A
Ardour
B
Compassion
C
Anxiety
D
Concern
উত্তরের বিবরণ
Indifference (Adjective)
English Meaning: Lack of interest, concern, or sympathy.
Bangla Meaning: ঔদাসীন্য; উদাসীনতা; অনীহা; নিঃস্পৃহতা; বিতৃষ্ণা; বৈরাগ্য।
• অপশনভুক্ত শব্দগুলোর অর্থঃ
ক) Ardour (Countable noun, Uncountable noun)
English Meaning: Great enthusiasm or passion.
Bangla Meaning: উষ্ণ আবেগ; আকুলতা; উৎসাহ।
খ) Compassion (noun) [Uncountable noun]
English Meaning: Sympathetic pity and concern for the sufferings or misfortunes of others.
Bangla Meaning: করুণা; সমবেদনা।
গ) Anxiety (Uncountable noun)
English Meaning: A feeling of worry, nervousness, or unease about something with an uncertain outcome.
Bangla Meaning: ভবিষ্যৎ সম্পর্কে ভয় ও অনিশ্চয়তা; উদ্বেগ; দুশ্চিন্তা।
ঘ) Concern (noun) [Countable noun]
English Meaning: A feeling of worry or interest about something important.
Bangla Meaning: কোনো বিষয় সম্পর্কে আগ্রহ বা উদ্বেগ; যা কাউকে ভাবায় বা গুরুত্বপূর্ণ মনে হয়।
• উপরোক্ত শব্দগুলোর অর্থ বিশ্লেষণ করে বোঝা যায়, “Concern” (ঘ অপশন) শব্দটি Indifference-এর সবচেয়ে সঠিক বিপরীতার্থক শব্দ, কারণ এটি কোনো কিছুর প্রতি সক্রিয় আগ্রহ ও গুরুত্ব প্রদর্শন করে, যা উদাসীনতার সম্পূর্ণ বিপরীত।
Source:
-
Oxford Learner's Dictionary
-
অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)

0
Updated: 2 months ago
A fantasy is-
Created: 2 months ago
A
An imaginary story
B
A funny film
C
A history
D
A real life event
• Fantasy হলো একটি কল্পিত বা অলীক কাহিনি।
• Fantasy (noun)
ইংরেজি অর্থ: অসম্ভব বা অপ্রত্যাশিত কিছু কল্পনা করার ক্ষমতা বা তা করার কার্যকলাপ।
বাংলা অর্থ: অলীক বা বাঁধনহারা কল্পনা।
সমার্থক শব্দ: imagination, creativity, fancy, invention, originality, vision
উদাহরণ বাক্য: তাঁর গবেষণা এখন কল্পনার জগতে প্রবেশ করেছে।
তথ্যসূত্র: অক্সফোর্ড অভিধান, বাংলা একাডেমি অভিধান

0
Updated: 2 months ago
The antonym for 'Inimical'-
Created: 1 month ago
A
Hostile
B
Friendly
C
Indifferent
D
Angry
Inimical (Adjective)
বাংলা অর্থ: বৈরী, প্রতিকূল, অননুকূল, অহিতকর, অপরকারী, ক্ষতিকর।
এই শব্দটি এমন কিছু বোঝায় যা কারো বা কিছুর প্রতি বিরূপ, শত্রুতাপূর্ণ বা ক্ষতিকর প্রভাব ফেলে।
প্রশ্নে প্রদত্ত বিকল্প শব্দসমূহ ও তাদের অর্থ:
-
Hostile (Adjective)
-
অর্থ: শত্রুপক্ষীয়, বৈরী।
-
সাদৃশ্যপূর্ণ: এটি Inimical এর প্রায় সমার্থক শব্দ।
-
-
Friendly (Adjective)
-
অর্থ: বন্ধুত্বপূর্ণ, বন্ধুভাবাপন্ন, সহৃদয়।
-
বিপরীতার্থক: এটি Inimical এর একমাত্র বিপরীত অর্থবিশিষ্ট শব্দ।
-
-
Indifferent (Adjective)
-
অর্থ: নিঃস্পৃহ, অনীহ, উদাসীন।
-
অপ্রাসঙ্গিক: এটি neither বৈরী nor বন্ধুত্বপূর্ণ, বরং নিরপেক্ষতার প্রকাশ।
-
-
Angry (Adjective)
-
অর্থ: ক্রুদ্ধ, রুষ্ট।
-
সম্পর্কহীন: এটি ব্যক্তির আবেগ প্রকাশ করে, কিন্তু ‘inimical’ এর মতো শত্রুতাপূর্ণ বা ক্ষতিকর আচরণ নির্দেশ করে না।
-
নিরূপণ:
উপরোক্ত বিশ্লেষণ থেকে স্পষ্টভাবে বোঝা যায়, শুধুমাত্র Friendly শব্দটি "Inimical" এর বিপরীতার্থক অর্থ বহন করে।
অন্য শব্দগুলো হয় সমার্থক, নয়তো প্রসঙ্গের বাইরে।
সঠিক উত্তর:
(খ) Friendly
উৎস: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago
Antonym of ample is-
Created: 2 months ago
A
Extensive
B
Limited
C
Sufferness
D
Abundant
আসছে

0
Updated: 2 months ago