A
আলীগড় বিশ্ববিদ্যালয়
B
ঢাকা বিশ্ববিদ্যালয়
C
বঙ্গীয় সাহিত্য পরিষৎ
D
কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তরের বিবরণ
• পূর্ববঙ্গ-গীতিকা:
- পূর্ববাংলার লোকসাহিত্যের একটি সংকলন।
- মুখে মুখে রচিত ও লোকসমাজে প্রচলিত এর পালাগুলি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।
- ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট (শ্রীহট্ট), ত্রিপুরা প্রভৃতি অঞ্চল থেকে পালাগুলি সংগৃহীত হয়েছে।
- এগুলির প্রধান প্রধান সংগ্রাহক হলেন চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন, আশুতোষ চৌধুরী, জসীমউদ্দীন, নগেন্দ্রচন্দ্র দে, রজনীকান্ত ভদ্র, বিহারীলাল রায়, বিজয়নারায়ণ আচার্য প্রমুখ।
- সংগৃহীত পালাগুলির সংখ্যা পঞ্চাশের অধিক।
- ১৯১৩ সাল থেকে চন্দ্রকুমার দে প্রথম এ ধরণের লোকগাথা প্রকাশ করতে থাকেন।
- দীনেশচন্দ্র সেন সেগুলি পড়ে আকৃষ্ট হন এবং চন্দ্রকুমারের সঙ্গে সাক্ষাৎ করেন।
- পূর্ববঙ্গ-গীতিকা (১৯২৬) নামে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 21 hours ago
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে?
Created: 3 weeks ago
A
আবুল ফজল
B
সৈয়দ সুলতান
C
শাহ্ মুহম্মদ সগীর
D
আলাওল
শাহ্ মুহম্মদ সগীর
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক খ্যাতনামা কবি, যিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হিসেবে পরিচিত। তিনি ছিলেন রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি।
তাঁর রচিত ‘ইউসুফ-জুলেখা’ কাব্যই এই ধারার প্রথম সৃষ্টি। এই কাব্যে গৌড়ের সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ-এর স্তুতি রয়েছে। ধারণা করা হয়, গিয়াসউদ্দীন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন -
Created: 1 week ago
A
নবীনচন্দ্র সেন
B
বিষ্ণু দে
C
অদ্বৈত মল্লবর্মণ
D
অতুলপ্রসাদ সেন
বিষ্ণু দে
-
জন্ম: ১৯০৯, ১৮ জুলাই, পটলডাঙ্গা, কলকাতা
-
মৃত্যু: ১৯৮২, ৩ ডিসেম্বর, কলকাতা
-
পেশা ও পরিচিতি: কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক, শিল্পানুরাগী
-
সাহিত্যিক প্রভাব:
-
ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার প্রধান পাঁচজন কবির মধ্যে একজন
-
মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ
-
কবিতায় টি.এস. এলিয়টের প্রভাব প্রতিফলিত
-
-
সম্পাদনা ও প্রকাশনা:
-
‘পরিচয়’ পত্রিকা (১৯৩১–১৯৪৭)
-
‘সাহিত্যপত্র’ (১৯৪৮)
-
প্রধান কাব্যগ্রন্থ
-
উর্বশী ও আর্টেমিস
-
চোরাবালি
-
স্মৃতি সত্তা ভবিষ্যৎ
-
সাত ভাই চম্পা
-
সেই অন্ধকার চাই
-
তুমি শুধু পঁচিশে বৈশাখ
-
রবিকরোজ্জ্বল নিজদেশ
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
'কথোপকথন' গ্রন্থের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রামরাম বসু
C
উইলিয়াম কেরি
D
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
কথোপকথন
-
রচয়িতা: উইলিয়াম কেরি
-
ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় বাংলা মুদ্রিত গ্রন্থ
-
বিষয়বস্তু: একাধিক মানুষের মুখের সাধারণ কথোপকথন বা ডায়লগ
উইলিয়াম কেরি
-
ইংরেজ মিশনারি
-
বাংলা গদ্যের বিকাশে বিশেষ অবদান
-
প্রধান রচনা: ‘ইতিহাসমালা’ (বাংলা ভাষার প্রথম গল্পসংগ্রহ) ও ‘কথোপকথন’
-
১৮১০ সালে দরিদ্র কৃষকদের জন্য কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা

0
Updated: 2 weeks ago