ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত নন কে?
A
চণ্ডীচরণ মুনশী
B
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
C
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
D
তারিণীচরণ মিত্র
উত্তরের বিবরণ
✦ ফোর্ট উইলিয়াম কলেজ
প্রতিষ্ঠা:
-
লর্ড ওয়েলেসলী, ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন।
ভাষা বিভাগ:
-
বাংলাসহ ভারতের বিভিন্ন ভাষা শিক্ষা ও প্রসারের জন্য প্রতিষ্ঠিত।
-
উইলিয়ম কেরীকে স্থানীয় ভাষা বিভাগের প্রধান নিয়োগ করা হয়।
-
১৮০১ সালের মে মাসে উইলিয়ম কেরী বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
-
১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।
বাংলা সাহিত্যে অবদান:
-
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্যের প্রাতিষ্ঠানিক বিকাশ ঘটে।
-
এখানে পণ্ডিত ও অনুবাদকরা বাংলা ভাষায় পাঠ্যপুস্তক, অনুবাদ ও মৌলিক গ্রন্থ রচনা করেন।
-
বাংলা গদ্যের আদিরূপ গড়ে ওঠে।
প্রধান পণ্ডিতগণ:
-
উইলিয়ম কেরী
-
রামরাম বসু
-
গোলকনাথ শর্মা
-
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
তারিণীচরণ মিত্র
-
রাজীবলочন
-
চণ্ডীচরণ মুনশী
-
হরপ্রসাদ রায় প্রমুখ
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
0
Updated: 1 month ago
ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেন?
Created: 1 week ago
A
অভয়া মঙ্গল
B
শিব মঙ্গল
C
অন্নদা মঙ্গল
D
শীতলা মঙ্গল
0
Updated: 1 week ago
মুনীর চৌধুরী রচিত নাটক কোনটি?
Created: 1 month ago
A
জনপদ
B
নবান্ন
C
মানুষ
D
চাকা
'মানুষ' নাটক (১৯৪৭) মুনীর চৌধুরী রচিত এক দৃশ্যবিশিষ্ট নাটক, যা ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে রচিত। নাটকে মানবতার প্রকাশ ও সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে সদয়তার জাগরণ ফুটে ওঠে।
-
মানুষ নাটকের চরিত্র: ফরিদ, জুলেখা, বাবা, মা, ডাক্তার
-
কাহিনি সংক্ষেপ:
এক হিন্দু তরুণ ডাক্তার আত্মরক্ষার জন্য এক মুসলিম বাড়িতে প্রবেশ করে। সেই বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি এবং একজন দাঙ্গায় মৃত। ডাক্তার অসুস্থ রোগীকে চিকিৎসা দেয়। এ সময় হিন্দু ডাক্তারের খোঁজে মুসলিম দাঙ্গাকারীরা ঘরে প্রবেশ করে। তখন গৃহকর্ত্রী মশারির নিচে ডাক্তারকে অসুস্থ সন্তানের পাশে আড়াল করে, যার ফলে তার জীবন রক্ষা পায়। এভাবেই মানবতা বা মানুষি গুণাবলী প্রকাশ পায়।
অন্য নাটক ও নাট্যকার:
-
'নবনাট্য' আন্দোলনের প্রবক্তা বিজন ভট্টাচার্য রচিত নাটক: জনপদ, নবান্ন
-
সেলিম আল দিন রচিত নাটক: চাকা
মুনীর চৌধুরী:
-
বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
-
জন্ম: ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জ শহর।
-
শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত।
-
উদ্ভাবিত বাংলা টাইপ-রাইটিং: মুনীর অপটিমা
মৌলিক নাটক:
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
মানুষ
-
দণ্ডকারণ্য
অনুবাদ নাটক:
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
0
Updated: 1 month ago
সংশোধিত গেজেট অনুযায়ী, বর্তমানে জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
৮৩০ জন
B
৮৩৬ জন
C
৮৪০ জন
D
৮৫৬ জন
জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪ – শহীদদের তালিকা
-
প্রকাশের তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৫
-
প্রথম গেজেট: শহীদদের তালিকা সরকারিভাবে প্রকাশিত
-
প্রাথমিক শহীদ সংখ্যা: ৮৩৪ জন (পরে ১০ জন যুক্ত) → ৮৪৪ জন
-
সংশোধন: ৩ আগস্ট, ২০২৫ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আরও একটি গেজেট জারি করে
-
এই গেজেটে ৮ জন বাদ দেওয়া হয়
-
বাদ দেওয়ার কারণ:
-
৪ জনের নাম গেজেটে দুবার এসেছে
-
৪ জন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না
-
-
-
চূড়ান্ত শহীদ সংখ্যা: ৮৩৬ জন
0
Updated: 2 months ago