'লিপিমালা' গ্রন্থের রচয়িতা কে?
A
রামরাম বসু
B
উইলিয়াম কেরি
C
গোলোকনাথ শর্মা
D
গোলোকনাথ শর্মা
উত্তরের বিবরণ
ফোর্ট উইলিয়ামের পর্বে ১৮০১ থেকে ১৮১৫ সালের মধ্যে ৮ জন লেখক ১৩টি বাংলা গদ্যপুস্তক লিখেছেন। এসমূহ হলো:
-
উইলিয়াম কেরী রচিত:
-
কথোপকথন (১৮০১)
-
ইতিহাসমালা (১৮১২)
-
-
রামরাম বসু রচিত:
-
রাজা প্রতাপাদিত্য চরিত্র (১৮০১)
-
লিপিমালা (১৮০২)
-
-
গোলোকনাথ শর্মা রচিত:
-
হিতোপদেশ (১৮০২)
-
-
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত:
-
বত্রিশ সিংহাসন (১৮০২)
-
হিতোপদেশ (১৮০৮)
-
রাজাবলি (১৮০৮)
-
প্রবোধচন্দ্রিকা (১৮৩৩)
-
-
তারিণীচরণ মিত্র রচিত:
-
ওরিয়েন্টাল ফেবুলিস্ট (১৮০৩)
-
-
রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত:
-
মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং (১৮০৫)
-
-
চণ্ডীচরণ মুন্শী রচিত:
-
তোতা ইতিহাস (১৮০৫)
-
-
হরপ্রসাদ রায় রচিত:
-
পুরুষ পরীক্ষা (১৮১৫)
-
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
0
Updated: 1 month ago
'শ্রীকৃষ্ণবিজয়' কাব্যের লেখক কে?
Created: 1 month ago
A
গোবিন্দদাস
B
মালাধর বসু
C
কৃষ্ণদাস কবিরাজ
D
বৃন্দাবন দাস
• মালাধর বসু:
-
১৫শ-১৬শ শতকে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম ভগবতের বাংলা অনুবাদক।
-
তাঁর কাব্য: শ্রীকৃষ্ণবিজয়, যা মধ্যযুগের বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ।
-
জন্মস্থান: বর্ধমান জেলার কুলিন গ্রাম, ১৫শ শতকের তৃতীয় বা চতুর্থ দশকে।
-
কাব্য ও কবিত্বের জন্য শামসুদ্দীন ইউসুফ শাহ থেকে 'গুণরাজ খান' উপাধি লাভ করেন।
-
শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচনাকাল: ১৩৯৫-১৪০২ শকাব্দ (১৪৭৩-১৪৮০ খ্রি)।
-
কাব্যে ভগবত অনুসরণে শ্রীকৃষ্ণের জন্ম ও তাঁর লীলা বর্ণিত হয়েছে।
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
কোন সাহিত্যিক 'গণমানুষের কবি' হিসেবে পরিচিত পেয়েছেন?
Created: 1 month ago
A
আবুল ফজল
B
রফিক আজাদ
C
দিলওয়ার
D
আহসান হাবীব
কবি দিলওয়ার – গণমানুষের কবি
-
কবি দিলওয়ারকে ‘গণমানুষের কবি’ হিসেবে খ্যাতি লাভ 1977 সালের ৭ মার্চ, যখন সিলেটে তাকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
-
সংবর্ধনায় পড়া মানপত্রে উল্লেখ ছিল, ‘গণমানুষের কবি’ দিলওয়ারকে সিলেটের মানুষ অভিনন্দন জানাচ্ছে স্বদেশ, স্বজাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনাকে অঙ্গীকার করে তাঁর ‘আবাল্য কাব্যসাধনার’ জন্য।
-
সেই দিন থেকে ‘গণমানুষের কবি’ অভিধাটি তার নামের সঙ্গে সংযুক্ত হয়ে যায়।
দিলওয়ারের তথ্য:
-
জন্ম: ১৯৩৭ সালে সিলেটে
-
প্রকৃত নাম: দিলওয়ার খান
কবিতা গ্রন্থ:
-
জিজ্ঞাসা
-
ঐকতান
-
উদ্ভিন্ন উল্লাস
-
রক্তে আমার অনাদি অস্থ
0
Updated: 1 month ago
‘মন্দির ও মসজিদ’ গ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 months ago
A
ফররুখ আহমদ
B
কাজী নজরুল ইসলাম
C
কায়কোবাদ
D
মীর মশাররফ হোসেন
‘মন্দির ও মসজিদ’
-
কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধ।
কাজী নজরুল ইসলাম
-
বাংলাদেশের জাতীয় কবি।
-
অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ খ্রি.) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থসমূহ
-
রাজবন্দীর জবানবন্দি
-
দুর্দিনের যাত্রী
-
যুগবাণী
-
রুদ্র মঙ্গল
-
মন্দির ও মসজিদ
-
আমি সৈনিক
0
Updated: 2 months ago