A
ধর্ম মঙ্গল
B
চণ্ডীমঙ্গল
C
অন্নদামঙ্গল
D
মনসামঙ্গল
উত্তরের বিবরণ
• মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য ধারার কবি ছিলেন।
-
চণ্ডীমঙ্গল ধারার অন্যান্য কবি: মানিকদত্ত, দ্বিজ মাধব, দ্বিজরাম দেব, মুক্তরাম সেন।
অন্যদিকে:
-
মনসা মঙ্গল কাব্য ধারার কবি: কানাহরি দত্ত, নারায়ণদেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ।
-
ধর্মমঙ্গল ধারার কবি: ময়ূর ভট্ট, আদিরূপরাম, খেলারাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, ঘনরাম চক্রবর্তী, নরসিংহ বসু।
-
অন্নদা মঙ্গল ধারার কবি: ভারতচন্দ্র রায়গুণাকর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 22 hours ago
নুরুল মোমেন রচিত প্রথম নাটক কোনটি?
Created: 2 weeks ago
A
রূপান্তর
B
রূপলেখা
C
নেমেসিস
D
আলোছায়া
নুরুল মোমেন:
- নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক ‘রূপান্তর’ ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়। তিনি নিজে নাটকটি পরিচালনা করেন।
- ১৯৪৭ সালে নাটকটি গ্রন্থরূপে প্রকাশিত হয়। তাঁর 'নেমেসিস' নাটকটি প্রথম শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়।
- 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত।
- নুরুল মোমেন রচিত প্রথম রম্যগ্রন্থ 'বহুরূপা'। ১৯৪৮ সালে ‘বহুরূপা’ নামক রম্যরচনাটি প্রকাশিত হয়।
নুরুল মোমেন রচিত অন্যান্য রম্যগ্রন্থ হলো:
- নরসুন্দর,
- হিংটিং ছট (প্রথম ও দ্বিতীয় খণ্ড)।
নুরুল মোমেন রচিত বিখ্যাত নাটকসমূহ:
- নেমেসিস,
- যদি এমন হতো,
- নয়া খান্দান,
- আলোছায়া,
- আইনের অন্তরালে,
- শতকরা আশি,
- রূপলেখা,
- যেমন ইচ্ছা তেমন।

0
Updated: 2 weeks ago
ভুসুকুপা কোন শাসকের রাজত্বকালে জীবিত ছিলেন?
Created: 2 weeks ago
A
রামপাল
B
দেবপাল
C
ধর্মপাল
D
গোপাল
ভুসুকুপা
-
স্থান: চর্যাগীতি রচনায় দ্বিতীয় স্থান অধিকারী
-
প্রকৃত নাম: শান্তিদেব
-
রচনাসংখ্যা: ৮টি পদ, চর্যাপদে সংরক্ষিত
-
জীবনকাল: সপ্তম শতকের দ্বিতীয়ার্ধ থেকে ৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত; ধর্মপালের রাজত্বকালে (৭৭০–৮০৬ খ্রিস্টাব্দ) সক্রিয় ছিলেন
-
নোট:
-
কিছু কিংবদন্তি অনুসারে ‘ভুসুকুপা’ ছন্দের নাম
-
চর্যাপদের অন্যতম প্রাচীন কবি
-

0
Updated: 2 weeks ago
'কবিতা' পত্রিকা'র সাথে যুক্ত ছিলেন -
Created: 2 weeks ago
A
বুদ্ধদেব বসু
B
প্রেমেন্দ্র মিত্র
C
সমর সেন
D
সবগুলোই
‘কবিতা’ পত্রিকা
-
সম্পাদক: বুদ্ধদেব বসু
-
সহ-সম্পাদক: প্রেমেন্দ্র মিত্র, সমর সেন
-
প্রকাশকাল: ১৯৩৫ – ১৯৬১
-
বিষয়বস্তু:
-
শুধুমাত্র কবিতা এবং কবিতা বিষয়ক গদ্য
-
আধুনিক বাংলা সাহিত্যের অধিকাংশ উল্লেখযোগ্য কবিই এই পত্রিকায় লিখেছেন
-

0
Updated: 2 weeks ago