A
দীনেশচন্দ্র সেন
B
বসন্তরঞ্জন রায়
C
হরপ্রসাদ শাস্ত্রী
D
চন্দ্রকুমার দে
উত্তরের বিবরণ
✦ মৈমনসিংহ গীতিকা
সংজ্ঞা:
-
ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত লোকগান ও পালাগানের সমষ্টিকে মৈমনসিংহ গীতিকা বলা হয়।
সংগ্রাহক:
-
চন্দ্রকুমার দে (ময়মনসিংহ নিবাসী)
-
উদ্যোগ: অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেন (কলকাতা বিশ্ববিদ্যালয়)
প্রকাশনা:
-
সম্পাদনা: দীনেশচন্দ্র সেন
-
প্রকাশকাল: ১৯২৩ সাল
-
প্রকাশক: কলকাতা বিশ্ববিদ্যালয়
বিশ্বজনীনতা:
-
মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত ও মুদ্রিত হয়েছে।
অন্তর্ভুক্ত গীতিকা ও রূপকথা (মোট ১০টি):
-
মহুয়া
-
মলুয়া
-
চন্দ্রাবতী
-
কমলা
-
দেওয়ান ভাবনা
-
দস্যু কেনারামের পালা
-
রূপবতী
-
কঙ্ক ও লীলা
-
কাজলরেখা (রূপকথা)
-
দেওয়ান মদিনা

0
Updated: 22 hours ago
বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয় -
Created: 3 weeks ago
A
১২০১ - ১৫০০ সাল
B
৯৫০ - ১৩৫০ সাল
C
১২০১-১৩৫০ সাল
D
১২০১-১৪৫০ সাল
বাংলা সাহিত্যের মধ্যযুগ
-
সময়কাল: প্রায় চার শতাব্দী
-
ভাগ:
-
প্রাকচৈতন্য যুগ: ১২০১ - ১৫০০
-
চৈতন্য যুগ: ১৫০১ - ১৬০০
-
চৈতন্য পরবর্তী যুগ: ১৬০১ - ১৮০০
-
-
বিশেষ উল্লেখ:
-
১২০১-১৩৫০ সাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়
-
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 3 weeks ago
পল্লীকবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন -
Created: 2 weeks ago
A
বরিশাল
B
ফরিদপুর
C
ঢাকা
D
দিনাজপুর
জসীমউদ্দীন
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, তাম্বুলখানা গ্রাম, ফরিদপুর জেলা।
-
পরিচয়: কবি, শিক্ষাবিদ; পল্লিকবি হিসেবে খ্যাত।
-
প্রথম প্রকাশিত উপন্যাস: ‘বোবা কাহিনী’।
-
বিখ্যাত গাথাকাব্য: ‘নক্সী কাঁথার মাঠ’, ১৯২৯ সালে প্রকাশ।
-
E.M. Millford দ্বারা ইংরেজিতে অনুবাদিত: The Field of the Embroidered Quilt।
-
-
পুরস্কার:
-
প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স (১৯৫৮)
-
একুশে পদক (১৯৭৬)
-
স্বাধীনতা দিবস পুরস্কার (মরণোত্তর, ১৯৭৮)
-
-
মৃত্যু: ১৩ মার্চ ১৯৭৬, ঢাকা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
'ফেরদৌসি চরিত' গদ্যগ্রন্থের লেখক কে?
Created: 1 week ago
A
আব্দুল মান্নান সৈয়দ
B
আবু জাফর ওবায়দুল্লাহ
C
মোহাম্মদ মোজাম্মেল হক
D
আবু ইসহাক
✦ ফেরদৌসি চরিত
-
লেখক: মোহাম্মদ মোজাম্মেল হক
-
ধরণ: গদ্যগ্রন্থ
✦ মোহাম্মদ মোজাম্মেল হক (১৮৭৩–১৯৫৪)
-
জন্মস্থান: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রাম।
-
পরিচয়: সাহিত্যিক, সমাজসংস্কারক।
-
ভূমিকা:
-
মুসলিম সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোঁড়ামি, পশ্চাৎপদতা ও আত্মবিস্মৃতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
-
লেখনী ও সংগঠনের মাধ্যমে সমাজ সংস্কারে উল্লেখযোগ্য অবদান রাখেন।
-
-
উপাধি: বঙ্গীয় সাহিত্য পরিষৎ তাঁকে “কাব্যকণ্ঠ” উপাধিতে ভূষিত করে।
✦ রচনা সমূহ
উপন্যাস
-
জোহরা
-
দরাফ খান গাজী
কাব্যগ্রন্থ
-
কুসুমাঞ্জলি
-
অপূর্ব দর্শন
-
প্রেমহার
-
জাতীয় ফোয়ারা
-
ইসলাম সংগীত
-
হযরত মুহম্মদ

0
Updated: 1 week ago