ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন?
A
রোসাঙ্গ রাজসভা
B
লক্ষ্মণ সেনের রাজসভা
C
কৃষ্ণনগর রাজসভা
D
মিথিলার রাজসভা
উত্তরের বিবরণ
• ভারতচন্দ্র রায়গুণাকর:
-
নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
সংক্ষিপ্ত পরিচয়:
-
মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি।
-
রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন।
-
অন্নদামঙ্গল কাব্যের ৩টি খন্ড রয়েছে।
-
মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
-
প্রথম কাব্য: বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
-
উনবিংশ শতাব্দীর কলকাতায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
-
৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
শাহ মুহম্মদ সগীর কোন সুলতানের রাজত্বকালে ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন?
Created: 1 month ago
A
আলাউদ্দিন হোসেন শাহ
B
ইলিয়াস শাহ
C
গিয়াসউদ্দিন আজম শাহ
D
গিয়াসউদ্দিন নুসরত শাহ
• শাহ মুহম্মদ সগীর:
বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম মুসলিম কবি। তিনি ইউসুফ-জোলেখা কাব্যের রচয়িতা। তার কর্মকাল ছিল গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের (১৩৮৯-১৪১০ খ্রিস্টাব্দ) শাসনকালে।
• ইউসুফ-জোলেখা কাব্য:
-
এটি শাহ মুহম্মদ সগীর রচিত একটি কাহিনি কাব্যগ্রন্থ।
-
কাব্যটি রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম উদাহরণ।
-
কবি কাব্যের রাজবন্দনা অংশে উল্লেখ করেছেন যে, তিনি সুলতান গিয়াসউদ্দিনের আজ্ঞাপালক সভাকবি হিসেবে কাজ করেছেন।
উক্তি (রাজবন্দনা অংশ থেকে):
"মনুষ্যের মৈদ্ধে জেহ্ন ধর্ম অবতার।
মহা নরপতি গ্যেজন পিরথিম্বীর সার।"
• অনুবাদকর্ম:
শাহ মুহম্মদ সগীর পারস্যের জামী রচিত 'ইউসুফ জুলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন। এটি ইউসুফ-জোলেখা ধারার আদি গ্রন্থ।
• উল্লেখযোগ্য তথ্য:
-
বাইবেল না পড়েও, কোরান ও ফেরদৌসির সূত্র থেকে তিনি কাহিনির বুনিয়াদ নেন।
-
পরবর্তীতে আরও অনেক মধ্যযুগের কবি ইউসুফ জুলেখা নামের কাব্য রচনা করেন, যেমন: আব্দুল হাকিম ও শাহ মুহম্মদ গরীবুল্লাহ।
-
তবে এ ধারার প্রথম কাব্য রচনা করেন শাহ মুহম্মদ সগীরই।
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক -
Created: 2 months ago
A
বিবিধপ্রসঙ্গ
B
ভিখারিণী
C
বাল্মীকি প্রতিভা
D
বউ ঠাকুরাণীর হাট
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য ও নাটক
নাটক
-
প্রথম প্রকাশিত নাটক: বাল্মীকি প্রতিভা
-
প্রকাশিত: ১৮৮১
-
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
বিসর্জন
-
রাজা
-
ডাকঘর
-
অচলায়তন
-
চিরকুমার সভা
-
রক্তকবরী
-
তাসের দেশ
-
অন্যান্য প্রথম প্রকাশিত রচনা
-
প্রথম উপন্যাস: বউ ঠাকুরাণীর হাট
-
প্রথম ছোটগল্প: ভিখারিণী
-
প্রথম প্রবন্ধগ্রন্থ: বিবিধপ্রসঙ্গ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
'জয়গুন' কোন রচনার চরিত্র?
Created: 1 month ago
A
সারেং বৌ
B
পদ্মার পলিদ্বীপ
C
সূর্য-দীঘল বাড়ী
D
পুতুল নাচের ইতিকথা
‘জয়গুন’ হলো ‘সূর্য-দীঘল বাড়ী’ উপন্যাসের একটি চরিত্র।
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস:
-
রচয়িতা: আবু ইসহাকের প্রথম উপন্যাস
-
প্রকাশকাল: ১৯৫৫
-
বিষয়: বাংলাদেশের গ্রামীণ জীবনের বিশ্বস্ত দলিল
অন্যান্য চরিত্র:
-
হাসু
-
মায়মুনা
-
শফি
-
ডা. রমেশ চক্রবর্তী
‘পদ্মার পলিদ্বীপ’ উপন্যাসের চরিত্র:
-
ফজল
-
এরফান মাতব্বর
-
আরশেদ মোল্লা
-
জঙ্গুরুল্লা
-
জরিনা
-
রুপজান
‘সারেং বৌ’ উপন্যাসের চরিত্র:
-
কদম সারেং
-
নবীতুন
‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
-
শশী
-
কুসুম
-
গোপাল
-
সেনদিদি
-
যাদব পণ্ডিত
উৎস:
0
Updated: 1 month ago