A
Of the same kind
B
Of the same place
C
Of the same race
D
Of the same density
উত্তরের বিবরণ
Homogeneous (adjective)
English Meaning: Things that are of the same nature, kind, or type; composed of elements or parts that are alike.
Bangla Meaning: একই প্রকার বা প্রকৃতির অংশ নিয়ে গঠিত; সমজাতীয়, সমঘন, সমমাত্র।
সমার্থক শব্দ (Synonyms):
-
Identical (এক; অভিন্ন)
-
Similar (সদৃশ; অনুরূপ)
-
Alike (একই রকম; সদৃশ)
-
Equivalent (সমতুল্য)
-
Fungible (বিনিময়যোগ্য)
বিপরীত শব্দ (Antonyms):
-
Heterogeneous (অসমসত্ত; বৈচিত্র্যময়)
-
Different (ভিন্ন; অন্য রকম)
-
Dissimilar (অসদৃশ; বিসদৃশ)
-
Diverse (বৈচিত্র্যপূর্ণ)
-
Mixed (মিশ্রিত)
অন্যান্য রূপ (Other Forms):
-
Noun: Homogeneity (সমজাতীয়তা; সমঘনত্ব)
-
Verb (transitive): Homogenize / Homogenise — কিছু সমঘন বা সমজাতীয় করে তোলা; বিশেষ করে দুধের চর্বিকণাকে একরূপভাবে মিশিয়ে দেওয়া যাতে তা সমানভাবে বিতরণ হয়।
উদাহরণ বাক্য (Example Sentences):
-
If we want to reduce traffic jams and slowdowns, creating homogeneous traffic is essential.
-
Building a homogeneous workforce does not guarantee organisational success.
তথ্যসূত্র (Sources):
-
Live MCQ Lecture
-
Oxford Learner's Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary

0
Updated: 2 months ago
What is the meaning of the word 'intrepid'?
Created: 2 months ago
A
arrogant
B
belligerent
C
questioning
D
fearless
• Intrepid শব্দের অর্থ হলো: অকুতোভয়, নিঃশঙ্ক, অসমসাহসিক, শঙ্কাহীন।
• অপশনগুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়:
-
ক) Arrogant – উদ্ধত বা অহংকারী।
-
খ) Belligerent – যুদ্ধরত বা যুদ্ধে লিপ্ত (ব্যক্তি বা জাতি)।
-
গ) Questioning – জিজ্ঞাসু ভঙ্গিতে; প্রশ্ন করার প্রবণতা।
-
ঘ) Fearless – নির্ভীক; শঙ্কাহীন।
• উপরের অর্থগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ‘Intrepid’ শব্দের অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ ও সঠিক মিল রয়েছে ‘Fearless’ শব্দটির।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রকাশিত Accessible Dictionary।

0
Updated: 2 months ago
In the sentence, “During the famine, villagers began to hoard food supplies,” the word hoard most nearly implies:
Created: 12 hours ago
A
Donate generously
B
Guard resources openly
C
Store selfishly or secretly
D
Celebrate abundance
Answer: Store selfishly or secretly.
Word: Hoard (Noun, Verb)
-
English Meaning: A secret stash of money, food, or valuables kept to prevent theft or sharing.
-
Bangla Meaning: সযত্নে গোপনে সঞ্চিত অর্থ, খাদ্য বা মূল্যবান সম্পদ।
Examples:
-
The squirrel had a hoard of nuts under the tree roots.
-
People began to hoard essentials during the crisis.
-
A hoard of ancient gold coins was found in the field.

0
Updated: 12 hours ago
When a person says he's 'all in', it means-
Created: 1 month ago
A
he is very tired
B
He has arrived
C
He has finished packing
D
He has got everything
When a person says he's 'all in', it means he is very tired
• All in (Phrase):
English Meaning:- Exhausted, Very tired.
Bangla Meaning: - অত্যন্ত পরিশ্রান্ত, ক্লান্ত।
• Example sentence: He was all in by half-time of the game.
- Bangla Meaning: খেলার অর্ধেক সময়েই তিনি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিলেন।
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) He has arrived-সে পৌঁছেছে।
গ) He has finished his packing সে তার গোছানো শেষ করেছেন।
ঘ) He has got everything- সে সব কিছু পেয়েছে।
Source: Applied English Grammar and Composition by P. C. Das

0
Updated: 1 month ago