'সমর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
A
রাজা
B
যুদ্ধ
C
রাজ্ঞী
D
রাত
উত্তরের বিবরণ
‘যুদ্ধ’ শব্দের সমার্থক শব্দ: লড়াই, সংঘর্ষ, সংগ্রাম, সমর, যুদ্ধবিগ্রহ, রণ, সংঘাত
‘রাজা’ শব্দের সমার্থক শব্দ: নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল
‘রানি’ শব্দের সমার্থক শব্দ: মহিষী, সম্রাজ্ঞী, বেগম, রাজ্ঞী, রাজপত্নী
‘রাত’ শব্দের সমার্থক শব্দ: রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)
0
Updated: 1 month ago
২৮) 'কান্তার' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
হাত
B
কন্যা
C
স্ত্রী
D
বন
যুক্তবর্ণ
সংজ্ঞা:
একাধিক বর্ণ একত্রিত হয়ে যে বর্ণ তৈরি হয়, তাকে যুক্তবর্ণ বলে। যুক্তবর্ণের বর্ণগুলোকে দেখে কখনো সহজে চিনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না।
প্রকারভেদ: স্বচ্ছ ও অস্বচ্ছ।
১. স্বচ্ছ যুক্তবর্ণ
উদাহরণ: ক্ট, জ্জ, জ্ব, ড্ড, ন্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, দ্ম, ষ্ঠ, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ব্দ ইত্যাদি।
২. অস্বচ্ছ যুক্তবর্ণ
উদাহরণ:
-
ক্ত (ক্ + ত), ক্ম (ক্ + ম), ক্র (ক্ + র), ক্ষ (ক্ + ষ), ক্ষ্ম (ক্ + ষ + ম), ক্স (ক্ + স)
-
গু (গ্ + উ), ন্ধ (গ্ + ধ), ঙ্ক (ঙ্ + ক)
-
জ্ঞ (জ্ + ঞ), ঞ্চ (ঞ্ + চ), ঞ্জ (ঞ্ + জ)
-
ট্র (ট্ + ট), ত্ত (ত্ + ত), ত্থ (ত্ + থ), ত্র (ত্ + ত্র)
-
দ্ধ (দ্ + ধ), ন্ধ (ন্ + ধ), ব্ধ (ব্ + ধ), ভ্র (ভ্ + র), ভ্রূ (ভ্ + র + ঊ)
-
রু (র্ + উ), রূ (র্ + ঊ), শু (শ্ + উ), ষ্ণ (ষ্ + ণ), হু (হ্ + উ), হ্ম (হ্ + ম)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 2 months ago
‘অহি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অচল
B
সাপ
C
চাঁদ
D
দিন
'সর্প' শব্দের সমার্থক শব্দ অহি, উরগ, ভুজগ, ভুজঙ্গম, নাগ, ফনী, ফনাধর, আশীবিষ, বিষধর, সাপ, পন্নগ, বায়ূভুক, ফনধর।
0
Updated: 1 month ago
‘পতাকা’- এর সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
কেতন
B
মার্গ
C
নলিন
D
ভাজন
পতাকা - ' এর সমার্থক শব্দ হলো ' কেতন'। এরুপ - ঝাণ্ডা, ধ্বজা, নিশান বৈজয়ন্তী।
0
Updated: 2 months ago