A
স্ত্রী শালিক ও পঙ্ক্তি
B
পঙ্ক্তি ও আস্বাদ
C
গানবিশেষ ও পুরুষ শালিক
D
পুরুষ শালিক ও গানবিশেষ
উত্তরের বিবরণ
‘শারি’ শব্দের অর্থ: স্ত্রী শালিক
‘সারি’ শব্দের অর্থ: পঙ্ক্তি
অন্যদিকে,
‘স্বাদ’ শব্দের অর্থ: আস্বাদ
কিছু শব্দজোড়ের উদাহরণ:
-
‘শব’ শব্দের অর্থ: লাশ
-
‘সব’ শব্দের অর্থ: সকল
-
‘সাদ’ শব্দের অর্থ: ইচ্ছা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 20 hours ago
অম্বু শব্দের অর্থ কী?
Created: 1 week ago
A
সূর্য
B
আগুন
C
নদী
D
জল
অম্বু শব্দের অর্থ - পানি, বারি, জল, সলিল, অপ, পয়ঃ, উদক, নীর, পুষ্কর ইত্যাদি।

0
Updated: 1 week ago
৬) 'থলে' শব্দে 'থ' কোন ধরনের স্পৃষ্ট ব্যঞ্জন?
Created: 3 weeks ago
A
তালু স্পৃষ্ট
B
কণ্ঠ স্পৃষ্ট
C
দন্ত স্পৃষ্ট
D
ওষ্ঠ স্পৃষ্ট
স্পৃষ্ট ব্যঞ্জন (Plosive Consonants)
সংজ্ঞা:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক্প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ব্যঞ্জনধ্বনি বলা হয়।
উদাহরণ:
-
ফল, থলে, ঠাণ্ডা, ছুরি, খেলা – এখানে ফ, থ, ঠ, ছ, খ স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি।
উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ:
-
ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: প, ফ, ব, ভ
-
দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন: ত, থ, দ, ধ
-
মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ
-
তালু স্পৃষ্ট ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ
-
কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: ক, খ, গ, ঘ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 3 weeks ago
"বাতায়ন পাশে গুবাক তরুর সারি।" - কাজী নজরুল ইসলামের এ কবিতায় 'গুবাক' শব্দের অর্থ কী?
Created: 2 weeks ago
A
নারিকেল
B
খেজুর
C
সুপারি
D
ঝাউ
কাজী নজরুল ইসলাম ও “চক্রবাক” কাব্যগ্রন্থ
-
কাজী নজরুল ইসলাম রচিত চক্রবাক কাব্যগ্রন্থের অন্যতম কবিতা: “বাতায়ন পাশে গুবাক তরুর সারি”।
-
এখানে ‘গুবাক’ শব্দের অর্থ হলো সুপারি।
-
কবিতাটি প্রেমের কাব্য।
কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
অগ্নিবীণা (কবির প্রথম কাব্যগ্রন্থ)
-
সঞ্চিতা
-
মরুভাস্কর
-
চিত্তনামা
-
ছায়ানট
-
বিষের বাশী
-
সন্ধ্যা
-
দোলন চাপা
-
জিন্জির
-
চক্রবাক
-
প্রলয়শিখা
-
ফণিমনসা
-
সর্বহারা
-
সিন্ধু হিন্দোল
-
ভাঙ্গার গান
-
ঝিঙে ফুল
-
সাম্যবাদী
গুবাক / গূবাক (বিশেষ্য)
-
সুপারি (উদাহরণ: “বিশ্বাসে গুবাক পান খান তার হাতে” – ঘনরাম চক্রবর্তী)
-
সুপারি গাছ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি অভিধান

0
Updated: 2 weeks ago