A
মনসুর বয়াতি
B
চন্দ্রাবতী
C
দ্বিজ ঈশান
D
দ্বিজ কানাই
উত্তরের বিবরণ
• দেওয়ানা মদিনা:
-
পালাটির লেখক: মনসুর বয়াতি।
-
বিষয়: বর্তমান হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচঙ্গ গ্রামে দেওয়ানদের জীবন।
-
কাহিনি: বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের পুত্র আলাল ও দুলাল এর বিচিত্র জীবন এবং দুলাল ও গৃহস্থকন্যা মদিনা এর প্রেম কাহিনি।
-
অপর নাম: আলাল-দুলালের পালা।
প্রধান চরিত্র:
-
আলাল
-
দুলাল
-
মদিনা
-
সোনাফর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 21 hours ago
বাংলা নাটকের প্রথম অভিনয় হয় কত সালে?
Created: 2 weeks ago
A
১৭৯৫ সালে
B
১৭৯০ সালে
C
১৭৯৮ সালে
D
১৮৯৫ সালে
বাংলা নাটকের উৎস ও বিকাশ:
- আঠারো শতকের শেষদিকে নেপালে বাংলা নাটক রচিত ও অভিনীত হয়।
- কিন্তু বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে এসব একটা কৌতূহল ছাড়া অন্য কোন প্রভাব বিস্তার করতে পারেনি।
- বাংলা নাটকের প্রথম অভিনয় হয় ১৭৯৫ সালে।
- হেরাসিম লেবেডফ নামে একজন রুশদেশীয় আগন্তুক কলকাতায় প্রথম ‘বেঙ্গল থিয়েটার’ নামে একটি রঙ্গালয় স্থাপন করেন।
- তিনি 'The Disguise' এবং 'Love is the best Doctor' নামে দুখানা নাটক বাংলা ভাষান্তরিত করে এদেশীয় পাত্রপাত্রীর দ্বারা অভিনয় করান।
- এতে ভারতচন্দ্র রচিত গান সংযোজিত হয়েছিল।
- ১৮৩১ সালে প্রসন্নকুমার ঠাকুর কর্তৃক কলকাতায় ‘হিন্দু থিয়েটার’ নামক প্রথম বাংলা নাট্যাভিনয়ের উপযোগী রঙ্গমঞ্চ প্রতিষ্ঠিত হয় এবং সেখানে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের বিদ্যাসুন্দর অংশের নাট্যরূপ অভিনীত হয়।
- বাংলা মৌলিক নাটক রচনার সূত্রপাত হয় ১৮৫২ সালে।

0
Updated: 2 weeks ago
'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।'- উক্তিটি কোন গল্পের অন্তর্ভুক্ত?
Created: 1 day ago
A
সমাপ্তি
B
পোস্টমাস্টার
C
দেনা-পাওনা
D
সুভা
✦ ছোটগল্প: সমাপ্তি
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
সংকলন: গল্পগুচ্ছ
প্রধান চরিত্র: মৃন্ময়ী
বিশেষ তথ্য / বিখ্যাত উক্তি:
-
“শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।”
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
‘সমাপ্তি’ ছোটগল্প

0
Updated: 1 day ago
মাইকেল মধুসূদন রচিত ‘ওড’ জাতীয় কাব্য কোনটি?
Created: 3 weeks ago
A
ব্রজাঙ্গনা
B
মেঘনাদবধ
C
তিলোত্তমাসম্ভব
D
বীরাঙ্গনা
'ব্রজাঙ্গনা' কাব্য
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
প্রকাশকাল: ১৮৬১
-
বিষয়: রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্য
-
ধরণ ও রচনা:
-
'ওড্' জাতীয় গীতিকবিতা
-
দুই খণ্ডে রচনার পরিকল্পনা: বিরহ ও মিলন (মিলন খণ্ড অসম্পূর্ণ)
-
-
নায়িকা: রাধা
-
মধুসূদন দত্তের মন্তব্য: ‘Poor Old Mrs. Radha of Braja’
-
মাইকেল মধুসূদন দত্ত রচিত অন্যান্য কাব্য
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago