বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করেছেন কে?
A
বাল্মীকি
B
কবীন্দ্র পরমেশ্বর
C
কৃত্তিবাস ওঝা
D
শ্রীকর নন্দী
উত্তরের বিবরণ
রামায়ণ
রচয়িতা:
-
মূল সংস্কৃত রামায়ণ রচনা করেন ঋষি বাল্মীকি।
বাংলা অনুবাদ:
-
প্রথম বাংলা অনুবাদক: কৃত্তিবাস ওঝা।
-
সময়কাল: মধ্যযুগ (গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশে)।
-
কৃত্তিবাস ওঝাই বাংলা অনুবাদ সাহিত্যের প্রথম সূত্রপাত করেন।
-
প্রথম মহিলা অনুবাদক: চন্দ্রাবতী।
✦ মহাভারত (বাংলা অনুবাদ)
-
প্রথম বাংলা অনুবাদক: কবীন্দ্র পরমেশ্বর।
-
শ্রীকর নন্দী রচিত মহাভারত পরিচিত হয় "ছুটিখানি মহাভারত" নামে।
✦ ভগবত পুরাণ (বাংলা অনুবাদ)
-
প্রথম বাংলা অনুবাদক: মালাধর বসু।
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
'প্রভাবতী সম্ভাষণ' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 months ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
বিহারীলাল চক্রবর্তী
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
রাজা রামমোহন রায়
‘প্রভাবতী সম্ভাষণ’
-
রচয়িতা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
ধরণ: শোকগাঁথা; বাংলা ভাষার প্রথম মৌলিক রচনা।
-
রচনার উদ্দেশ্য: বন্ধুর বালিকা কন্যা প্রভাবতী এর অকাল মৃত্যুর শোকে রচনা।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
পরিচিতি: সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮২০, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে।
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)
-
অন্যান্য উল্লেখযোগ্য রচনা: ব্রজবিলাস ও রত্নপরীক্ষা।
0
Updated: 2 months ago
বৈষ্ণব পদাবলি কোন চরিত্রের প্রেমলীলা অবলম্বনে রচিত?
Created: 2 months ago
A
লক্ষ্মী-নারায়ণ
B
উমা-মহেশ্বর
C
রাধা-কৃষ্ণ
D
সীতা-রাম
বৈষ্ণব পদাবলি
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরব হলো বৈষ্ণব পদাবলি সাহিত্য। রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এই অমর কবিতাগুলো বাংলাদেশে শ্রীচৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব মতবাদের প্রসারে ব্যাপক বিকাশ লাভ করে।
মধ্যযুগের সাহিত্যধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণ ও গুণ—উভয় ক্ষেত্রেই সবচেয়ে সমৃদ্ধ।
বৈষ্ণব সাহিত্য মূলত তিন প্রকার—
-
জীবনীকাব্য
-
বৈষ্ণব শাস্ত্র
-
বৈষ্ণব পদাবলি
0
Updated: 2 months ago
‘ভুখা’ শব্দের অর্থ—
Created: 1 month ago
A
ভূমিকা
B
ক্ষুধার্ত
C
অলঙ্কার
D
উপহার
• বাংলা
একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘ভুখা’ শব্দের অর্থ - ক্ষুধার্ত।
0
Updated: 1 month ago