কোনটি অপপ্রয়োগ?
A
আলস্য
B
সখ্য
C
মৈত্রতা
D
লাঘব
উত্তরের বিবরণ
‘মৈত্রতা’ শব্দটি অপপ্রয়োগ।
-
এটি ‘তা’ প্রত্যয়ের অপপ্রয়োগজনিত ভুল।
-
শুদ্ধ প্রয়োগ: মৈত্র, মিত্রতা।
অন্যদিকে, লাঘব, সখ্য, আলস্য—এই শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
নিচের কোন শব্দটি অপপ্রয়োগ?
Created: 2 weeks ago
A
মহিমামণ্ডিত
B
মাতৃজাতি
C
যুবরাজ
D
দিবারাত্র
কিছু সমাস সাধিত অশুদ্ধ শব্দের বিষয়ে সতর্কতা গুরুত্বপূর্ণ। সংস্কৃত ইন্- প্রত্যয়যুক্ত শব্দের প্রথমবার একবচনের রূপ বাংলায় হয় যেমন ধনী, গুণী, মানী, পাপী। কিন্তু যখন নিঃ উপসর্গের সঙ্গে সমাসবদ্ধ হয়, তখন শব্দের শেষে ঈ-কার যুক্ত করা উচিত নয়। এর ক্ষেত্রে ধন, গুণ, মান, পাপ ইত্যাদি রূপই শুদ্ধ। যেমন:
-
নেই ধন যার = নির্ধন
-
নেই গুণ যার = নির্গুণ
-
নেই পাপ যার = নিষ্পাপ
অশুদ্ধ রূপ যেমন নির্ধনী, নির্গুণী, নিষ্পাপী ব্যবহার করা ভুল।
কিছু সমাস সাধিত অশুদ্ধ শব্দের শুদ্ধ প্রয়োগের উদাহরণ:
-
পিতাহারা → পিতৃহারা
-
যুবরাজা → যুবরাজ
-
মহিমামণ্ডিত → মহিমমণ্ডিত
-
রাজাগণ → রাজগণ
-
মাতাজাতি → মাতৃজাতি
-
সুবুদ্ধিমান → সুবুদ্ধি
-
নির্দোষী → নির্দোষ
-
অর্ধরাত্রি → অর্ধরাত্র
-
নিরভিমানী → নিরভিমান
-
দিবারাত্রি → দিবারাত্র
-
নীরোগী → নীরোগ
0
Updated: 2 weeks ago
নিচের কোনটি অপপ্রয়োগ?
Created: 1 month ago
A
চঞ্চলতা
B
গম্ভীরতা
C
স্বতঃপ্রণোদিত
D
গাম্ভীর্যতা
অপপ্রয়োগ শব্দের একটি উদাহরণ হলো “গাম্ভীর্যতা”। এটি আসলে ‘-তা’ এবং ‘-ত্ব’ প্রত্যয়ের মিশ্রণে গঠিত ভুল প্রয়োগ।
এর শুদ্ধ প্রয়োগ হবে— গাম্ভীর্য অথবা গম্ভীরতা।
অন্যদিকে, শুদ্ধ প্রয়োগ হিসেবে গ্রহণযোগ্য শব্দগুলো হলো—
-
চঞ্চলতা
-
গম্ভীরতা
-
স্বতঃপ্রণোদিত
0
Updated: 1 month ago
'সৌন্দর্যতা' - কোন কারণে অপপ্রয়োগ?
Created: 1 month ago
A
সন্ধিজনিত
B
বিভক্তিজনিত
C
প্রত্যয়জনিত
D
বাহুল্যজনিত
প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি:
-
অশুদ্ধ উদাহরণ: সৌন্দর্যতা
-
শুদ্ধ শব্দ: সৌন্দর্য
-
প্রকৃতি: প্রত্যয় – সুন্দর + য
‘তা’ প্রত্যয়ের শুদ্ধ ও অশুদ্ধ প্রয়োগ:
-
‘তা’, ‘ত্ব’ প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়।
-
এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে।
-
তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।
-
বিশেষ্য শব্দের সঙ্গে বিশেষ্যবাচক ‘তা’ প্রত্যয়ের ব্যবহার হলে তা অপপ্রয়োগ।
উদাহরণ: সৌহার্দতা, সাদৃশ্যতা, সৌজন্যতা, কার্পণ্যতা, উৎকর্ষতা ইত্যাদি
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন
0
Updated: 1 month ago