A
ফকির গরীবুল্লাহ
B
সৈয়দ হামজা
C
শেখ ফয়জুল্লাহ
D
আমীর হামজা
উত্তরের বিবরণ
সৈয়দ হামজা :
- সৈয়দ হামজা পুঁথি সাহিত্য ধারার অন্যতম কবি।
তাঁর গ্রন্থসমূহ হলো:
- জৈগুনের পুঁথি,
- হাতেম তাই ও
- আমির হামজা (দ্বিতীয় অংশ)।
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 21 hours ago
‘পদ্মাবতী’ কাব্যের দ্বিতীয় পর্বে কোন সুলতানের সামরিক অভিযানের বিবরণ রয়েছে?
Created: 3 weeks ago
A
আলাউদ্দিন খিলজি
B
আলাউদ্দিন হুসেন শাহ
C
গিয়াসউদ্দিন আজম শাহ
D
ইলিয়াস শাহ
পদ্মাবতী’ কাব্য
‘পদ্মাবতী’ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য এবং কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ সৃষ্টি। এটি প্রখ্যাত হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ।
আলাওল ১৬৫১ সালে আরাকানের রাজা সাদ থদোমিন্তার রাজত্বকালে, মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে এই কাব্য রচনা করেন।
কাব্যটি দুইটি পর্বে বিভক্ত—
-
প্রথম পর্ব — সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভের উদ্দেশ্যে চিতোররাজ রত্নসেনের সফল অভিযান।
-
দ্বিতীয় পর্ব — রানি পদ্মাবতীকে অর্জনের জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ব্যর্থ সামরিক অভিযান।

0
Updated: 3 weeks ago
‘গোরক্ষবিজয়’ কাহিনির রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
বিজয় গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
বড়ু চণ্ডীদাস
D
শেখ ফয়জুল্লাহ
নাথসাহিত্য
-
সংজ্ঞা: নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনি ভিত্তিক সাহিত্য
-
কাল: মধ্যযুগীয় বাংলা সাহিত্যের বিশেষ ধারা
-
উল্লেখযোগ্য কাহিনি: শেখ ফয়জুল্লাহর গোরক্ষবিজয়
-
অন্যান্য কাহিনি ও গান:
-
রাজা মাণিকচন্দ্রের গান
-
ময়নামতীর গান
-
গোপীচন্দ্রের গান
-
-
বিষয়বস্তু: গার্হস্থ্য জীবনের প্রেক্ষাপটে যোগজীবনের নির্দেশিকা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম), বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
'জুলাই শহীদ দিবস' পালিত হয় কবে?
Created: 3 weeks ago
A
১৬ জুলাই
B
১৮ জুলাই
C
৫ আগস্ট
D
৮ আগস্ট
‘জুলাই শহীদ দিবস’
-
উদযাপনের তারিখ: প্রতি বছর ১৬ জুলাই
-
ঘটনার প্রেক্ষাপট:
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে সরকার এই দিবস ঘোষণা করে। -
ঘোষণা তারিখ: ২ জুলাই, ২০২৫ (মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে)
-
দিবসের শ্রেণি: জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত
-
সম্পর্কিত দিবস: ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের পতনের দিন হিসেবে চিহ্নিত।
-
উদ্দেশ্য: শহীদ আবু সাঈদের ত্যাগ ও গণঅভ্যুত্থানকে স্মরণ করা।

0
Updated: 3 weeks ago