ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত নন কে?
A
চণ্ডীচরণ মুনশী
B
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
C
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
D
তারিণীচরণ মিত্র
উত্তরের বিবরণ
✦ ফোর্ট উইলিয়াম কলেজ
প্রতিষ্ঠা:
-
লর্ড ওয়েলেসলী, ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন।
ভাষা বিভাগ:
-
বাংলাসহ ভারতের বিভিন্ন ভাষা শিক্ষা ও প্রসারের জন্য প্রতিষ্ঠিত।
-
উইলিয়ম কেরীকে স্থানীয় ভাষা বিভাগের প্রধান নিয়োগ করা হয়।
-
১৮০১ সালের মে মাসে উইলিয়ম কেরী বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
-
১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।
বাংলা সাহিত্যে অবদান:
-
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্যের প্রাতিষ্ঠানিক বিকাশ ঘটে।
-
এখানে পণ্ডিত ও অনুবাদকরা বাংলা ভাষায় পাঠ্যপুস্তক, অনুবাদ ও মৌলিক গ্রন্থ রচনা করেন।
-
বাংলা গদ্যের আদিরূপ গড়ে ওঠে।
প্রধান পণ্ডিতগণ:
-
উইলিয়ম কেরী
-
রামরাম বসু
-
গোলকনাথ শর্মা
-
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
তারিণীচরণ মিত্র
-
রাজীবলочন
-
চণ্ডীচরণ মুনশী
-
হরপ্রসাদ রায় প্রমুখ
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
0
Updated: 1 month ago
নিচের কোনটি পূর্ববঙ্গ গীতিকার অন্তর্ভুক্ত নয়?
Created: 1 month ago
A
ভেলুয়া
B
কমল সওদাগর
C
নিজাম ডাকাতের পালা
D
কমলা
• কমলা
-
মৈমনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত।
পূর্ববঙ্গ-গীতিকা
-
সংজ্ঞা: পূর্ববাংলার লোকসাহিত্যের একটি সংকলন, যা মুখে মুখে রচিত ও লোকসমাজে প্রচলিত।
-
অঞ্চল: ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট (শ্রীহট্ট), ত্রিপুরা প্রভৃতি।
-
প্রধান সংগ্রাহক: চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন, আশুতোষ চৌধুরী, জসীমউদ্দীন, নগেন্দ্রচন্দ্র দে, রজনীকান্ত ভদ্র, বিহারীলাল রায়, বিজয়নারায়ণ আচার্য প্রমুখ।
-
সংগৃহীত পালাগুলির সংখ্যা: পঞ্চাশের অধিক।
পূর্ববঙ্গ গীতিকার পালা:
-
নিজাম ডাকাতের পালা
-
কাফন চোরা
-
ভেলুয়া
-
চৌধুরীর লড়াই
-
কমল সদাগর
-
সুজা তনয়ার বিলাপ
-
পরীবানুর হাহলা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 1 month ago
’উন্নাসিক’ শব্দটির অর্থ কী?
Created: 1 month ago
A
দিবা রাত্রি ঘুমায় যে
B
অবহেলায় দিন কাটায় যে
C
অবজ্ঞায় নাক উঁচু করে যে
D
অলসতায় সময় কাটায় যে
বাংলা একাডেমি কর্তৃক প্রণীত আধুনিক বাংলা অভিধান অনুসারে, ’উন্নাসিক’ একটি সংস্কৃত শব্দ এবং এটি বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়। শব্দটির অর্থ হলো—
-
অবজ্ঞাভরে নাক উঁচু করে এমন
-
দাম্ভিক
-
সবকিছুকেই তুচ্ছ জ্ঞান করে এমন
-
খুঁতখুঁতে
-
ঘ্রাণ গ্রহণে আগ্রহী
উৎস:
0
Updated: 1 month ago
'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' কে সম্পাদনা করেন?
Created: 2 months ago
A
ড. মুহম্মদ শহীদুল্লাহ
B
বদরুদ্দীন উমর
C
মোতাহের হোসেন চৌধুরী
D
মোহাম্মদ নজিবর রহমান
✦ বাংলাদেশে আঞ্চলিক ভাষার অভিধান
-
ধরণ: আঞ্চলিক ভাষার সংকলন গ্রন্থ।
-
বিষয়: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার অভিধান ও সংকলন।
-
সম্পাদনা: ড. মুহম্মদ শহীদুল্লাহ
-
প্রথম প্রকাশ: ১৯৬৫ খ্রিস্টাব্দে
-
গুরুত্ব: বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ হিসেবে এটি প্রথম।
✦ ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫–১৯৬৯)
-
জন্ম: ১৮৮৫ সালের ১০ জুলাই, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রাম।
-
পরিচয়: শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
-
শিক্ষাজীবন:
-
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ (তুলনামূলক ভাষাতত্ত্ব, ১৯১২)
-
বি.এল ডিগ্রি (১৯১৪)
-
১৯২৬ সালে ইউরোপে উচ্চশিক্ষা।
-
-
বিশেষত্ব: বহুভাষাবিদ; ১৮টি ভাষা জানতেন, ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে স্বচ্ছন্দে কাজ করেছেন।
✦ উল্লেখযোগ্য রচনা
-
বাংলা সাহিত্যের কথা
-
ভাষা ও সাহিত্য
-
বাংলা ভাষার ইতিবৃত্ত
0
Updated: 2 months ago