কবি আলাওলের জন্মস্থান কোথায়?
A
চট্টগ্রাম
B
কক্সবাজার
C
বরিশাল
D
ময়মনসিংহ
উত্তরের বিবরণ
• আলাওল:
- তিনি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন।
- আলাওলের জন্ম আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দে (জোবরা গ্রাম, হাটহাজারি, চট্টগ্রাম) মতান্বরে (ফতেহাবাদ পরগনা, ফরিদপুর)।
- আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি আলাওল।
- পদ্মাবতী তার প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য, মাগন ঠাকুরের উৎসাহে তিনি এই কাব্য রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্ম:
- পদ্মাবতী,
- হপ্তপয়কর,
- সিকান্দারনামা,
- তোহফা,
- সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
0
Updated: 1 month ago
'ফেলুদা' কাল্পনিক গোয়েন্দা চরিত্রের স্রষ্টা কে?
Created: 1 month ago
A
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
B
সত্যজিৎ রায়
C
আবু ইসহাক
D
হুমায়ূন আহমেদ
ফেলুদা চরিত্র ও সত্যজিৎ রায়
১. ফেলুদা
-
স্রষ্টা: সত্যজিৎ রায়
-
ধরণ: কাল্পনিক গোয়েন্দা চরিত্র
-
প্রথম প্রকাশ: ১৯৬৫ সালের ডিসেম্বর, সন্দেশ পত্রিকা
২. ফেলুদা সিরিজ
-
মোট গল্প ও উপন্যাস: ৩৫টি সম্পূর্ণ এবং ৪টি অসম্পূর্ণ
-
প্রকাশকাল: ১৯৬৫–১৯৯৭
-
প্রকাশ পত্রিকা: সন্দেশ
৩. প্রধান চরিত্র ও সহকারী
| চরিত্র | ভূমিকা |
|---|---|
| ফেলুদা | প্রধান গোয়েন্দা |
| তপেশরঞ্জন মিত্র (তোপসে) | ফেলুদার ছোটভাই ও সহকারী |
| লালমোহন গাঙ্গুলি (জটায়ু) | লেখক ও সহকারী, ছদ্মনাম জটায়ু |
৪. বৈশিষ্ট্য
-
ফেলুদার চরিত্র নির্মাণে সত্যজিৎ রায় প্রভাবিত ছিলেন শার্লক হোমসের গল্প দ্বারা।
-
তোপসের চরিত্র ওয়াটসনের সঙ্গে মিল রয়েছে।
-
রায় নিজেই গল্পের প্রচ্ছদ ও অলংকরণ করতেন।
0
Updated: 1 month ago
আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো’ — এটি কোন প্রসঙ্গে বলা হয়েছে?
Created: 2 months ago
A
প্রেমের প্রসঙ্গ
B
রাজনৈতিক নির্বাচন নিয়ে
C
উৎসব উদ্যাপন নিয়ে
D
ভাষা দিবসে পুলিশের দমন-পীড়নের প্রতিক্রিয়ায়
‘আরেক ফাল্গুন’
-
রচয়িতা: জহির রায়হান
-
প্রকাশকাল: ১৯৫৫
-
বিষয়: ভাষা আন্দোলন; ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতা
-
উল্লেখযোগ্য চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা
-
উপন্যাসের বৈশিষ্ট্য: বাঙালির জাতীয় ঐতিহাসিক ঘটনা রূপায়িত
জহির রায়হান
-
জন্ম: ১৯৩৫, ফেনি জেলা
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ
-
পেশা: কথাশিল্পী, চলচ্চিত্র পরিচালক
-
প্রথম পরিচালিত চলচ্চিত্র: ‘কখনো আসে নি’
-
সৃষ্ট সিনেমাস্কোপ ছবি: ‘বাহানা’
-
প্রাপ্তি: 'কাঁচের দেয়াল' শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার লাভ
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
হাজার বছর ধরে
-
আরেক ফাল্গুন
-
বরফ গলা নদী
-
আর কতদিন
-
শেষ বিকেলের মেয়ে
-
তৃষ্ণা
-
কয়েকটি মৃত্যু
0
Updated: 2 months ago
কোনটি অন্ধকার যুগের সাহিত্য?
Created: 2 months ago
A
সতীময়না ও লোরচন্দ্রানী
B
প্রাকৃতপৈঙ্গল
C
গুলে বকাওলী
D
মধুমালতী
বাংলা সাহিত্যের অন্ধকার যুগ (১২০১–১৩৫০)
-
কাল: ১২০১–১৩৫০ (দেড়’শ বছর)
-
নামকরণ: অন্ধকার যুগ বা তামস যুগ
-
বিশেষতা: সাহিত্য সৃষ্টির নিদর্শন খুব সীমিত, তবে সম্পূর্ণ শূন্য নয়
-
উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন:
-
প্রাকৃতপৈঙ্গল
-
রামাই পণ্ডিতের শূণ্যপূরাণ এবং এর অংশ নিরঞ্জনের রুষ্মা
-
সেক শুভোদয়া
-
-
মধ্যযুগের রোম্যান্টিক প্রণয়োপাখ্যান ধারার সাহিত্যকর্ম:
-
সতীময়না ও লোরচন্দ্রানী
-
গুলে বকাওলী
-
মধুমালতী
-
0
Updated: 2 months ago