'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় -
A
কেশরী
B
শিখী
C
বর্হিণ
D
কলাপী
উত্তরের বিবরণ
‘ময়ূর’ শব্দের সমার্থক শব্দ: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ।
‘সিংহ’ শব্দের সমার্থক শব্দ: কেশরী।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
১৩) 'রাজীব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
পানি
B
পদ্ম
C
মেঘ
D
বৃক্ষ
রাজীব [বিশেষ্য পদ]
-
এটি একটি সংস্কৃত শব্দ।
-
অর্থ:
-
পদ্ম
-
কমল
-
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দসমূহ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
‘বিভাবরী’ শব্দের অর্থ -
Created: 1 month ago
A
যুদ্ধ
B
অজানা
C
রাত্রি
D
সূর্য
বিভাবরী শব্দের অর্থ হলো রাত্রি।
বিভাবরী এর সমার্থক শব্দ:
-
রাত্রি
-
রজনী
-
ক্ষণদা
-
নিশা
-
যামিনী
অন্যান্য শব্দ ও তাদের অর্থ:
-
অচিন = অচেনা, অজানা
-
আহব = যুদ্ধ
উৎস:
0
Updated: 1 month ago
'সূর্য'-এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
শশাঙ্ক
B
অর্ণব
C
আদিত্য
D
সিন্ধু
'সূর্য' এর প্রতিশব্দ হলো 'আদিত্য'।
'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
-
রবি
-
সবিতা
-
দিবাকর
-
দিনমনি
-
দিননাথ
-
দিবাবসু
-
অর্ক
-
ভানু
-
তপন
-
ভাস্কর
-
মার্তণ্ড
-
অংশু
-
প্রভাকর
-
কিরণমালী
-
অরুণ
-
মিহির
-
দিনপতি
অন্যদিকে:
-
'চাঁদ' এর প্রতিশব্দ — সুধাংশু, শশাঙ্ক, বিধু
-
'সমুদ্র' এর প্রতিশব্দ — বরুণ, পাথার, অর্ণব, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর
0
Updated: 1 month ago