A
আলাওল
B
কোরেশী মাগন ঠাকুর
C
দৌলত কাজী
D
মরদন
উত্তরের বিবরণ
• আরাকান রাজসভা:
- আরাকান রাজসভার আদি কবি ও প্রথম বাঙালি কবি দৌলত কাজী।
- তিনি লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা।
- তাঁর উল্লেখযোগ্য কাব্যের নাম 'সতীময়না ও লোরচন্দ্রানী'।
- এটি হিন্দি কবি সাধনের 'মৈনাসত' কাব্য অবলম্বনে তিন খন্ডে রচিত।
• আরাকান রাজসভার অন্যান্য কবিগণ হলেন:
- আলাওল,
- কোরেশী মাগন ঠাকুর,
- মরদন,
- আবদুল করিম খন্দকার,
- শমসের আলী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 21 hours ago
'পদ্মরাগ' উপন্যাসটি রচনা করেন কে?
Created: 1 week ago
A
সুফিয়া কামাল
B
কাজী নজরুল ইসলাম
C
সৈয়দ ইসমাইল হোসেন
D
বেগম রোকেয়া
'পদ্মরাগ' উপন্যাস
-
লেখক: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
প্রকাশ: ১৯২৪
-
ধরন: উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা (সাধারণ উপন্যাস নয়)
-
বৈশিষ্ট্য:
-
প্রথম মুসলিম নারীর রচনা
-
মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদ প্রকাশ
-
অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত
-
-
উৎসর্গ: জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিম
বেগম রোকেয়ার অন্যান্য রচনা
-
প্রবন্ধ: মতিচূর (২ খণ্ড: ১ম খণ্ড ১৯০৪, ২য় খণ্ড ১৯২২)
-
নকশাধর্মী রচনা: Sultana’s Dream
-
উপন্যাস: পদ্মরাগ
-
নকশাধর্মী গদ্যগ্রন্থ: অবরোধবাসিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
কাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়?
Created: 1 week ago
A
ঈশ্বরচন্দ্র গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
ভারতচন্দ্র রায়গুণাকর
D
বিহারীলাল চক্রবর্তী
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২–১৮৫৯)
-
জন্ম: ১৮১২, শিয়ালডাঙ্গা, কাঁচড়াপাড়া, পশ্চিমবঙ্গ।
-
পরিচয়: কবি ও সাংবাদিক।
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি (মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগকারী)।
-
রচনার বিষয়বস্তু সমকালের সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু ভাষা, ছন্দ ও অলঙ্কারে মধ্যযুগীয় ধারা।
-
ব্যঙ্গ-বিদ্রূপ তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।
-
সাংবাদিকতা
-
সংবাদ প্রভাকর (১৮৩১ সালে সাপ্তাহিক, ১৮৩৯ সাল থেকে দৈনিক)—প্রথম বাংলা দৈনিক পত্রিকা।
-
এছাড়াও সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ন
-
সংবাদ সাধুরঞ্জন
-
অবদান
-
লুপ্তপ্রায় কবিয়ালদের জীবনী সংগ্রহ ও প্রকাশ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি।
-
মৃত্যু: ১৮৫৯ খ্রিস্টাব্দে।

0
Updated: 1 week ago
'তিতাস একটি নদীর নাম' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে?
Created: 1 week ago
A
সত্যজিৎ রায়
B
গৌতম ঘোষ
C
ঋত্বিক ঘটক
D
মৃণাল সেন
✦ তিতাস একটি নদীর নাম (উপন্যাস)
-
লেখক: অদ্বৈত মল্লবর্মণ
-
প্রথম প্রকাশ:
-
১৩৫২ বঙ্গাব্দে (মোহাম্মদী পত্রিকায় ধারাবাহিক আকারে)
-
গ্রন্থাকারে: ১৯৫৬ সালে
-
-
চলচ্চিত্র: ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন।
-
কাহিনি:
-
কুমিল্লা জেলার তিতাস নদীতীরবর্তী ধীবর (জেলে) সমাজের জীবনযাপন, রীতিনীতি, ধর্ম-সংস্কার ও উৎসবের কাহিনি।
-
উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কোনো মানুষ নয়, বরং একটি নদী—“তিতাস”।
-
-
প্রধান চরিত্র:
-
কিশোর
-
সুবল
-
অনন্ত
-
তিলক
-
বাসন্তী
-
মনমালী
-

0
Updated: 1 week ago