'পরার্থে নিজের প্রাণ উৎসর্গ' এর এক কথায় প্রকাশ -
A
আধ্যাত্মিক
B
কৃতার্থম্মন্য
C
আত্মসর্বস্ব
D
আত্মবলি
উত্তরের বিবরণ
‘পরার্থে নিজের প্রাণ উৎসর্গ’ এর এক কথায় প্রকাশ: আত্মবলি
‘নিজেকে নিয়ে সদাব্যস্ত’: আত্মসর্বস্ব
‘নিজেকে কৃতার্থ বলে মনে করে এমন’: কৃতার্থম্মন্য
‘আত্মা থেকে জাত’: আধ্যাত্মিক
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
‘সাপের খোলস’- বাক্য সংকোচন কী হবে?
Created: 2 months ago
A
প্লাবক
B
উরগ
C
নির্মোক
D
কৃত্তি
“সাপের খোলস” বাক্য সংকোচন হবে - নির্মোক। কৃত্তি এর বিশেষ্য পদ হলো বাঘছাল, চর্ম, পশুচর্ম, ভুর্জ গাছের ছাল। প্লাবক এর বিশেষ্য পদ - প্লাবনকারী। এবং বিশেষণ পদ - প্লাবনকর।
0
Updated: 2 months ago
'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
Created: 2 months ago
A
জিতেন্দ্রিয়
B
জিগীষা
C
বিবমিষা
D
উপচিকীর্ষা
ইচ্ছা বা মনোবৃত্তির সংক্ষিপ্ত প্রকাশ
-
জয় করার ইচ্ছা: জিগীষা
-
ইন্দ্রিয়কে জয় করেছে যে: জিতেন্দ্রিয়
-
বমন করিবার ইচ্ছা: বিবমিষা
-
উপকার করার ইচ্ছা: উপচিকীর্ষা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
এক কথায় প্রকাশ কর, 'কম কথা বলে যে'-
Created: 3 days ago
A
আবাচাল
B
মিতভাষী
C
মিতভাষি
D
মিতভাসী
যে ব্যক্তি অল্প কথা বলে, তাকে মিতভাষী বলা হয়। শব্দটি এসেছে সংস্কৃত ‘মিত’ অর্থাৎ ‘সংযমিত’ এবং ‘ভাষী’ অর্থাৎ ‘বক্তা’ থেকে। অর্থাৎ, যার কথায় সংযম আছে, যিনি প্রয়োজন ছাড়া কথা বলেন না—তিনি মিতভাষী।
মিতভাষী ব্যক্তির বৈশিষ্ট্য হলো—তিনি অযথা কথা না বলে ভাবনাচিন্তা করে কথা বলেন।
তিনি সবসময় বিনয়ী, যুক্তিবোধসম্পন্ন ও শিষ্টাচারসম্পন্ন হয়ে থাকেন।
এদের কথায় পরিমিতি ও সংযম দেখা যায়, যা ব্যক্তিত্বকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
সমাজে এমন মানুষদের সাধারণত জ্ঞানী ও ভদ্র হিসেবে গণ্য করা হয়।
‘অল্প কথায় অনেক কিছু বলা’—এটাই মিতভাষীর মূল গুণ।
তাদের কথা সংক্ষিপ্ত হলেও অর্থবহ হয় এবং তা অন্যদের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।
সাহিত্যে, নীতিকথায় এবং আচার-আচরণে মিতভাষিতা একটি মহৎ গুণ হিসেবে বিবেচিত।
অন্যদিকে, যারা বেশি কথা বলে, তাদের কথার গুরুত্ব কমে যায়; কিন্তু মিতভাষীরা তাঁদের সংযত ও চিন্তাশীল কথাবার্তার মাধ্যমে সম্মান অর্জন করেন।
অতএব, ‘কম কথা বলে যে’ তার এক কথায় প্রকাশ—মিতভাষী।
0
Updated: 3 days ago