ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন?
A
রোসাঙ্গ রাজসভা
B
লক্ষ্মণ সেনের রাজসভা
C
কৃষ্ণনগর রাজসভা
D
মিথিলার রাজসভা
উত্তরের বিবরণ
• ভারতচন্দ্র রায়গুণাকর:
-
নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
সংক্ষিপ্ত পরিচয়:
-
মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি।
-
রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন।
-
অন্নদামঙ্গল কাব্যের ৩টি খন্ড রয়েছে।
-
মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
-
প্রথম কাব্য: বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
-
উনবিংশ শতাব্দীর কলকাতায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
-
৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
'মাণিকচন্দ্র রাজার গান' এর প্রথম সংগ্রাহক কে?
Created: 1 month ago
A
জর্জ গ্রীয়ার্সন
B
চন্দ্রকুমার দে
C
দীনেশ্চন্দ্র সেন
D
স্যার আশুতোষ মুখোপাধ্যায়
• নাথগীতিকা:
- স্যার জর্জ গ্রীয়ার্সন ১৮৭৮ সালে রংপুর জেলার মুসলমান কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে 'মাণিকচন্দ্র রাজার গান' প্রকাশ করলে 'নাথগীতিকা' সুধীসমাজের দৃষ্টি আকর্ষণ করে।
- এইগুলো এক শ্রেণির ঐতিহাসিক রচনা।
- ইতিহাসের কোন বিস্মৃত যুগে এই গীতিকার নায়ক রাজা গোপীচাঁদ বা গোবিন্দচন্দ্র মায়ের নির্দেশে তরুণ যৌবনে দুই নবপরিণীতা বধূ প্রাসাদে রেখে সন্ন্যাস অবলম্বন করেছিলেন এই কাহিনি কেন্দ্র করেই নাথগীতিকার উদ্ভব।
- নাথসম্প্রদায়ভুক্ত গুরুবাদী যোগিগণ তাঁদের গুরুর অলৌকিক মহিমাকীর্তন প্রসঙ্গে এই গীতিকা দেশবিদেশে প্রচার করেছেন।
- নাথগীতিকার দুটি বিভাগ: প্রথমটি তরুণ রাজপুত্র গোপীচন্দ্রের সন্ন্যাসের কাহিনি। এ সম্পর্কিত গীতিকা 'গোরক্ষবিজয়', 'মীনচেতন' নামে পরিচিত।
- অপর শ্রেণির গীতিকাগুলো 'মাণিক রাজার গান', 'গোবিন্দচন্দ্রের গীত', 'ময়নামতীর গান', 'গোবিন্দচন্দ্রের গান', 'গোপীচাঁদের সন্ন্যাস', 'গোপীচাঁদের পাঁচালী' ইত্যাদি নামে খ্যাত।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
0
Updated: 1 month ago
'রাজবন্দীর রোজনামচা' স্মৃতিকথার রচয়িতা কে?
Created: 1 month ago
A
কাজী নজরুল ইসলাম
B
জহির রায়হান
C
শহীদুল্লাহ কায়সার
D
শেখ মুজিবুর রহমান
শহীদুল্লাহ কায়সার
-
জন্ম: ফেনী জেলার মজুপুর গ্রামে
-
প্রকৃত নাম: আবু নঈম মোহাম্মদ শহিদুল্লাহ
-
পেশা: লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবী
স্মৃতিকথা:
-
রাজবন্দীর রোজনামচা (প্রকাশিত: ১৯৬২)
উপন্যাস:
-
সারেং বৌ
-
সংশপ্তক
-
কৃষ্ণচূড়া মেঘ
-
তিমির বলয়
-
দিগন্তে ফুলের আগুন
-
সমুদ্র ও তৃষ্ণা
-
চন্দ্রভানের কন্যা
-
কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)
ভ্রমণবৃত্তান্ত:
-
পেশোয়ার থেকে তাসখন্দ
উল্লেখ্য:
-
রাজবন্দীর জবানবন্দী – কাজী নজরুল ইসলাম
-
শয়তানের জবানবন্দি – আরজ আলী মাতুব্বর
-
কারাগারের রোজনামোচা – শেখ মুজিবর রহমান
0
Updated: 1 month ago
“চোরাবালি” কাব্যগ্রন্থটি রচনা করেন-
Created: 1 month ago
A
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
B
জীবনানন্দ দাশ
C
বিষ্ণু দে
D
সুধীন্দ্রনাথ ঠাকুর
বিষ্ণু দে
-
জীবন ও পরিচয়:
-
জন্ম: ১৮ জুলাই ১৯০৯, কলকাতা, পটলডাঙ্গা
-
পেশা: কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক, শিল্পানুরাগী
-
সাহিত্যগোষ্ঠী: কল্লোল
-
পত্রিকা: ‘পরিচয়’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য
-
-
সাহিত্যকর্ম:
-
কাব্যগ্রন্থ:
-
উর্বশী ও আর্টেমিস
-
চোরাবালি
-
সাত ভাই চম্প
-
স্মৃতি সত্তা ভবিষ্যত
-
-
অনুবাদ সাহিত্য:
-
এলিয়টের কবিতা
-
-
0
Updated: 1 month ago