নিচের কোনটি পূর্ববঙ্গ গীতিকার অন্তর্ভুক্ত নয়?
A
ভেলুয়া
B
কমল সওদাগর
C
নিজাম ডাকাতের পালা
D
কমলা
উত্তরের বিবরণ
• কমলা
-
মৈমনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত।
পূর্ববঙ্গ-গীতিকা
-
সংজ্ঞা: পূর্ববাংলার লোকসাহিত্যের একটি সংকলন, যা মুখে মুখে রচিত ও লোকসমাজে প্রচলিত।
-
অঞ্চল: ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট (শ্রীহট্ট), ত্রিপুরা প্রভৃতি।
-
প্রধান সংগ্রাহক: চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন, আশুতোষ চৌধুরী, জসীমউদ্দীন, নগেন্দ্রচন্দ্র দে, রজনীকান্ত ভদ্র, বিহারীলাল রায়, বিজয়নারায়ণ আচার্য প্রমুখ।
-
সংগৃহীত পালাগুলির সংখ্যা: পঞ্চাশের অধিক।
পূর্ববঙ্গ গীতিকার পালা:
-
নিজাম ডাকাতের পালা
-
কাফন চোরা
-
ভেলুয়া
-
চৌধুরীর লড়াই
-
কমল সদাগর
-
সুজা তনয়ার বিলাপ
-
পরীবানুর হাহলা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 1 month ago
‘মহুয়া’ পালার রচয়িতা কে?
Created: 2 months ago
A
দ্বিজ ঈশান
B
মনসুর বয়াতি
C
দ্বিজ কানাই
D
নয়ানচাঁদ ঘোষ
ভনিতা থেকে কিছু গীত রচয়িতার নাম জানা যায়,
যেমন:
- মহুয়া-দ্বিজ কানাই,
- চন্দ্রাবতী- নয়ানচাঁদ ঘোষ,
- কমলা- দ্বিজ ঈশান,
- দস্যু কেনারামের পালা- চন্দ্রাবতী,
- দেওয়ানা মদিনা- মনসুর বয়াতি।
মৈমনসিংহ গীতিকা:
- ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা (১৯২৩) নামে গ্রন্থাকারে প্রকাশ করেন।
মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা স্থান পেয়েছে,
যথা:
- মহুয়া,
- মলুয়া,
- চন্দ্রাবতী,
- কমলা,
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা,
- রূপবতী,
- কঙ্ক ও লীলা,
- কাজলরেখা,
- দেওয়ানা মদিনা।
উৎস: বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
'আরণ্যক' উপন্যাসের লেখক কে?
Created: 2 months ago
A
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
B
অদ্বৈত মল্লবর্মণ
C
গোবিন্দচন্দ্র দাস
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
✦ আরণ্যক (উপন্যাস)
-
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
-
বিষয়: ভাগলপুরের নিকটবর্তী বনাঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবনচিত্র।
-
প্রধান চরিত্রসমূহ: ভানুমতী, বনোয়ারী, দোবরু, বুদ্ধু সিংহ।
-
বিশেষত্ব: প্রকৃতি ও মানুষের নিবিড় সম্পর্ক, বনাঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট ও সংগ্রাম এই উপন্যাসে জীবন্তভাবে ফুটে উঠেছে।
✦ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪–১৯৫০)
-
জন্ম: ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে।
-
সাহিত্যজীবন শুরু: ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১ খ্রিস্টাব্দে) প্রবাসী পত্রিকায় “উপেক্ষিতা” গল্প প্রকাশের মাধ্যমে।
-
মর্যাদা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর বাংলা কথাসাহিত্যে সর্বাধিক জনপ্রিয় সাহিত্যিক।
-
সাংবাদিকতা: হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।
✦ বিভূতিভূষণের উল্লেখযোগ্য উপন্যাস
-
পথের পাঁচালী
-
অপরাজিত
-
অশনি সংকেত
-
আরণ্যক
-
আদর্শ হিন্দু হোটেল
-
দেবযান
-
ইছামতী
-
দৃষ্টি প্রদীপ ইত্যাদি
0
Updated: 2 months ago
'হেক্টরবধ' কোন গ্রন্থ অবলম্বনে রচিত?
Created: 2 months ago
A
দান্তের ডিভাইন কমেডি
B
ভার্জিনের ইনিদ
C
হোমারের ওডিসি
D
হোমারের ইলিয়াড
হেক্টরবধ
-
হোমারের ‘ইলিয়াড’ মহাকাব্যের প্রথম কয়েকটি সর্গের গদ্যে রচিত বঙ্গানুবাদ।
-
মধুসূদন রচনা শুরু: ১৮৬৭
-
প্রকাশিত: ১৮৭১ সালের ১লা সেপ্টেম্বর (অসমাপ্ত)
-
বাংলা অনুবাদ হিসেবে হোমারের প্রথম প্রচেষ্টা।
-
উৎসর্গ: ভূদেব মুখোপাধ্যায়
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রাম
0
Updated: 2 months ago