'শ্রীকৃষ্ণবিজয়' কাব্যের লেখক কে?
A
গোবিন্দদাস
B
মালাধর বসু
C
কৃষ্ণদাস কবিরাজ
D
বৃন্দাবন দাস
উত্তরের বিবরণ
• মালাধর বসু:
-
১৫শ-১৬শ শতকে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম ভগবতের বাংলা অনুবাদক।
-
তাঁর কাব্য: শ্রীকৃষ্ণবিজয়, যা মধ্যযুগের বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ।
-
জন্মস্থান: বর্ধমান জেলার কুলিন গ্রাম, ১৫শ শতকের তৃতীয় বা চতুর্থ দশকে।
-
কাব্য ও কবিত্বের জন্য শামসুদ্দীন ইউসুফ শাহ থেকে 'গুণরাজ খান' উপাধি লাভ করেন।
-
শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচনাকাল: ১৩৯৫-১৪০২ শকাব্দ (১৪৭৩-১৪৮০ খ্রি)।
-
কাব্যে ভগবত অনুসরণে শ্রীকৃষ্ণের জন্ম ও তাঁর লীলা বর্ণিত হয়েছে।
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
’যিনি গুণবান ব্যক্তি, তিনি বিনয়ী হন।’-এটি কোন ধরনের বাক্য?
Created: 1 month ago
A
খণ্ডবাক্য
B
জটিল বাক্য
C
যৌগিক বাক্য
D
সরল বাক্য
বাক্য ’যিনি গুণবান ব্যক্তি, তিনি বিনয়ী হন।’ হলো জটিল বাক্য।
জটিল বাক্য সেই ধরনের বাক্য, যেখানে অধীন বাক্যগুলোকে যুক্ত করার জন্য বিশেষ সাপেক্ষ সর্বনাম বা যোজক ব্যবহৃত হয়। সাধারণ উদাহরণ হলো—
-
সাপেক্ষ সর্বনাম: যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা ইত্যাদি
-
সাপেক্ষ যোজক: যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন ইত্যাদি
উদাহরণ:
-
যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
-
যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
-
যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
উৎস:
0
Updated: 1 month ago
'কুমুদিনী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 month ago
A
ঘরে বাইরে
B
যোগাযোগ
C
গোরা
D
রাজর্ষি
• 'যোগাযোগ' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস প্রথমে তিন পুরুষ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। পরে উপন্যাসের নাম হয় যোগাযোগ।
- নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ উপন্যাসের কেন্দ্র।
- শেষ পর্যন্ত স্বামীর কাছে কুমুদিনীর দ্বিধান্বিত সমর্পণে কাহিনির সমাপ্তি হলেও কুমুদিনীর মধ্যে এক বিদ্রোহী নারীর রূপ স্পষ্ট হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- নৌকাডুবি,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।
0
Updated: 1 month ago
বাংলা গদ্যের আধুনিক রূপেরও প্রবর্তক কে?
Created: 1 month ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
জীবনানন্দ দাশ
C
বিষ্ণু দে
D
বুদ্ধদেব বসু
সুধীন্দ্রনাথ দত্ত
-
কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক।
-
জন্ম: ১৯০১ সালের ৩০ অক্টোবর, কলকাতার হাতীবাগান।
-
ত্রৈমাসিক পরিচয় পত্রিকার সম্পাদক হিসেবে অমর হয়ে আছেন।
-
ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম।
-
বাংলা গদ্যের আধুনিক রূপের প্রবর্তক।
-
মৃত্যু: ১৯৬০ সালে, কলকাতা।
রচিত কাব্যগ্রন্থ
-
তন্বী
-
অর্কেষ্ট্রা
-
ক্রন্দসী
-
উত্তর ফাল্গুনী
-
সংবর্ত
-
প্রতিদিন
-
দশমী
উৎস
বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago