ড. আশুতোষ ভট্টাচার্য লোককথাকে কয় ভাগে ভাগ করেছেন??
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
উত্তরের বিবরণ
• লোক কথা বা লোক কাহিনী:
গদ্যের মাধ্যমে কাহিনী বর্ণনা করা হলে তাকে লোক কথা বা লোক কাহিনী বলা হয়ে থাকে।
ড. আশুতোষ ভট্টাচার্য লোককথাকে ৩ ভাগ্যে ভাগ করেছেন।
১। রূপকথা,
২) উপকথা,
৩)ব্রতকথা।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
0
Updated: 1 month ago
"তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে
চলেছে চন্দ্র মঙ্গল গ্রহে স্বর্গে অসীমাকাশে।" - কে লিখেছেন?
Created: 1 month ago
A
সুকান্ত ভট্টাচার্য
B
হেলাল হাফিজ
C
কাজী নজরুল ইসলাম
D
ফররুখ আহমদ
কাজী নজরুল ইসলামের ‘জীবন-বন্দনা’ কবিতার এই অংশটি যুবকের উচ্ছ্বাস ও জীবনের অনন্ত গমনকে প্রকাশ করে। কবিতার ভাষা ও ছন্দে মানুষের শ্রম, সংগ্রাম এবং জীবনের উল্লাসকে একত্রে তুলে ধরা হয়েছে। এটি নজরুলের সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ রচনা।
• জীবন-বন্দনা কবিতা:
-
‘জীবন-বন্দনা’ কবিতাটি কাজী নজরুল ইসলামের ‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।
-
কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
-
‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
-
বাংলাদেশের রণসংগীত “চল চল চল, উর্ধ গগণে বাজে মাদল” এই কাব্য থেকে নেওয়া হয়েছে।
কাজী নজরুল ইসলামের অন্যান্য কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশি
-
ভাঙার গান
-
সাম্যবাদী
-
সর্বহারা
-
সন্ধ্যা
-
ঝিঙে ফুল
-
ফণি-মনসা
-
জিঞ্জিরা
-
প্রলয়শিখা
0
Updated: 1 month ago
কে চর্যাপদ আবিষ্কার করেন?
Created: 1 month ago
A
ড.মুহম্মদ শহীদুল্লাহ্
B
প্রবোধচন্দ্র বাগচী
C
ড. হরপ্রসাদ শাস্ত্রী
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ বা গানের সংকলন হিসেবে পরিচিত। এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
-
১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
-
চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
-
চর্যাপদে বৌদ্ধধর্মের বিষয়বস্তু বর্ণিত আছে।
-
চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
-
১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।
উৎস:
0
Updated: 1 month ago
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এ কোন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
চেলসি
B
পিএসজি
C
রিয়াল মাদ্রিদ
D
বায়ার্ন মিউনিখ
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ – সংক্ষিপ্ত তথ্য
-
আসরের সংখ্যা: ২১তম
-
তারিখ: জুন–জুলাই, ২০২৫
-
আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী ক্লাব: ৩২টি
-
ফাইনাল ম্যাচ: ১৩ জুলাই, ২০২৫, মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি
-
চ্যাম্পিয়ন: চেলসি (ইংল্যান্ড)
-
রানারআপ: পিএসজি (Paris Saint-Germain)
-
ফাইনাল ফলাফল: চেলসি ৩–০ পিএসজি
-
ফাইনালের সেরা খেলোয়াড়: কোল পামার (চেলসি)
-
সেরা খেলোয়াড় (গোল্ডেন বল): কোল পামার (চেলসি)
-
সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট): গঞ্জালো গার্সিয়া (রিয়াল মাদ্রিদ) – ৪ গোল
-
সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভ): রবার্ট সানচেজ (চেলসি)
0
Updated: 2 months ago