মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ নয় কোনটি?
A
বত্রিশ সিংহাসন
B
হিতোপদেশ
C
প্রবোধচন্দ্রিকা
D
রাজা প্রতাপাদিত্য চরিত্র
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
'আয়না বিবি' উপাখ্যানটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
ডাক ও খনার বচন
B
মৈমনসিংহ গীতিকা
C
মর্সিয়া সাহিত্য
D
পূর্ববঙ্গ গীতিকা
পূর্ববাংলার লোকসাহিত্যের অন্তর্গত 'পূর্ববঙ্গ-গীতিকা' একটি গুরুত্বপূর্ণ সংকলন, যা মুখে মুখে প্রচলিত পালাগুলিকে সমৃদ্ধ করেছে।
পূর্ববঙ্গ-গীতিকা:
-
এটি পূর্ববাংলার লোকসাহিত্যের সংকলন, যেখানে মুখে মুখে রচিত ও সমাজে প্রচলিত পালাগুলি সংরক্ষিত।
-
পালাগুলি সংগৃহীত হয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট (শ্রীহট্ট), ত্রিপুরা প্রভৃতি অঞ্চল থেকে।
-
প্রধান সংগ্রাহকরা:
-
চন্দ্রকুমার দে
-
দীনেশচন্দ্র সেন
-
আশুতোষ চৌধুরী
-
জসীম উদ্দীন
-
নগেন্দ্রচন্দ্র দে
-
রজনীকান্ত ভদ্র
-
বিহারীলাল রায়
-
বিজয়নারায়ণ আচার্য
-
-
সংগৃহীত পালাগুলির সংখ্যা পঞ্চাশের অধিক।
-
১৯১৩ সালে চন্দ্রকুমার দে প্রথম এ ধরনের লোকগাথা প্রকাশ করেন। দীনেশচন্দ্র সেন এগুলো পড়ে আকৃষ্ট হন এবং চন্দ্রকুমারের সঙ্গে সাক্ষাৎ করে, পল্লী অঞ্চলের কৃষকদের কাছ থেকে আরও কিছু গাথা সংগ্রহ করে ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থসাহায্যে 'পূর্ববঙ্গ-গীতিকা' নামে সেগুলো প্রকাশ করেন।
উপাখ্যানের উদাহরণ:
-
নিজাম ডাকাতের পালা
-
কাফন চোরা
-
চৌধুরীর লড়াই
-
আয়না বিবি
-
ভেলুয়া
0
Updated: 1 month ago
মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত 'অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ?
Created: 1 month ago
A
স্বরবৃত্ত ছন্দ
B
মাত্রাবৃত্ত ছন্দ
C
অক্ষরবৃত্ত ছন্দ
D
গৈরিশ ছন্দ
মাইকেল মধুসূদন দত্ত:
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোর জেলার কপোতাক্ষ নদ তীরের সাগরদাঁড়ি গ্রামে।
-
একজন মহাকবি ও নাট্যকার।
-
বাংলায় সনেট প্রবর্তক এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
অক্ষরবৃত্ত ছন্দ:
-
বাংলা কাব্যের প্রধান ছন্দ, যার উচ্চারণ স্বাভাবিক ও গদ্যভঙ্গির অনুসারী।
-
এটি তানপ্রধান ছন্দ, শ্বাসাঘাত নয়।
-
তান হলো স্বরধ্বনি বা সাধারণ উচ্চারণের অতিরিক্ত টান, যা দীর্ঘ পর্বের জন্য ব্যবহৃত হয়।
-
সাধারণত ৮/৬ বা ৮/১০ মাত্রার সর্বাধিক দীর্ঘ পর্বে রচিত হয়।
-
উনিশ শতকে মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করে এ ছন্দের সুরমুক্তি ঘটান।
-
অর্থাৎ, অমিত্রাক্ষর ছন্দ হলো বাংলা অক্ষরবৃত্ত ছন্দের নব সংস্করণ।
-
-
এ ছন্দ বাংলা সাহিত্যের চিরায়ত কাব্যসমূহকে শ্রেষ্ঠ ছন্দে রূপায়ণ করেছে।
-
মহাপয়ার: পয়ার ছন্দের একটি বিবর্ধিত রূপ, যেখানে পয়ারের ৬ মাত্রার অন্ত্যপর্বের পরিবর্তে ১০ মাত্রা হয়।
সুতরাং, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কাব্যরীতি ও ছন্দের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সংস্কারক।
0
Updated: 1 month ago
'শেষ প্রশ্ন' উপন্যাসের রচয়িতা কে?
Created: 2 months ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
সত্যেন্দ্রনাথ দত্ত
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘শেষ প্রশ্ন’ (উপন্যাস)
-
রচয়িতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
-
এতে তিনি নিত্য রূপান্তরশীল মানুষ, জীবন ও সমাজের চলমান আদল তুলে ধরেছেন।
-
প্রেক্ষাপট: বিশ শতকের প্রথমার্ধের মধ্যবিত্ত শিক্ষিত ভারতীয় বাঙালির মন-মানস ও পটভূমি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, হুগলি জেলার দেবানন্দপুরে।
-
প্রথম উপন্যাস: ‘বড়দিদি’ (১৯০৭) → প্রকাশিত হয় ভারতী পত্রিকায়।
-
প্রথম প্রকাশিত গল্প: ‘মন্দির’ → এর জন্য তিনি ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার পান।
-
রাজনৈতিক উপন্যাস: ‘পথের দাবী’ (১৯২৬) → ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত।
0
Updated: 2 months ago