A
গোবিন্দদাস
B
চণ্ডীদাস
C
শ্রীচৈতন্যদেব
D
দ্বীজ বংশীদাস
উত্তরের বিবরণ
• জ্ঞানদাস:
-
চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
-
বৈষ্ণব সাধকদের মধ্যেও বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
বৈষ্ণবগুরু নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন।
-
প্রথম ‘ষোড়শ-গোপাল’-এর রূপ বর্ণনা করে পদ রচনা করেছেন।
-
বাংলা এবং ব্রজবুলিতে রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় ২০০ (মতান্তরে ৪০০) পদ রচনা করেছেন।
-
রচিত গ্রন্থ: মাথুর ও মুরলীশিক্ষা।
-
পদরচনায় বিদ্যাপতি ও চণ্ডীদাসকে অনুসরণ করলেও নিজের সরল সুরে রচনা করেছেন।
-
প্রধান বিষয়: প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা; বৃন্দাবনের কিশোর-কিশোরীর লীলাকে মানবজীবনের আলোকে বর্ণনা করেছেন।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া

0
Updated: 21 hours ago
'কবিতার কথা' জীবনানন্দ দাশ রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
Created: 2 days ago
A
কাব্যগ্রন্থ
B
উপন্যাস
C
প্রবন্ধগ্রন্থ
D
কবিতা
‘কবিতার কথা’ প্রবন্ধগ্রন্থ
-
রচয়িতা: জীবনানন্দ দাশ
-
এটি তাঁর প্রথম প্রবন্ধগ্রন্থ, যা মৃত্যুর পর ১৯৬২ সালে প্রকাশিত হয়েছিল।
-
গ্রন্থের বিখ্যাত উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি।”
-
প্রবন্ধগ্রন্থে জীবনানন্দ দাশের বিভিন্ন পত্র-পত্রিকায় মুদ্রিত ১৫টি প্রবন্ধ সংকলিত হয়েছে।
জীবনানন্দ দাশের অন্যান্য কাব্যগ্রন্থ
-
ঝরাপালক
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা ইত্যাদি
জীবনানন্দ দাশের উপন্যাস
-
মাল্যবান
-
সতীর্থ
-
কল্যাণী
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 days ago
কবি আলাওলের জন্মস্থান কোথায়?
Created: 21 hours ago
A
চট্টগ্রাম
B
কক্সবাজার
C
বরিশাল
D
ময়মনসিংহ
• আলাওল:
- তিনি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন।
- আলাওলের জন্ম আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দে (জোবরা গ্রাম, হাটহাজারি, চট্টগ্রাম) মতান্বরে (ফতেহাবাদ পরগনা, ফরিদপুর)।
- আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি আলাওল।
- পদ্মাবতী তার প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য, মাগন ঠাকুরের উৎসাহে তিনি এই কাব্য রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্ম:
- পদ্মাবতী,
- হপ্তপয়কর,
- সিকান্দারনামা,
- তোহফা,
- সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 21 hours ago
ব্রাহ্মসমাজের সভার মুখপত্র ছিলো-
Created: 2 days ago
A
সংবাদ প্রভাকর
B
তত্ত্ববোধিনী
C
কল্লোল
D
বঙ্গদর্শন
‘তত্ত্ববোধিনী’ পত্রিকা
-
প্রকাশনা: ১৮৪৩ সালের ১৬ আগস্ট, অক্ষয়কুমার দত্তের সম্পাদনায়।
-
উদ্দেশ্য: ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র হিসেবে ব্রাহ্মধর্মের প্রচার ও সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা।
-
তত্ত্বাবধান: দেবেন্দ্রনাথ ঠাকুর।
-
লেখকরা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ।
-
বিষয়বস্তু: প্রধানত বেদান্ত ও ব্রহ্মবিদ্যা, এছাড়া জ্ঞানবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজতত্ত্ব ও দর্শন।
-
প্রকাশকাল: ১৮৪৩–১৯৩২।
-
পরবর্তী সম্পাদকরা: নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকড়াশী, হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর।
অন্যান্য গুরুত্বপূর্ণ সাহিত্যিক পত্রিকা
-
‘সংবাদ প্রভাকর’: বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা, ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদনায় ১৮৩৯ সালে দৈনিক রূপে প্রকাশিত।
-
‘কল্লোল’: ১৯২৩ সালে কলকাতা থেকে প্রকাশিত মাসিক পত্রিকা। সম্পাদক: দীনেশরঞ্জন দাস। আধুনিক সাহিত্যের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা।
-
‘বঙ্গদর্শন’: বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনায়, ১৮৭২ সালে প্রথম প্রকাশিত মাসিক পত্রিকা। বাংলা গদ্যের উন্নতি ও লেখকগোষ্ঠী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 2 days ago