কোন কবির রচনা ধারাকে অনুসরণ করে জ্ঞানদাস পদ রচনা করতেন?
A
গোবিন্দদাস
B
চণ্ডীদাস
C
শ্রীচৈতন্যদেব
D
দ্বীজ বংশীদাস
উত্তরের বিবরণ
• জ্ঞানদাস:
- 
চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। 
- 
বৈষ্ণব সাধকদের মধ্যেও বিশেষভাবে উল্লেখযোগ্য। 
- 
বৈষ্ণবগুরু নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন। 
- 
প্রথম ‘ষোড়শ-গোপাল’-এর রূপ বর্ণনা করে পদ রচনা করেছেন। 
- 
বাংলা এবং ব্রজবুলিতে রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় ২০০ (মতান্তরে ৪০০) পদ রচনা করেছেন। 
- 
রচিত গ্রন্থ: মাথুর ও মুরলীশিক্ষা। 
- 
পদরচনায় বিদ্যাপতি ও চণ্ডীদাসকে অনুসরণ করলেও নিজের সরল সুরে রচনা করেছেন। 
- 
প্রধান বিষয়: প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা; বৃন্দাবনের কিশোর-কিশোরীর লীলাকে মানবজীবনের আলোকে বর্ণনা করেছেন। 
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'পানকৌড়ির রক্ত' গল্পগ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
ইমদাদুল হক মিলন
B
মানিক বন্দ্যোপাধ্যায়
C
হুমায়ুন আজাদ
D
আল মাহমুদ
• 'পানকৌড়ির রক্ত' গল্পগ্রন্থটির রচয়িতা- আল মাহমুদ।
- এটি ১৯৭৫ সালে প্রকাশিত হয়।
-------------
• আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর,
- কালের কলস,
- সোনালী কাবিন,
- পাখির কাছে ফুলের কাছে,
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না ইত্যাদি।
• তাঁর রচিত উপন্যাস:
- ডাহুকী,
- উপমহাদেশ,
- আগুনের মেয়ে,
- চেহারার চতুরঙ্গ,
- কাবিলের বোন ইত্যাদি।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,
- সৌরভের কাছে পরাজিত,
- গন্ধবণিক,
- ময়ূরীর মুখ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
নওয়াব ফয়জুন্নেসার রচিত ‘রূপজালাল’ গ্রন্থটি কী ধরনের রচনা?
Created: 2 weeks ago
A
নাটক
B
ঐতিহাসিক উপন্যাস
C
আত্মজীবনীমূলক রচনা
D
কাব্যগ্রন্থ
বাংলা সমাজে নারীশিক্ষা ও সমাজকল্যাণে অসাধারণ ভূমিকা রেখে গেছেন নওয়াব ফয়জুন্নেসা। তিনি ছিলেন বাংলার প্রথম নারী যিনি ‘নওয়াব’ উপাধিতে ভূষিত হন। সাহিত্য, সমাজসেবা ও নারীজাগরণে তাঁর অবদান উনবিংশ শতাব্দীর বাংলা সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করে।
মূল তথ্যসমূহ:
- 
নওয়াব ফয়জুন্নেসা ছিলেন একজন জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি। 
- 
তিনি ১৮৩৪ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। 
- 
জমিদারি লাভের আগেই তিনি সমাজকল্যাণ ও দরিদ্রজনের সহায়তামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। 
- 
তাঁর জনহিতৈষণার স্বীকৃতিস্বরূপ ১৮৮৯ সালে মহারানী ভিক্টোরিয়া তাঁকে ‘নওয়াব’ উপাধিতে ভূষিত করেন, যা কোনো বাংলা নারীর জন্য প্রথম ঘটনা। 
- 
‘বান্ধব’, ‘ঢাকা প্রকাশ’, ‘মুসলমান বন্ধু’, ‘সুধাকর’ ও ‘ইসলাম প্রচারক’ প্রভৃতি বাংলা পত্রিকা তাঁর আর্থিক সহায়তা পেত। 
- 
তিনি ছিলেন একজন সাহিত্যিক নারী, যার রচনা সমাজবাস্তবতা ও ব্যক্তিগত অভিজ্ঞতায় সমৃদ্ধ। 
- 
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ ‘রূপজালাল’ (১৮৭৬) — গদ্য ও পদ্য মিলিত একটি রূপকধর্মী আত্মজীবনীমূলক কাব্য, যেখানে তিনি তাঁর বিড়ম্বিত দাম্পত্য জীবনের করুণ কাহিনি তুলে ধরেছেন। 
- 
এছাড়া তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থ হলো ‘সঙ্গীতসার’ ও ‘সঙ্গীতলহরী’। 
- 
তিনি ১৯০৩ সালে স্বগ্রামে মৃত্যুবরণ করেন এবং পারিবারিক গোরস্থানে সমাহিত হন। 
- 
তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তাঁকে (মরণোত্তর) একুশে পদক প্রদান করা হয়। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
'মহাভারত' মূল কাব্যের রচয়িতা ছিলেন-
Created: 1 month ago
A
কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব
B
কবীন্দ্র পরমেশ্বর
C
কাশীরাম দাস
D
রাধারমণ দত্ত
মহাভারত
- 
মূল রচনা: সংস্কৃত ভাষায়, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। 
- 
প্রথম বাংলা অনুবাদ: কবীন্দ্র পরমেশ্বর, উৎসাহদাতা: পরাগল খাঁ। - 
অনুবাদের নাম: পরাগলী মহাভারত। 
- 
অনুবাদক দেওয়া নাম: বিজয়পান্ডবকথা বা ভারতপাঁচালী। 
 
- 
- 
শ্রেষ্ঠ বাংলা অনুবাদক: কাশীরাম দাস। - 
অনুবাদ গ্রন্থের নাম: ভারত পাঁচালী। 
- 
রচনাকাল: আনুমানিক ১৬০২–১৬০৪ খ্রিষ্টাব্দ। 
- 
কাশীরাম দাস সম্পূর্ণ মহাভারত রচনা শেষ করতে পারেননি; আদি, সভা, বন ও বিরাট পর্ব রচনা শেষে ইহলোক ত্যাগ করেন। অসমাপ্ত কাব্য শেষ করেন তাঁর পুত্র, ভ্রাতুষ্পুত্র ও শিষ্যরা। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago