A
গোবিন্দদাস
B
মালাধর বসু
C
কৃষ্ণদাস কবিরাজ
D
বৃন্দাবন দাস
উত্তরের বিবরণ
• মালাধর বসু:
-
১৫শ-১৬শ শতকে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম ভগবতের বাংলা অনুবাদক।
-
তাঁর কাব্য: শ্রীকৃষ্ণবিজয়, যা মধ্যযুগের বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ।
-
জন্মস্থান: বর্ধমান জেলার কুলিন গ্রাম, ১৫শ শতকের তৃতীয় বা চতুর্থ দশকে।
-
কাব্য ও কবিত্বের জন্য শামসুদ্দীন ইউসুফ শাহ থেকে 'গুণরাজ খান' উপাধি লাভ করেন।
-
শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচনাকাল: ১৩৯৫-১৪০২ শকাব্দ (১৪৭৩-১৪৮০ খ্রি)।
-
কাব্যে ভগবত অনুসরণে শ্রীকৃষ্ণের জন্ম ও তাঁর লীলা বর্ণিত হয়েছে।
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 21 hours ago
‘লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।’ - উক্তিটির রচয়িতা কে?
Created: 1 week ago
A
বদরুদ্দীন উমর
B
মোতাহের হোসেন চৌধুরী
C
আব্দুল্লাহ আল মামুন
D
কাজী মোতাহের হোসেন
✦ শিক্ষা ও মনুষ্যত্ব (প্রবন্ধ)
-
উৎস: সংস্কৃতি কথা (১৯৫৮) প্রবন্ধগ্রন্থ থেকে সংকলিত।
-
প্রবন্ধের বিখ্যাত উক্তি: “লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।”
-
মূল ভাব:
-
শিক্ষা শুধু বাহ্যিক সাজসজ্জা নয়।
-
লেখক শিক্ষার ব্যক্তিগত উন্নতি এবং সামগ্রিক সামাজিক সুফল প্রত্যাশা করেছেন।
-
✦ মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩–১৯৫৭)
-
জন্ম: নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে।
-
পরিচয়: শিক্ষাবিদ, লেখক, প্রবন্ধকার।
-
বৈশিষ্ট্য:
-
তাঁর গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর প্রভাব, আর মননে রবীন্দ্রনাথের প্রভাব।
-
তিনি বুদ্ধির মুক্তি আন্দোলন-এর সঙ্গে যুক্ত ছিলেন।
-
মুক্তবুদ্ধিচর্চা, উদার মানবতাবাদ ও মননশীল প্রবন্ধরচনার জন্য বিশেষ খ্যাতি।
-
-
প্রধান প্রবন্ধগ্রন্থ: সংস্কৃতি কথা।
-
ভাবানুবাদ গ্রন্থ:
-
সুখ → Bertrand Russell এর The Conquest of Happiness।
-
সভ্যতা → Clive Bell এর Civilization।
-
✦ নির্বাচিত প্রবন্ধসমূহ
-
আমাদের দৈন্য
-
আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী
-
মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা

0
Updated: 1 week ago
'পদ্মরাগ' উপন্যাসটি রচনা করেন কে?
Created: 1 week ago
A
সুফিয়া কামাল
B
কাজী নজরুল ইসলাম
C
সৈয়দ ইসমাইল হোসেন
D
বেগম রোকেয়া
'পদ্মরাগ' উপন্যাস
-
লেখক: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
প্রকাশ: ১৯২৪
-
ধরন: উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা (সাধারণ উপন্যাস নয়)
-
বৈশিষ্ট্য:
-
প্রথম মুসলিম নারীর রচনা
-
মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদ প্রকাশ
-
অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত
-
-
উৎসর্গ: জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিম
বেগম রোকেয়ার অন্যান্য রচনা
-
প্রবন্ধ: মতিচূর (২ খণ্ড: ১ম খণ্ড ১৯০৪, ২য় খণ্ড ১৯২২)
-
নকশাধর্মী রচনা: Sultana’s Dream
-
উপন্যাস: পদ্মরাগ
-
নকশাধর্মী গদ্যগ্রন্থ: অবরোধবাসিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
শাহ মুহাম্মদ সগীর কার পৃষ্ঠপোষকতায় ‘ইউসুফ জোলেখা’ রচনা করেন?
Created: 2 weeks ago
A
গিয়াসউদ্দিন আজম শাহ
B
আলাউদ্দিন হোসেন শাহ
C
শামসুদ্দীন ইলিয়াস শাহ
D
ফখরুদ্দিন মোবারক শাহ
শাহ মুহাম্মদ সগীর
-
পরিচিতি: মধ্যযুগে মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি
-
জন্মকাল: আনুমানিক ১৪শ শতকের শেষ থেকে ১৫শ শতকের মধ্যে
-
পৃষ্ঠপোষক: গিয়াসউদ্দিন আজম শাহ
-
প্রধান রচনা: ‘ইউসুফ জুলেখা’ কাব্য
-
উৎস: পারসি কবি আবদুর রহমান জামি রচিত ‘ইউসুফ জুলেখা’ থেকে গল্প গ্রহণ
-
কাব্যে গৌড় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ (১৩৮৯-১৪১০) এর স্তুতি বিদ্যমান
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago