বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করেছেন কে?
A
বাল্মীকি
B
কবীন্দ্র পরমেশ্বর
C
কৃত্তিবাস ওঝা
D
শ্রীকর নন্দী
উত্তরের বিবরণ
রামায়ণ
রচয়িতা:
-
মূল সংস্কৃত রামায়ণ রচনা করেন ঋষি বাল্মীকি।
বাংলা অনুবাদ:
-
প্রথম বাংলা অনুবাদক: কৃত্তিবাস ওঝা।
-
সময়কাল: মধ্যযুগ (গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশে)।
-
কৃত্তিবাস ওঝাই বাংলা অনুবাদ সাহিত্যের প্রথম সূত্রপাত করেন।
-
প্রথম মহিলা অনুবাদক: চন্দ্রাবতী।
✦ মহাভারত (বাংলা অনুবাদ)
-
প্রথম বাংলা অনুবাদক: কবীন্দ্র পরমেশ্বর।
-
শ্রীকর নন্দী রচিত মহাভারত পরিচিত হয় "ছুটিখানি মহাভারত" নামে।
✦ ভগবত পুরাণ (বাংলা অনুবাদ)
-
প্রথম বাংলা অনুবাদক: মালাধর বসু।
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
‘লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।’ - উক্তিটির রচয়িতা কে?
Created: 2 months ago
A
বদরুদ্দীন উমর
B
মোতাহের হোসেন চৌধুরী
C
আব্দুল্লাহ আল মামুন
D
কাজী মোতাহের হোসেন
✦ শিক্ষা ও মনুষ্যত্ব (প্রবন্ধ)
-
উৎস: সংস্কৃতি কথা (১৯৫৮) প্রবন্ধগ্রন্থ থেকে সংকলিত।
-
প্রবন্ধের বিখ্যাত উক্তি: “লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।”
-
মূল ভাব:
-
শিক্ষা শুধু বাহ্যিক সাজসজ্জা নয়।
-
লেখক শিক্ষার ব্যক্তিগত উন্নতি এবং সামগ্রিক সামাজিক সুফল প্রত্যাশা করেছেন।
-
✦ মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩–১৯৫৭)
-
জন্ম: নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে।
-
পরিচয়: শিক্ষাবিদ, লেখক, প্রবন্ধকার।
-
বৈশিষ্ট্য:
-
তাঁর গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর প্রভাব, আর মননে রবীন্দ্রনাথের প্রভাব।
-
তিনি বুদ্ধির মুক্তি আন্দোলন-এর সঙ্গে যুক্ত ছিলেন।
-
মুক্তবুদ্ধিচর্চা, উদার মানবতাবাদ ও মননশীল প্রবন্ধরচনার জন্য বিশেষ খ্যাতি।
-
-
প্রধান প্রবন্ধগ্রন্থ: সংস্কৃতি কথা।
-
ভাবানুবাদ গ্রন্থ:
-
সুখ → Bertrand Russell এর The Conquest of Happiness।
-
সভ্যতা → Clive Bell এর Civilization।
-
✦ নির্বাচিত প্রবন্ধসমূহ
-
আমাদের দৈন্য
-
আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী
-
মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা
0
Updated: 2 months ago
কাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়?
Created: 2 months ago
A
ঈশ্বরচন্দ্র গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
ভারতচন্দ্র রায়গুণাকর
D
বিহারীলাল চক্রবর্তী
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২–১৮৫৯)
-
জন্ম: ১৮১২, শিয়ালডাঙ্গা, কাঁচড়াপাড়া, পশ্চিমবঙ্গ।
-
পরিচয়: কবি ও সাংবাদিক।
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি (মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগকারী)।
-
রচনার বিষয়বস্তু সমকালের সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু ভাষা, ছন্দ ও অলঙ্কারে মধ্যযুগীয় ধারা।
-
ব্যঙ্গ-বিদ্রূপ তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।
-
সাংবাদিকতা
-
সংবাদ প্রভাকর (১৮৩১ সালে সাপ্তাহিক, ১৮৩৯ সাল থেকে দৈনিক)—প্রথম বাংলা দৈনিক পত্রিকা।
-
এছাড়াও সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ন
-
সংবাদ সাধুরঞ্জন
-
অবদান
-
লুপ্তপ্রায় কবিয়ালদের জীবনী সংগ্রহ ও প্রকাশ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি।
-
মৃত্যু: ১৮৫৯ খ্রিস্টাব্দে।
0
Updated: 2 months ago
প্রমথ চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
Created: 2 months ago
A
বর্ধমান
B
হুগলি
C
যশোর
D
বরিশাল
প্রমথ চৌধুরী (১৮৬৮–১৯৪৬)
-
জন্ম: ৭ আগস্ট, ১৮৬৮; যশোরে।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল।
-
অবদান:
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপ নিয়ে তুলনামূলক গবেষণা।
-
বাংলা কাব্যে প্রথম ইতালীয় সনেট প্রবর্তন।
-
১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত বীরবলের হালখাতা তার উল্লেখযোগ্য প্রবন্ধ।
-
নির্বাচিত প্রবন্ধ
-
তেল-নুন-লকড়ী
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
ভাষার কথ
-
আমাদের শিক্ষা
-
নানাচর্চা
নির্বাচিত গল্পগ্রন্থ
-
চার-ইয়ারী কথা
-
নীলোহিত
-
ঘোষালে ত্রিকথা
0
Updated: 2 months ago