A
১৭৯৩ সালে
B
১৮০০ সালে
C
১৮০১ সালে
D
১৯০০ সালে
উত্তরের বিবরণ
ফোর্ট উইলিয়াম কলেজ
প্রতিষ্ঠা:
-
লর্ড ওয়েলেসলী ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন।
ভাষা ও শিক্ষা কার্যক্রম:
-
বাংলাসহ ভারতের বহু ভাষা শিক্ষা ও প্রসারের জন্য কলেজ প্রতিষ্ঠা করা হয়।
-
উইলিয়ম কেরীকে স্থানীয় ভাষা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
-
১৮০১ সালের মে মাসে উইলিয়ম কেরী বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
-
১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 22 hours ago
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি?
Created: 2 weeks ago
A
মেঘনাদবধ কাব্য
B
বীরাঙ্গনা কাব্য
C
বাঁধন-হারা
D
ব্রজাঙ্গনা কাব্য
বীরাঙ্গনা কাব্য
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
প্রকাশকাল: ১৮৬২
-
ধরণ: পত্রকাব্য (বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য)
-
সংখ্যা: ১১ টি পত্র
-
প্রেরণা: রোমান কাব্য হেরোইদাইদস
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার কপোতাক্ষ নদ তীর, সাগরদাঁড়ি গ্রাম
-
অভিনবত্ব: বাংলাভাষার সনেট প্রবর্তক ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
উল্লেখযোগ্য গ্রন্থ:
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
মেঘনাদবধ কাব্য (বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য)
-
ব্রজাঙ্গনা কাব্য (গীতিকাব্য)
-
অন্যান্য উল্লেখযোগ্য তথ্য
-
বাঁধন-হারা (১৯২৭) – কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস

0
Updated: 2 weeks ago
বৈষ্ণব পদাবলি কোন চরিত্রের প্রেমলীলা অবলম্বনে রচিত?
Created: 3 weeks ago
A
লক্ষ্মী-নারায়ণ
B
উমা-মহেশ্বর
C
রাধা-কৃষ্ণ
D
সীতা-রাম
বৈষ্ণব পদাবলি
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরব হলো বৈষ্ণব পদাবলি সাহিত্য। রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এই অমর কবিতাগুলো বাংলাদেশে শ্রীচৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব মতবাদের প্রসারে ব্যাপক বিকাশ লাভ করে।
মধ্যযুগের সাহিত্যধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণ ও গুণ—উভয় ক্ষেত্রেই সবচেয়ে সমৃদ্ধ।
বৈষ্ণব সাহিত্য মূলত তিন প্রকার—
-
জীবনীকাব্য
-
বৈষ্ণব শাস্ত্র
-
বৈষ্ণব পদাবলি

0
Updated: 3 weeks ago
'নীলদর্পণ' নাটক প্রথম মঞ্চস্থ হয় -
Created: 2 weeks ago
A
চট্টগ্রামে
B
কলকাতায়
C
ঢাকায়
D
রংপুরে
‘নীলদর্পণ’ (নাটক)
রচয়িতা: দীনবন্ধু মিত্র।
প্রথম ও শ্রেষ্ঠ নাটক; বাংলা সাহিত্যের একটি বিখ্যাত নাটক।
প্রকাশকাল: ১৮৬০, ঢাকা থেকে (প্রথম প্রকাশিত নাটক এবং প্রথম মঞ্চস্থ নাটক ঢাকাতেই)।
বিষয়বস্তু: নীলকরদের অত্যাচার।
ইংরেজি অনুবাদ:
অনুবাদক: মাইকেল মধুসূদন দত্ত।
ছদ্মনাম: A Native।
নাম: Nil Darpan or The Indigo Planting Mirror (১৮৬১)।
প্রতিক্রিয়া:
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাটকটি দেখে মঞ্চে জুতো ছুড়ে মেরেছিলেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাটকটিকে Uncle Tom’s Cabin এর সাথে তুলনা করেন।
দীনবন্ধু মিত্র
জন্ম: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে, এক দরিদ্র পরিবারে।
পিতৃদত্ত নাম: গন্ধর্বনারায়ণ।
মৃত্যু: ১ নভেম্বর ১৮৭৩, অকাল মৃত্যু।
শ্রেষ্ঠ রচনা: নীলদর্পণ।
দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক
নীলদর্পণ
নবীন তপস্বিনী
কমলে কামিনী

0
Updated: 2 weeks ago