Antonym of ample is-
A
Extensive
B
Limited
C
Sufferness
D
Abundant
উত্তরের বিবরণ
0
Updated: 5 months ago
Choose the correct sentence.
Created: 5 months ago
A
The man that said that was a fool
B
The man who said that was a fool
C
The man that said that was a fool.
D
The man which said that was a fool.
• The correct sentence is - The man who said that was a fool.
• Rules of the sentence:
- Who এর পর সরাসরি verb আসে আর whom এর পর আসে noun বা pronoun.
- ব্যক্তিবাচক noun এর relative pronoun form হিসেবে তাই এখানে who ব্যবহৃত হবে৷
• সাধারণত ব্যক্তির পরে Relative Pronoun Who বসে।
- person + who+ verb (according to person)
example:
- The man who said that was a fool.
- The man who stole my bag was tall.
0
Updated: 5 months ago
What is the synonym of the word 'Anguish'?
Created: 1 month ago
A
Agony
B
Celebration
C
Candour
D
Decimate
Anguish একটি Noun বা বিশেষ্য। এটি শারীরিক বা মানসিক চরম যন্ত্রণা, কষ্ট বা দুঃখ বোঝাতে ব্যবহৃত হয়।
-
বাংলা অর্থ: নিদারুণ শারীরিক বা মানসিক ক্লেশ।
-
সমার্থক শব্দ: Distress (যন্ত্রণা), Agony (অন্তর্বেদনা), Pain (ব্যথা), Suffering (যন্ত্রণা), Torture (নিপীড়ন)।
-
বিপরীতার্থক শব্দ: Happiness (সুখ), Bliss (পরম সুখ), Cheer (আনন্দ), Joy (উল্লাস), Celebration (উদযাপন)।
-
অন্য রূপ: Anguished (Adjective)।
-
উদাহরণ বাক্য:
১. He groaned in anguish.
২. It anguishes me to see my children not being taught well in school.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Candour (Noun):
-
ইংরেজি অর্থ: খোলাখুলি এবং সততার সঙ্গে মনের কথা বলা।
-
বাংলা অর্থ: সরলতা; অকপটতা।
-
-
Decimate (Verb, usually passive):
-
ইংরেজি অর্থ: কোনো একটি এলাকায় প্রাণী, উদ্ভিদ বা মানুষের বিশাল সংখ্যাকে হত্যা বা ধ্বংস করা।
-
বাংলা অর্থ: ধ্বংস করা; বহু লোকক্ষয় করা।
-
0
Updated: 1 month ago
'Five years have passed since his father died'. Identify the correct simple form of the sentence from the following options:
Created: 1 month ago
A
His father has died five years ago.
B
His father died five years ago.
C
His father has died for five years.
D
His father died since five years.
Complex: Five years have passed since his father died.
Simple: His father died five years ago.
কিভাবে একটি Complex sentence কে Simple sentence-এ রূপান্তর করা যায়। মূল বাক্যটি হল: "Five years have passed since his father died," যেখানে একটি independent clause "Five years have passed" এবং একটি subordinate clause "since his father died" রয়েছে। Simple sentence-এ রূপান্তর করতে হলে বাক্যে একটি subject এবং finite verb থাকতে হবে, এবং মূল অর্থ অপরিবর্তিত রাখতে হবে।
• Option বিশ্লেষণ:
-
ক) "His father has died five years ago."
-
ভুল, কারণ Present perfect tense ("has died") নির্দিষ্ট অতীত সময়ের সঙ্গে ব্যবহার করা যায় না যেমন "five years ago"।
-
-
খ) "His father died five years ago."
-
সঠিক simple sentence। এখানে simple past tense এবং past time expression "five years ago" ব্যবহার করে মূল অর্থ ঠিক রাখা হয়েছে।
-
-
গ) "His father has died for five years."
-
ভুল, কারণ "die" একটি momentary action, আর duration ("for five years") এর সঙ্গে "has died" ব্যবহার করা যায় না। সঠিক হতে হলে বলা যায়: "His father has been dead for five years," কিন্তু এতে অর্থ পরিবর্তিত হবে।
-
-
ঘ) "His father died since five years."
-
ভুল, কারণ "since" ব্যবহারে present perfect tense প্রয়োজন, এবং "since five years" ব্যাকরণগতভাবে ভুল (সঠিক হবে "since five years ago")।
-
-
সুতরাং, সঠিক simple sentence হল: খ) His father died five years ago.
0
Updated: 1 month ago