মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গলকাব্য ধারার উল্লেখযোগ্য কবি?
A
ধর্ম মঙ্গল
B
চণ্ডীমঙ্গল
C
অন্নদামঙ্গল
D
মনসামঙ্গল
উত্তরের বিবরণ
• মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য ধারার কবি ছিলেন।
-
চণ্ডীমঙ্গল ধারার অন্যান্য কবি: মানিকদত্ত, দ্বিজ মাধব, দ্বিজরাম দেব, মুক্তরাম সেন।
অন্যদিকে:
-
মনসা মঙ্গল কাব্য ধারার কবি: কানাহরি দত্ত, নারায়ণদেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ।
-
ধর্মমঙ্গল ধারার কবি: ময়ূর ভট্ট, আদিরূপরাম, খেলারাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, ঘনরাম চক্রবর্তী, নরসিংহ বসু।
-
অন্নদা মঙ্গল ধারার কবি: ভারতচন্দ্র রায়গুণাকর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
0
Updated: 1 month ago
'সূর্য' এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
সুধাকর
B
তনু
C
মার্তণ্ড
D
সিন্ধু
‘সূর্য’ শব্দের বিভিন্ন প্রতিশব্দ বাংলা ভাষায় প্রচলিত আছে। এগুলো মূলত কাব্য ও সাহিত্যরচনায় ব্যবহার হয়ে থাকে।
-
‘সূর্য’ এর প্রতিশব্দ: মার্তণ্ড
-
‘সূর্য’ এর কিছু প্রচলিত প্রতিশব্দ:
-
রবি
-
তপন
-
ভানু
-
ভাস্কর
-
আদিত্য
-
প্রভাকর
-
দিবাকর
-
বিভাবসু
-
দিনমণি
-
মার্তণ্ড
-
অংশুমালী
-
অরুণ
-
অন্যদিকে,
-
চাঁদের প্রতিশব্দ: সুধাকর, কলানিধি
-
‘দেহ’ শব্দের প্রতিশব্দ: কায়া, কলেবর, গা, গাত্র, তনু, শরীর, অঙ্গ, কায়
-
‘সমুদ্র’ এর প্রতিশব্দ: সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, বারীশ, উদধি, পয়োনিধি
0
Updated: 1 month ago
'সই কেবা শুনাইল শ্যাম নাম।' - এটি কার উক্তি?
Created: 2 months ago
A
জ্ঞানদাস
B
চণ্ডীদাস
C
বিদ্যাপতি
D
আলাওল
0
Updated: 2 months ago
জনসংখ্যা নীতি ২০২৫ অনুসারে, বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারে কত জন বাস করে? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
১০১৯ জন
B
১১১৯ জন
C
১২২৯ জন
D
১৩১৯ জন
বাংলাদেশ জনসংখ্যা নীতি-২০২৫
-
প্রকাশকাল: ১৪ জুলাই, ২০২৫
-
প্রকাশক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
-
রূপকল্প:
“জনসংখ্যার পরিকল্পিত উন্নয়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও জনমিতির লভ্যাংশ অর্জন করা এবং একটি সুস্থ, সুখী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।” -
মূল তথ্য:
-
জনঘনত্ব: ১,১১৯ জন প্রতি বর্গকিলোমিটার
-
মোট প্রজনন হার (TFR): ২.৩
-
শিশুমৃত্যু হার: ৩১ প্রতি ১,০০০ জীবিত জন্ম
-
মাতৃমৃত্যু হার: ১৩৫ প্রতি ১ লাখ জনসংখ্যা
-
১৫ বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর বেকারত্ব: ৩.৬৪%
-
-
উদ্দেশ্য: জনসংখ্যার সুষ্ঠু পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা।
0
Updated: 2 months ago