কোনটি সমার্থ শব্দের বাহুল্যজনিত অশুদ্ধি?
A
কদাপি
B
প্রয়োজনীয়তা
C
অধীন
D
আয়ত্ত
উত্তরের বিবরণ
‘প্রয়োজনীয়তা’ সমার্থক শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ
-
এই শব্দের শুদ্ধরূপ: প্রয়োজন
অন্যদিকে, আয়ত্ত, অধীন, কদাপি—এই শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
'মেঘ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 2 weeks ago
A
জলধর
B
পয়োধর
C
জলদ
D
উদক
‘মেঘ’ শব্দের বাংলা ভাষায় একাধিক সমার্থক শব্দ রয়েছে, যেগুলোর প্রত্যেকটি মেঘের বিভিন্ন রূপ, গুণ বা ভাবকে প্রকাশ করে। একইভাবে, ‘জল’ শব্দেরও বহু সমার্থক রূপ রয়েছে, যা প্রাচীন ও আধুনিক উভয় সাহিত্যেই বহুল ব্যবহৃত।
‘মেঘ’-এর সমার্থক শব্দসমূহ:
-
বারিদ
-
জলধর
-
অম্বুদ
-
পয়োধর
-
নীরদ
-
জলদ
-
জীমূত
-
তোয়দ
-
পর্জন্য
-
পয়োদ
-
বলাহক
-
তোয়ধর
‘জল’-এর সমার্থক শব্দসমূহ:
-
অম্বু
-
জীবন
-
নীর
-
পানি
-
সলিল
-
উদক
-
বারি
-
অপ
-
তোয়
-
অর্ণঃ
0
Updated: 2 weeks ago
পর্বত শব্দের সমার্থক নয় কোনটি?
Created: 1 month ago
A
অচল
B
উপল
C
ভূধর
D
অন্দ্রি
পর্বত শব্দের প্রতিশব্দ - অচল, অদ্রি, ভূ - ধর, শৈল, গিরি, চূরা, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র ইত্যাদি। উপল শব্দের প্রতিশব্দ - পাথর, প্রস্তর, শিলা, শিল, পাষাণ, অশ্ম, কাঁকর, কঙ্গর।
0
Updated: 1 month ago
কোনটি ' বাতাস' শব্দের সমার্থক নয়?
Created: 2 months ago
A
পাবক
B
মারুত
C
পবন
D
অনিল
'পাবক'- 'অগ্নি' শব্দের প্রতিশব্দ।
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
0
Updated: 2 months ago