'শারি' ও 'সারি' শব্দের অর্থ যথাক্রমে -
A
স্ত্রী শালিক ও পঙ্ক্তি
B
পঙ্ক্তি ও আস্বাদ
C
গানবিশেষ ও পুরুষ শালিক
D
পুরুষ শালিক ও গানবিশেষ
উত্তরের বিবরণ
‘শারি’ শব্দের অর্থ: স্ত্রী শালিক
‘সারি’ শব্দের অর্থ: পঙ্ক্তি
অন্যদিকে,
‘স্বাদ’ শব্দের অর্থ: আস্বাদ
কিছু শব্দজোড়ের উদাহরণ:
-
‘শব’ শব্দের অর্থ: লাশ
-
‘সব’ শব্দের অর্থ: সকল
-
‘সাদ’ শব্দের অর্থ: ইচ্ছা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago
'অর্ধচন্দ্র' কথাটির অর্থ -
Created: 1 month ago
A
অমাবস্যা
B
গলাধাক্কা দেওয়া
C
কাছে টানা
D
কাস্তে
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী অর্ধচন্দ্র একটি বিশেষ্য, যার একাধিক অর্থ পাওয়া যায়। একইসাথে বিভিন্ন বাগ্ধারার মধ্যেও এর ব্যবহার লক্ষ্য করা যায়। নিচে এর অর্থ ও কিছু বাগ্ধারার ব্যাখ্যা তুলে ধরা হলো।
-
অর্ধচন্দ্র:
১. অর্ধ-প্রকাশিত চন্দ্র
২. গলাধাক্কা
৩. সেনা সমাবেশের একটি বিশেষ কৌশল -
বাগ্ধারা ও অর্থ:
-
অর্ধচন্দ্র: গলা ধাক্কা
-
অগ্নি পরীক্ষা: কঠিন পরীক্ষা
-
অহিনকুল সম্পর্ক: ভীষণ শত্রুতা
-
আক্কেল গুড়ুম: হতবুদ্ধি
-
0
Updated: 1 month ago
'বিরাগী' শব্দের অর্থ কী?
Created: 3 months ago
A
উদাসীন
B
প্রতিকূল
C
রাগহীন
D
বিশেষভাবে রুষ্ট
বিরাগী (বিশেষণ)
-
শব্দটি সংস্কৃত থেকে উদ্ভূত।
-
অর্থ হলো: উদাসীন, আসক্তিহীন এবং নিঃস্পৃহ।
-
বিরাগী শব্দের অর্থ অনুরাগী শব্দের সম্পূর্ণ বিপরীত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 3 months ago
"বাতায়ন পাশে গুবাক তরুর সারি।" - কাজী নজরুল ইসলামের এ কবিতায় 'গুবাক' শব্দের অর্থ কী?
Created: 2 months ago
A
নারিকেল
B
খেজুর
C
সুপারি
D
ঝাউ
কাজী নজরুল ইসলাম ও “চক্রবাক” কাব্যগ্রন্থ
-
কাজী নজরুল ইসলাম রচিত চক্রবাক কাব্যগ্রন্থের অন্যতম কবিতা: “বাতায়ন পাশে গুবাক তরুর সারি”।
-
এখানে ‘গুবাক’ শব্দের অর্থ হলো সুপারি।
-
কবিতাটি প্রেমের কাব্য।
কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
অগ্নিবীণা (কবির প্রথম কাব্যগ্রন্থ)
-
সঞ্চিতা
-
মরুভাস্কর
-
চিত্তনামা
-
ছায়ানট
-
বিষের বাশী
-
সন্ধ্যা
-
দোলন চাপা
-
জিন্জির
-
চক্রবাক
-
প্রলয়শিখা
-
ফণিমনসা
-
সর্বহারা
-
সিন্ধু হিন্দোল
-
ভাঙ্গার গান
-
ঝিঙে ফুল
-
সাম্যবাদী
গুবাক / গূবাক (বিশেষ্য)
-
সুপারি (উদাহরণ: “বিশ্বাসে গুবাক পান খান তার হাতে” – ঘনরাম চক্রবর্তী)
-
সুপারি গাছ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি অভিধান
0
Updated: 2 months ago