'শারি' ও 'সারি' শব্দের অর্থ যথাক্রমে -
A
স্ত্রী শালিক ও পঙ্ক্তি
B
পঙ্ক্তি ও আস্বাদ
C
গানবিশেষ ও পুরুষ শালিক
D
পুরুষ শালিক ও গানবিশেষ
উত্তরের বিবরণ
‘শারি’ শব্দের অর্থ: স্ত্রী শালিক
‘সারি’ শব্দের অর্থ: পঙ্ক্তি
অন্যদিকে,
‘স্বাদ’ শব্দের অর্থ: আস্বাদ
কিছু শব্দজোড়ের উদাহরণ:
-
‘শব’ শব্দের অর্থ: লাশ
-
‘সব’ শব্দের অর্থ: সকল
-
‘সাদ’ শব্দের অর্থ: ইচ্ছা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago
'উপরোধ' শব্দ দ্বারা কী বুঝায়?
Created: 3 weeks ago
A
হনন করা
B
প্রতিরোধ করা
C
উপস্থাপন
D
বিশেষ অনুরোধ
‘উপরোধ’ শব্দ দ্বারা বোঝানো হয় বিশেষ অনুরোধ। এটি একটি সংস্কৃত মূলের বিশেষ্য পদ, যা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়।
• উপরোধ (বিশেষ্য):
-
অর্থ: অনুরোধ (বিশেষ) — যেমন: “মোর উপরোধে তোরে মহেশ ঠাকুর” (ভারতচন্দ্র রায়গুণাকর)।
-
সুপারিশ — কারও পক্ষে সুপারিশ বা আবেদন করা।
-
খাতির বা সমাদর — যেমন: “তাহা সনে যুদ্ধ মোর কোন উপরোধ-কাদৌ” (কাদৌ)।
• উপরোধক (বিশেষণ):
-
অর্থ: উপরোধকারী — যিনি অনুরোধ করেন বা কারও কাছে আবেদন জানান।
• বাগধারা:
-
উপরোধে ঢেঁকি গেলা — অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করা।
0
Updated: 3 weeks ago
‘নাদ’ শব্দের অর্থ কী?
Created: 2 months ago
A
মেঘের ডাক
B
বাঘের ডাক
C
সিংহের ডাক
D
ময়ূরের ডাক
ময়ুরের ডাক - কেকা। কোকিলের ডাক - কুহু। সিংহের ডাক - নাদ। হাতির ডাক - বৃংহতি। কুকুরের ডাক - বুক্কন।
0
Updated: 2 months ago
'খদ্দর' শব্দের অর্থ-
Created: 1 month ago
A
ক্রেতা
B
বিপদ
C
ক্ষণকাল
D
কাপড় বিশেষ
শব্দ ও অর্থ (বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে):
-
খদ্দর = কাপড় বিশেষ
-
খতর = বিপদ
-
খদ্দের = ক্রেতা
-
খনেক = ক্ষণকাল
0
Updated: 1 month ago