কোনটি সমার্থ শব্দের বাহুল্যজনিত অশুদ্ধি?
A
কদাপি
B
প্রয়োজনীয়তা
C
অধীন
D
আয়ত্ত
উত্তরের বিবরণ
‘প্রয়োজনীয়তা’ সমার্থক শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ
-
এই শব্দের শুদ্ধরূপ: প্রয়োজন
অন্যদিকে, আয়ত্ত, অধীন, কদাপি—এই শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
'কটক' শব্দের অর্থ -
Created: 1 month ago
A
কোমর
B
বক্রদৃষ্টি
C
হাতের অলংকার
D
বাতাস
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, কটক শব্দের অর্থ হলো হাতের অলংকার।
অন্যান্য শব্দ ও তাদের অর্থ:
-
অনিল = বাতাস
-
কটি = কোমর
-
কটাক্ষ = বক্রদৃষ্টি
উৎস:
0
Updated: 1 month ago
সমার্থক অর্থ প্রকাশ করে কোন শব্দজোড়টি?
Created: 1 month ago
A
স্রবণ - স্রুতি
B
শোনা - স্রুতি
C
স্রবণ - শ্রুতি
D
সোনা - শ্রবণ
সমার্থক অর্থ প্রকাশকারী একটি শব্দজোড় হলো 'স্রবণ - স্রুতি', যেখানে উভয়েরই অর্থ ক্ষরণ। এ ধরনের আরও কিছু শব্দজোড় রয়েছে, যেগুলো আকারে কাছাকাছি হলেও অর্থে ভিন্ন।
-
শোনা: শ্রবণ করা
-
সোনা: স্বর্ণ
-
শ্রবণ: কর্ণ, শোনা
-
স্রবণ: ক্ষরণ
-
স্রুতি: ক্ষরণ
-
শ্রুতি: শ্রবণ
উৎস:
0
Updated: 1 month ago
'কুন্তল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অংশু
B
কেশ
C
কুবলয়
D
কমল
কুন্তল /বিশেষ্য পদ/ কেশগুচ্ছ, কেশপাশ, চুল।
0
Updated: 1 month ago