A
বিন্দু
B
কমা
C
কোলন
D
ত্রিবিন্দু
উত্তরের বিবরণ
বিন্দু ( . )
-
শব্দসংক্ষেপ, ক্রমনির্দেশ ইত্যাদি ক্ষেত্রে বিন্দুর ব্যবহার হয়।
উদাহরণ:
→ ড. মুহম্মদ শহীদুল্লাহ্
→ ভাষার প্রধান উপাদান চারটি: ১. ধ্বনি, ২. শব্দ, ৩. বাক্য, ৪. অর্থ
ত্রিবিন্দু ( … )
-
কোনো অংশ বাদ দেওয়া বা অপূর্ণতা বোঝাতে ত্রিবিন্দুর ব্যবহার হয়।
উদাহরণ:
→ তিনি রেগে গিয়ে বললেন, “তার মানে তুমি একটা …।”
→ আমাদের ঐক্য বাইরের। … এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।
কোলন ( : )
-
বাক্যের প্রথম অংশের উক্তিকে ব্যাখ্যা করা বা উদাহরণ উপস্থাপন করার জন্য কোলনের ব্যবহার হয়।
কমা ( , )
-
সামান্য বিরতি নির্দেশ করতে কমা ব্যবহৃত হয়।
-
শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে এর ব্যবহার হয়।
উদাহরণ:
→ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত—বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
→ নিবিড় অধ্যাবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 20 hours ago
কোনটি 'কোলন'?
Created: 1 month ago
A
;
B
:
C
=
D
'' ''
(:) কোলন চিহ্ন।
--------------
• কোলন:
একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়।
যেমন:
- 'সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।'
নিম্নলিখিত স্থানে কোলন ব্যবহৃত হয় -
- বাক্যে কোনো প্রসঙ্গ অবতারণার আগে কোলন বসে। যেমন- শপথ নিলাম: পাশ করবই।
- কটা বাজে কত মিনিট তা সংখ্যায় নির্দেশ করতে। যেমন- ৭: ২০।
- নাটকের চরিত্রের পরে ও সংলাপের আগে। যেমন- রাজা: উজিররা সবাই এসে হাসির হও।
- গণিতে অনুপাত বোঝাতে কোলন বসে। যেমন- ৫:৩।
অন্যদিকে,
• (;) সেমিকোলন চিহ্ন।
• (=) সমান চিহ্ন।
• ('' '') উদ্ধরণ চিহ্ন।
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
‘কমা’ কোথায় বসে?
Created: 1 month ago
A
বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য
B
প্রশ্ন বোঝানোর জন্য
C
সম্বোধন পদের পর
D
কোনো অপূর্ণ বাক্যের পর
বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ - বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ এক সঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে।

0
Updated: 1 month ago
লেখার সময় বিশ্বামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
Created: 1 week ago
A
বিশ্রাম চিহ্ন
B
বিরাম চিহ্ন
C
বিভাজন চিহ্ন
D
সাংস্কৃতিক চিহ্ন
লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বিরাম চিহ্ন বলে। বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব,
যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় ২০টির মতো যতিচিহ্ন রয়েছে। এদের মধ্যে বাক্যশেষে ব্যবহার্য যতিচিহ্ন ৪টি; বাক্যের ভিতরে ব্যবহার্য ১০টি এবং বাক্যের আগে পরে ব্যবহার্য ৬টি।

0
Updated: 1 week ago