A
রামরাম বসু
B
উইলিয়াম কেরি
C
গোলোকনাথ শর্মা
D
গোলোকনাথ শর্মা
উত্তরের বিবরণ
ফোর্ট উইলিয়ামের পর্বে ১৮০১ থেকে ১৮১৫ সালের মধ্যে ৮ জন লেখক ১৩টি বাংলা গদ্যপুস্তক লিখেছেন। এসমূহ হলো:
-
উইলিয়াম কেরী রচিত:
-
কথোপকথন (১৮০১)
-
ইতিহাসমালা (১৮১২)
-
-
রামরাম বসু রচিত:
-
রাজা প্রতাপাদিত্য চরিত্র (১৮০১)
-
লিপিমালা (১৮০২)
-
-
গোলোকনাথ শর্মা রচিত:
-
হিতোপদেশ (১৮০২)
-
-
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত:
-
বত্রিশ সিংহাসন (১৮০২)
-
হিতোপদেশ (১৮০৮)
-
রাজাবলি (১৮০৮)
-
প্রবোধচন্দ্রিকা (১৮৩৩)
-
-
তারিণীচরণ মিত্র রচিত:
-
ওরিয়েন্টাল ফেবুলিস্ট (১৮০৩)
-
-
রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত:
-
মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং (১৮০৫)
-
-
চণ্ডীচরণ মুন্শী রচিত:
-
তোতা ইতিহাস (১৮০৫)
-
-
হরপ্রসাদ রায় রচিত:
-
পুরুষ পরীক্ষা (১৮১৫)
-
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

0
Updated: 22 hours ago
অক্ষয়কুমার অবসর নিলে 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক হন কে?
Created: 1 week ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
দেবেন্দ্রনাথ ঠাকুর
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
✦ তত্ত্ববোধিনী পত্রিকা
-
প্রকাশকাল: ১৬ আগস্ট, ১৮৪৩ খ্রিস্টাব্দে।
-
প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: দেবেন্দ্রনাথ ঠাকুর।
-
প্রথম সম্পাদক: অক্ষয়কুমার দত্ত।
-
সম্পাদনা দায়িত্বকাল: অক্ষয়কুমার দত্ত ১৮৪৩ – ১৮৫৫ পর্যন্ত।
-
বৈশিষ্ট্য:
-
উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা।
-
বাঙালি সমাজে জাগরণ ও আধুনিক চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
-
পরবর্তী সম্পাদক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
-
বিশেষ তথ্য: অক্ষয়কুমারের সম্পাদনা-কালকে পত্রিকার স্বর্ণযুগ বলা হয়।

0
Updated: 1 week ago
পূর্ববঙ্গ-গীতিকা কোন প্রতিষ্ঠান হতে প্রকাশিত হয়?
Created: 21 hours ago
A
আলীগড় বিশ্ববিদ্যালয়
B
ঢাকা বিশ্ববিদ্যালয়
C
বঙ্গীয় সাহিত্য পরিষৎ
D
কলকাতা বিশ্ববিদ্যালয়
• পূর্ববঙ্গ-গীতিকা:
- পূর্ববাংলার লোকসাহিত্যের একটি সংকলন।
- মুখে মুখে রচিত ও লোকসমাজে প্রচলিত এর পালাগুলি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।
- ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট (শ্রীহট্ট), ত্রিপুরা প্রভৃতি অঞ্চল থেকে পালাগুলি সংগৃহীত হয়েছে।
- এগুলির প্রধান প্রধান সংগ্রাহক হলেন চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন, আশুতোষ চৌধুরী, জসীমউদ্দীন, নগেন্দ্রচন্দ্র দে, রজনীকান্ত ভদ্র, বিহারীলাল রায়, বিজয়নারায়ণ আচার্য প্রমুখ।
- সংগৃহীত পালাগুলির সংখ্যা পঞ্চাশের অধিক।
- ১৯১৩ সাল থেকে চন্দ্রকুমার দে প্রথম এ ধরণের লোকগাথা প্রকাশ করতে থাকেন।
- দীনেশচন্দ্র সেন সেগুলি পড়ে আকৃষ্ট হন এবং চন্দ্রকুমারের সঙ্গে সাক্ষাৎ করেন।
- পূর্ববঙ্গ-গীতিকা (১৯২৬) নামে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 21 hours ago
মৈমনসিংহ গীতিকার অন্তর্গত পূর্ব ময়মনসিংহ থেকে সংগৃহীত মোট গীতিকা কয়টি?
Created: 22 hours ago
A
৫টি
B
৮টি
C
১০টি
D
২৩টি
মৈমনসিংহ গীতিকা
সংজ্ঞা:
-
পূর্ব ময়মনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত মোট ১০টি গীতিকা ও রূপকথার সমষ্টিকে মৈমনসিংহ গীতিকা বলা হয়।
অন্তর্ভুক্ত গীতিকা ও রূপকথা (১০টি):
-
মহুয়া
-
মলুয়া
-
চন্দ্রাবতী
-
কমলা
-
দেওয়ান ভাবনা
-
দস্যু কেনারামের পালা
-
রূপবতী
-
কঙ্ক ও লীলা
-
কাজলরেখা (রূপকথা)
-
দেওয়ান মদিনা
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম

0
Updated: 22 hours ago