ড. আশুতোষ ভট্টাচার্য লোককথাকে কয় ভাগে ভাগ করেছেন??
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
উত্তরের বিবরণ
• লোক কথা বা লোক কাহিনী:
গদ্যের মাধ্যমে কাহিনী বর্ণনা করা হলে তাকে লোক কথা বা লোক কাহিনী বলা হয়ে থাকে।
ড. আশুতোষ ভট্টাচার্য লোককথাকে ৩ ভাগ্যে ভাগ করেছেন।
১। রূপকথা,
২) উপকথা,
৩)ব্রতকথা।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
0
Updated: 1 month ago
“চোরাবালি” কাব্যগ্রন্থটি রচনা করেন-
Created: 1 month ago
A
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
B
জীবনানন্দ দাশ
C
বিষ্ণু দে
D
সুধীন্দ্রনাথ ঠাকুর
বিষ্ণু দে
-
জীবন ও পরিচয়:
-
জন্ম: ১৮ জুলাই ১৯০৯, কলকাতা, পটলডাঙ্গা
-
পেশা: কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক, শিল্পানুরাগী
-
সাহিত্যগোষ্ঠী: কল্লোল
-
পত্রিকা: ‘পরিচয়’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য
-
-
সাহিত্যকর্ম:
-
কাব্যগ্রন্থ:
-
উর্বশী ও আর্টেমিস
-
চোরাবালি
-
সাত ভাই চম্প
-
স্মৃতি সত্তা ভবিষ্যত
-
-
অনুবাদ সাহিত্য:
-
এলিয়টের কবিতা
-
-
0
Updated: 1 month ago
ভুসুকুপা কোন শাসকের রাজত্বকালে জীবিত ছিলেন?
Created: 2 months ago
A
রামপাল
B
দেবপাল
C
ধর্মপাল
D
গোপাল
ভুসুকুপা
-
স্থান: চর্যাগীতি রচনায় দ্বিতীয় স্থান অধিকারী
-
প্রকৃত নাম: শান্তিদেব
-
রচনাসংখ্যা: ৮টি পদ, চর্যাপদে সংরক্ষিত
-
জীবনকাল: সপ্তম শতকের দ্বিতীয়ার্ধ থেকে ৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত; ধর্মপালের রাজত্বকালে (৭৭০–৮০৬ খ্রিস্টাব্দ) সক্রিয় ছিলেন
-
নোট:
-
কিছু কিংবদন্তি অনুসারে ‘ভুসুকুপা’ ছন্দের নাম
-
চর্যাপদের অন্যতম প্রাচীন কবি
-
0
Updated: 2 months ago
কোন নাটকটি দীনবন্ধুর 'নীল-দর্পণে'র সঙ্গে তুলনা করেছেন?
Created: 2 months ago
A
অবরোধ
B
কলঙ্ক
C
জনপদ
D
নবান্ন
নবান্ন (নাটক)
-
রচয়িতা: বিজন ভট্টাচার্য
-
প্রকাশ/রচনা: ১৯৪৪
-
পটভূমি: পঞ্চাশের মন্বন্তর
-
বিষয়বস্তু: কৃষক জীবনের দুঃখ, দুর্দশা এবং জীবন সংগ্রাম
-
গুরুত্ব: নবনাট্য আন্দোলনের গুরুত্বপূর্ণ অবদান; বাংলা নাট্যধারায় যুগান্তকারী
-
প্রথম প্রদর্শনী: ভারতীয় গণনাট্য সঙ্ঘ, ১৯৪৪
-
তুলনামূলক নাটক: দীনবন্ধুর 'নীল-দর্পণ'
বিজন ভট্টাচার্য
-
জন্মস্থান: খানখানাপুর, ফরিদপুর
-
পিতা: ক্ষীরোদবিহারী ভট্টাচার্য (স্কুলশিক্ষক)
-
পেশা: নাট্যকার, অভিনেতা
-
স্মরণীয় ঘটনা: অসহযোগ আন্দোলনে (১৯২০-২২) অংশগ্রহণ এবং কারাবরণ
রচিত নাটকসমূহ
-
নবান্ন
-
জনপদ
-
কলঙ্ক
-
মরাচাঁদ
-
অবরোধ
-
গোত্রান্তর
0
Updated: 2 months ago