন নেই'- এক কথায় কি হবে?
Created: 3 months ago
A
অপূর্ব
B
অদৃষ্টপূর্ব
C
অভূতপূর্ব
D
ভূতপূর্ব
এক কথায় প্রকাশ (সংক্ষিপ্ত রূপে ভাব প্রকাশ):
-
যা পূর্বে ছিল, এখন নেই – ভূতপূর্ব
-
যা আগে কখনো দেখা যায়নি – অদৃষ্টপূর্ব
-
যা আগে কখনো শোনা যায়নি – অশ্রুতপূর্ব
-
যা অধ্যয়ন করা হয়েছে – অধীত
-
যা বলা হয়নি – অনুক্ত
-
যা বলার যোগ্য নয় – অকথ্য
-
যা কখনো নষ্ট হয় না – অবিনশ্বর
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,
ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 months ago
'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
Created: 2 weeks ago
A
জিতেন্দ্রিয়
B
জিগীষা
C
বিবমিষা
D
উপচিকীর্ষা
ইচ্ছা বা মনোবৃত্তির সংক্ষিপ্ত প্রকাশ
-
জয় করার ইচ্ছা: জিগীষা
-
ইন্দ্রিয়কে জয় করেছে যে: জিতেন্দ্রিয়
-
বমন করিবার ইচ্ছা: বিবমিষা
-
উপকার করার ইচ্ছা: উপচিকীর্ষা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago