'পরার্থে নিজের প্রাণ উৎসর্গ' এর এক কথায় প্রকাশ -
A
আধ্যাত্মিক
B
কৃতার্থম্মন্য
C
আত্মসর্বস্ব
D
আত্মবলি
উত্তরের বিবরণ
‘পরার্থে নিজের প্রাণ উৎসর্গ’ এর এক কথায় প্রকাশ: আত্মবলি
‘নিজেকে নিয়ে সদাব্যস্ত’: আত্মসর্বস্ব
‘নিজেকে কৃতার্থ বলে মনে করে এমন’: কৃতার্থম্মন্য
‘আত্মা থেকে জাত’: আধ্যাত্মিক
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
হনন করার ইচ্ছা-এর বাক্য সংকোচন কোনটি?
Created: 1 month ago
A
লিপ্সা
B
জিঘাংসা
C
কৃতঘ্ন
D
জিতেন্দ্রিয়
হনন করার ইচ্ছা - জিঘাংসা। জয়ের ইচ্ছা - জিগীষা। দেখবার ইচ্ছা - দিদৃক্ষা। ঘৃণা, কুৎসা, নিন্দা - জুগুপ্সা।
0
Updated: 1 month ago
‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ-
Created: 2 months ago
A
কৃত্তি
B
নির্মোক
C
অজিন
D
করভ
'নির্মোক' শব্দের অর্থ হলো সাপের ফেলা খোলস বা ত্বক। এটি সংস্কৃত ভাষা থেকে আগত একটি শব্দ। যখন সাপ তার পুরনো চামড়া বদলায়, সেই খোলসটিকে 'নির্মোক' বলা হয়।
0
Updated: 2 months ago
'যা বলা হয়নি' এর এক কথায় প্রকাশ-
Created: 1 month ago
A
অনুক্ত
B
অবাচ্য
C
অকথ্য
D
অব্যাক্ত
বাংলা ভাষায় কিছু শব্দ বা ভাবকে এক কথায় প্রকাশ করা যায়, যা বাক্যকে সংক্ষিপ্ত ও প্রাঞ্জল করে। নিচে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরা হলো।
-
যা বলা হয়নি → অনুক্ত
-
বলা অনুচিত এমন → অবাচ্য
-
যা বলার যোগ্য নয় → অকথ্য
-
যা কখনো নষ্ট হয় না → অবিনশ্বর
-
যা মর্ম স্পর্শ করে → মর্মস্পর্শী
-
যা অতি দীর্ঘ নয় → নাতিদীর্ঘ
-
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না → অজ্ঞাতকুলশীল
-
যার প্রকৃত বর্ণ ধরা যায় না → বর্ণচোরা
উৎস:
0
Updated: 1 month ago