‘দেওয়ানা মদিনা’ পালার লেখক কে?
A
মনসুর বয়াতি
B
চন্দ্রাবতী
C
দ্বিজ ঈশান
D
দ্বিজ কানাই
উত্তরের বিবরণ
• দেওয়ানা মদিনা:
-
পালাটির লেখক: মনসুর বয়াতি।
-
বিষয়: বর্তমান হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচঙ্গ গ্রামে দেওয়ানদের জীবন।
-
কাহিনি: বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের পুত্র আলাল ও দুলাল এর বিচিত্র জীবন এবং দুলাল ও গৃহস্থকন্যা মদিনা এর প্রেম কাহিনি।
-
অপর নাম: আলাল-দুলালের পালা।
প্রধান চরিত্র:
-
আলাল
-
দুলাল
-
মদিনা
-
সোনাফর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
মুনীর চৌধুরীর ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?
Created: 1 month ago
A
রক্তাক্ত প্রান্তর
B
কবর
C
মানুষ
D
রূপার কৌটা
মুনীর চৌধুরী ও ভাষা আন্দোলনভিত্তিক নাটক ‘কবর’
-
কবর
-
নাটকের পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
-
এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক হিসেবে পরিচিত।
-
১৯৫৩ সালে জেলখানায় বন্দি থাকা অবস্থায় বামপন্থী রণেশ দাশগুপ্ত ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য মুনীর চৌধুরীকে নাটক লেখার অনুরোধ করেন।
-
অনুরোধের ভিত্তিতে মুনীর চৌধুরী নাটকটি রচনা করেন।
-
-
মুনীর চৌধুরীর অন্যান্য নাটক
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
-
-
অনুবাদ নাটক
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
-
-
প্রবন্ধগ্রন্থ
-
মীর মানস
-
তুলনামূলক আলোচনা
-
-
অন্যান্য তথ্য
-
‘রক্তাক্ত প্রান্তর’ পানিপথের তৃতীয় যুদ্ধে লেখা।
-
‘মানুষ’ নাটক ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতে রচিত।
-
‘রূপার কৌটা’ হলো মুনীর চৌধুরীর অনুবাদ নাটক।
-
0
Updated: 1 month ago
আলাউদ্দিন আল আজাদের কবিতা 'স্মৃতিস্তম্ভ' কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
জীবনজামিন
B
মানচিত্র
C
ধানকন্যা
D
ভোরের নদীর মোহনায় জাগরণ
আলাউদ্দীন আল আজাদ — ‘স্মৃতিস্তম্ভ’ কবিতা
-
গ্রন্থ: ‘মানচিত্র’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
কবিতার সংক্ষিপ্ত রূপ:
স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো! যে-ভিত কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে
হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটকা ধুলায় চূর্ণ যে পদ-প্রান্তে
যারা বুনি ধান
গুণ টানি, আর তুলি হাতিয়ার হাঁপর চালাই
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য।
আলাউদ্দীন আল আজাদ (৬ মে ১৯৩২ – ২০০৯)
-
জন্মস্থান: নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রাম।
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: গল্পগ্রন্থ ‘জেগে আছি’ (১৯৫০)।
-
চলচ্চিত্রায়িত উপন্যাস: ‘তেইশ নম্বর তৈলচিত্র’ → ‘বসুন্ধরা’, জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ।
সাহিত্যকর্মসমূহ:
-
উপন্যাস:
-
তেইশ নম্বর তৈলচিত্র
-
শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন
-
কর্ণফুলী
-
ক্ষুধা ও আশা
-
খসড়া কাগজ
-
স্বপ্নশিলা
-
বিশৃঙ্খলা
-
-
কাব্যগ্রন্থ:
-
মানচিত্র
-
ভোরের নদীর মোহনায় জাগরণ
-
-
গল্পগ্রন্থ:
-
জেগে আছি
-
মৃগনাভি
-
ধানকন্যা
-
যখন সৈকত
-
অন্ধকার সিঁড়ি
-
জীবনজামিন
-
আমার রক্ত স্বপ্ন আমার
-
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামের রচিত প্রথম নাটক কোনটি?
Created: 1 month ago
A
আলেয়া
B
ঝিলিমিলি
C
পুতুলের বিয়ে
D
মধুমালা
কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। আধুনিক বাংলা গানের জগতে তিনি বুলবুল নামে খ্যাত। নজরুলের কবি ও শিল্পী জীবনের শুরু লেটোদল থেকে। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত। ২৯ আগস্ট ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।
কাজী নজরুল ইসলামের রচিত নাটক
ঝিলিমিলি
-
এটি নজরুলের প্রথম নাটক।
-
এটি একটি নাটকের সংকলন।
-
এতে তিনটি নাটক সংকলিত হয়েছে।
অন্যান্য নাটক
-
আলেয়া (গীতিনাট্য, ১৯৩১)
-
পুতুলের বিয়ে (কিশোর নাটক, ১৯৩৩)
-
মধুমালা (গীতিনাট্য, ১৯৫৯)
0
Updated: 1 month ago