‘দেওয়ানা মদিনা’ পালার লেখক কে?
A
মনসুর বয়াতি
B
চন্দ্রাবতী
C
দ্বিজ ঈশান
D
দ্বিজ কানাই
উত্তরের বিবরণ
• দেওয়ানা মদিনা:
-
পালাটির লেখক: মনসুর বয়াতি।
-
বিষয়: বর্তমান হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচঙ্গ গ্রামে দেওয়ানদের জীবন।
-
কাহিনি: বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের পুত্র আলাল ও দুলাল এর বিচিত্র জীবন এবং দুলাল ও গৃহস্থকন্যা মদিনা এর প্রেম কাহিনি।
-
অপর নাম: আলাল-দুলালের পালা।
প্রধান চরিত্র:
-
আলাল
-
দুলাল
-
মদিনা
-
সোনাফর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
নিচের কোনটি নিম্নবিবৃত স্বরধ্বনি?
Created: 1 month ago
A
ই
B
আ
C
উ
D
অ্যা
• নিম্নবিবৃত স্বরধ্বনি — আ
স্বরধ্বনির শ্রেণীবিভাগ:
উচ্চারণের সময় জিভের উচ্চতা, জিভের সামনের-পেছনের অবস্থান, এবং ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে স্বরধ্বনি ভাগ করা হয়।
১. উচ্চ স্বরধ্বনি – ই, উ
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি – এ, ও
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি – অ্যা, অ
৪. নিম্ন স্বরধ্বনি – আ
ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী শ্রেণীবিভাগ:
-
সংবৃত – ই, উ (ঠোঁট কম খোলা)
-
অর্ধ-সংবৃত – এ, ও
-
বিবৃত – আ (ঠোঁট বেশি খোলা)
-
অর্ধ-বিবৃত – অ্যা, অ
0
Updated: 1 month ago
'হানিফা-কয়রাপরী' রোমান্টিক প্রণয়োপাখ্যানটি কার রচনা?
Created: 1 month ago
A
আবদুল হাকিম
B
নওয়াজিস খান
C
সাবিরিদ খান
D
সৈয়দ সুলতান
হানিফা-কয়রাপরী সাবিরিদ খানের রচিত একটি উল্লেখযোগ্য কাব্য, যা জঙ্গনামাজাত্মক যুদ্ধকাব্য হলেও প্রেমকাহিনির কারণে রোমান্টিক প্রণয়োপাখ্যানের অন্তর্ভুক্ত।
-
কাব্যটি খণ্ডিত আকারে পাওয়া গেছে, ফলে নামকরণে ভিন্নতা দেখা দিয়েছে।
-
ড. আহমদ শরীফ: হানিফার দিগ্বিজয়
-
আবদুল করিম সাহিত্যবিশারদ: মোহাম্মদ হানিফা ও কয়রাপরী
-
ড. মুহম্মদ এনামুল হক: হানিফা ও কযরাপরী
-
-
কাহিনির উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য জানা যায়নি।
-
মূল চরিত্র: হযরত আলীর পুত্র মুহম্মদ হানিফা।
-
কাহিনির সারমর্ম:
-
হানিফা ও জয়গুন পরিণয় লাভ করে।
-
দুজনই দিগ্বিজয়ী হিসেবে বহু রাজাকে পরাজিত করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেন।
-
হানিফা ও কয়রাপরীর প্রণয়কাহিনি কাব্যে বর্ণিত।
-
-
বৈশিষ্ট্য:
-
প্রেমকাহিনিভিত্তিক হলেও যুদ্ধমুখী কাব্য।
-
প্রণয়কাহিনি দ্রুতগতিতে অগ্রসর হয় এবং রোমান্সের পর্যায়ে পৌঁছায়।
-
সাবিরিদ খানের অন্যান্য কাব্যের তুলনায় এখানে গাম্ভীর্য কম, তবে প্রাঞ্জল ভাষারীতি ব্যবহৃত হয়েছে।
-
0
Updated: 1 month ago
'আমি কি দুঃখেরে ডরাই'- উক্তিটি কার রচনা?
Created: 1 month ago
A
মালাধর বসু
B
রামনিধি গুপ্ত
C
রামপ্রসাদ সেন
D
মুকুন্দরাম চক্রবর্তী
রামপ্রসাদ সেন
১. পরিচিতি
-
শাক্তসঙ্গীত/শ্যামাসঙ্গীত রচনায় বিখ্যাত, শাক্ত পদাবলীর আদি ও শ্রেষ্ঠ কবি।
-
জন্ম: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কুমারহট্ট গ্রামে, কবিরাজ বংশে।
-
শ্যামাসঙ্গীতের সংখ্যা প্রায় ৩০০।
-
নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায় তাঁকে রাজসভায় যোগদানের আহবান জানান এবং 'কবিরঞ্জন' উপাধিতে ভূষিত করেন।
-
রামপ্রসাদী সুর: ভক্তিভাব, রাগ ও বাউল সুরের মিশ্রণে তাঁর সৃষ্টি সঙ্গীত।
২. বিখ্যাত উক্তি
"আমি কি দুঃখেরে ডরাই"
৩. কিছু জনপ্রিয় গান
-
"মন রে কৃষি কাজ জানো না"
-
"ডুব দেরে মন কালী বলে"
-
"মা আমায় ঘুরাবি কত"
0
Updated: 1 month ago