The correct passive of ''Sheila was writing a letter'' is -
A
A letter was written by Sheila
B
A letter was being writing by Sheila
C
A letter was being written by Sheila
D
A letter was been written by sheila
উত্তরের বিবরণ
Active Voice: Sheila was writing a letter.
Passive Voice: A letter was being written by Sheila.
Past Continuous Tense-এর Active Voice কে Passive Voice-এ রূপান্তরের নিয়ম:
-
বাক্যের object টি subject হিসেবে বসে,
-
তারপরে was being অথবা were being ব্যবহৃত হয়,
-
মূল verb এর past participle রূপটি বসানো হয়,
-
এরপর by বসে,
-
অবশেষে subject-এর objective form বসে।
Structure:
Subjective form of the object + was being/were being + past participle form of the main verb + by + objective form of the subject.
0
Updated: 5 months ago
Identify the correct passive form: ‘Do not close the door.’
Created: 1 month ago
A
Let not the door close.
B
Let not the door be closed.
C
Let not the door close.
D
Let not door closed.
Imperative Sentence কে Passive Voice রূপান্তর করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। এসব নিয়ম মেনে চললে বাক্যটি সঠিকভাবে Passive Voice এ রূপান্তরিত হয়।
-
বাক্যের শুরুতে Let বসে।
-
যদি Active Voice এ Do not থাকে, তাহলে Passive Voice এ শুধু not বসে।
-
Active Voice এর Object, Passive Voice এ গিয়ে Subject এর স্থানে বসে।
-
ক্রিয়ার আগে be যোগ হয়।
-
মূল Verb এর Past Participle ব্যবহার করা হয়।
0
Updated: 1 month ago
Change the voice: 'Nobody trusts a traitor.'
Created: 1 month ago
A
A traitor is trusted.
B
A traitor should not be trusted.
C
Everybody hates a traitor.
D
A traitor is not trusted by anybody.
Active Voice এবং Passive Voice এর পার্থক্য বোঝার জন্য নিচের ব্যাখ্যাটি দেওয়া হলো। Active Voice-এ Subject কাজটি করে, আর Passive Voice-এ কাজটি Subject-এর ওপর করা হয়। Active থেকে Passive এ রূপান্তর করার কিছু নিয়ম আছে:
-
Active Voice-এর Subject Passive Voice-এ Object হয়।
-
Active Voice-এর Object Passive Voice-এ Subject হয়।
-
মূল Verb-এর সাথে be verb ব্যবহার করা হয় এবং Verb-এর Past Participle আকার বসানো হয়।
-
Object-এর আগে by বসানো হয়।
উদাহরণ হিসেবে, Active Voice-এ "Nobody trusts a traitor." বাক্যটির Passive Voice হবে:
-
A traitor is not trusted by anybody.
-
এখানে Nobody = not anybody।
-
একইভাবে, No one / None = not anyone।
আরেকটি উদাহরণ:
-
Active Voice: No one believes a deceiver.
-
Passive Voice: A deceiver is not believed by anyone.
0
Updated: 1 month ago
The passive form of: Jannat is drawing on the wall.
Created: 1 month ago
A
The wall is drawn on by Jannat.
B
The wall is being drawn on by Jannat.
C
The wall is being drawn by Jannat.
D
The wall has been being drawn on by Jannat.
Active ও Passive Voice উদাহরণ এবং রূপান্তর নিয়ম:
-
Active: Jannat is drawing on the wall.
-
Passive: The wall is being drawn on by Jannat.
Active voice থেকে Passive voice-এ রূপান্তরের নিয়ম (Assertive sentence):
-
Object becomes Subject: Active sentence-এর object passive sentence-এর subject হিসেবে বসে।
-
উদাহরণ: Active-এর object = the wall → Passive-এর subject = The wall
-
-
Auxiliary verb বসানো: Tense অনুযায়ী auxiliary verb বসানো হয়।
-
Present continuous-এর ক্ষেত্রে: am/is/are being
-
-
Main verb-এর past participle: মূল verb-এর past participle ব্যবহার করা হয়।
-
যদি verbটি phrasal verb হয়, তবে preposition সব সময় verb-এর সাথে বসে।
-
উদাহরণ: draw on → drawn on
-
-
Subject becomes Object: Active sentence-এর subject passive sentence-এর object হয় এবং তার পূর্বে সাধারণত by বসে।
-
উদাহরণ: Active subject = Jannat → Passive object = by Jannat
-
-
এই নিয়ম অনুসরণ করে প্রত্যেক assertive sentence-এর Active থেকে Passive voice রূপান্তর করা যায়।
0
Updated: 1 month ago