'গুরুত্বহীন লোক' - অর্থে কোন বাগ্ধারটি ব্যবহৃত হয়েছে?
A
উলুখাগড়া
B
ঘণ্টাগরুড়
C
কুমড়ো কাটা বটঠাকুর
D
গোঁয়ার গোবিন্দ
উত্তরের বিবরণ
‘উলুখাগড়া’ বাগ্ধারার অর্থ: গুরুত্বহীন লোক
‘গোঁয়ার গোবিন্দ’: কাণ্ডজ্ঞানহীন
‘কুমড়ো কাটা বটঠাকুর’: অকর্মণ্য লোক
‘ঘণ্টাগরুড়’: অকর্মণ্য লোক
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
নিচের কোনটি "গাছে তুলে মই কাড়া" বাগধারাটির অর্থ প্রকাশ করে?
Created: 3 weeks ago
A
ধরি মাছ না ছুঁই পানি
B
আশা দিয়ে নিরাশ করা
C
আকাশ থেকে পড়া
D
আকাশে তোলা
‘গাছে তুলে মই কাড়া’ বাগধারার অর্থ হলো আশা দিয়ে নিরাশ করা বা সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে সাহায্য না করা।
-
‘ধরি মাছ না ছুঁই পানি’ প্রবাদ-প্রবচনের অর্থ: কৌশলে কার্য সম্পাদন করা
-
‘আকাশ থেকে পড়া’ বাগধারা: না জানার ভান করা
-
‘আকাশে তোলা’ বাগধারা: মাত্রাতিরিক্ত প্রশংসা করা
0
Updated: 3 weeks ago
‘যারা বাইরে ঠাট বজায় রেখে চলে।’ – এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
Created: 2 months ago
A
ব্যাঙের আধুলি
B
লেফাফা দুরস্ত
C
রাশভারি
D
ভিজে বেড়াল
ব্যাঙের আধুলি বাগধারার অর্থ - সামান্য সম্পদ। রাশভারি বাগধারার অর্থ - গম্ভীর প্রকৃতির। ভিজে বেড়াল বাগধারার অর্থ – কপটচারী। লেফাফা দুরস্ত বাগধারার অর্থ - বাইরে ঠাঁট বজায় রাখা।
0
Updated: 2 months ago
‘চাঁদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Created: 3 weeks ago
A
বিরাট আয়োজন
B
সৌভাগ্য লাভ
C
সৌভাগ্যের বিষয়
D
আনন্দের প্রাচুর্য
‘চাঁদের হাট’ বাগধারাটির অর্থ- ‘আনন্দের প্রাচুর্য’, ‘এলাহি কান্ড’ বাগধারাটির অর্থ- ‘বিরাট আয়োজন’, একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ- সৌভাগ্যের বিষয়।
0
Updated: 3 weeks ago