'মাণিকচন্দ্র রাজার গান' এর প্রথম সংগ্রাহক কে?
A
জর্জ গ্রীয়ার্সন
B
চন্দ্রকুমার দে
C
দীনেশ্চন্দ্র সেন
D
স্যার আশুতোষ মুখোপাধ্যায়
উত্তরের বিবরণ
• নাথগীতিকা:
- স্যার জর্জ গ্রীয়ার্সন ১৮৭৮ সালে রংপুর জেলার মুসলমান কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে 'মাণিকচন্দ্র রাজার গান' প্রকাশ করলে 'নাথগীতিকা' সুধীসমাজের দৃষ্টি আকর্ষণ করে।
- এইগুলো এক শ্রেণির ঐতিহাসিক রচনা।
- ইতিহাসের কোন বিস্মৃত যুগে এই গীতিকার নায়ক রাজা গোপীচাঁদ বা গোবিন্দচন্দ্র মায়ের নির্দেশে তরুণ যৌবনে দুই নবপরিণীতা বধূ প্রাসাদে রেখে সন্ন্যাস অবলম্বন করেছিলেন এই কাহিনি কেন্দ্র করেই নাথগীতিকার উদ্ভব।
- নাথসম্প্রদায়ভুক্ত গুরুবাদী যোগিগণ তাঁদের গুরুর অলৌকিক মহিমাকীর্তন প্রসঙ্গে এই গীতিকা দেশবিদেশে প্রচার করেছেন।
- নাথগীতিকার দুটি বিভাগ: প্রথমটি তরুণ রাজপুত্র গোপীচন্দ্রের সন্ন্যাসের কাহিনি। এ সম্পর্কিত গীতিকা 'গোরক্ষবিজয়', 'মীনচেতন' নামে পরিচিত।
- অপর শ্রেণির গীতিকাগুলো 'মাণিক রাজার গান', 'গোবিন্দচন্দ্রের গীত', 'ময়নামতীর গান', 'গোবিন্দচন্দ্রের গান', 'গোপীচাঁদের সন্ন্যাস', 'গোপীচাঁদের পাঁচালী' ইত্যাদি নামে খ্যাত।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
0
Updated: 1 month ago
’দি আগলি এশিয়ান’ উন্যাসের রচয়িতা কে?
Created: 1 month ago
A
হুমায়ূন আহমেদ
B
সৈয়দ আলী আহসান
C
শওকত ওসমান
D
সৈয়দ ওয়ালীউল্লাহ্
• ‘দি আগলি এশিয়ান’ উপন্যাস:
- ‘দি আগলি এশিয়ান’ সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত একটি উপন্যাস।
- এ উপন্যাসে পূর্ববঙ্গের রাজধানী শহরকে (নাম নেয়া হয়নি) কেন্দ্র করে রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ, সেনাবাহিনীকে দিয়ে সামরিক আইন জারি, সাধারণ মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার খর্ব করা, দেশে সাম্যবাদী উত্থান প্রচেষ্টা বাধাগ্রস্ত করা ইত্যাদি প্রধান হয়ে উঠেছে।
- সামরিক আইন জারি করিয়ে সেনাবাহিনী দিয়ে বা নিজেদের সমর্থনপুষ্ট পুঁজিবাদীদের কাজে লাগিয়ে মার্কিন দেশ তখন এশিয়ার প্রতিটি দেশেই নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিল।
- এশিয়ার এই কদর্য রূপকেই সৈয়দ ওয়ালীউল্লাহ্ এই উপন্যাসে তুলে ধরেছেন।
• সৈয়দ ওয়ালীউল্লাহ:
- সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার।
- তিন ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তিনি ফেনি স্কুলের ছাত্রাবস্থায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখ পত্রিকার সম্পাদনা করেন।
- তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- ১৯৪৫ থেকে ১৯৪৭ পর্যন্ত কলকাতার ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
- তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।
- দি আগলি এশিয়ান।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।
• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুরঙ্গ,
- উজানে মৃত্যু।
0
Updated: 1 month ago
মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পটভূমি-
Created: 1 month ago
A
দেশভাগ
B
পানিপথের তৃতীয় যুদ্ধ
C
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
D
১৯৫২ সালের ভাষা আন্দোলন
বাখ্যা:
-
‘কবর’ নাটকটি মুনীর চৌধুরী রচিত এবং ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছে। তিনি এই নাটক জেলে থাকা অবস্থায় রচনা করেন, যা ১৯৫৩ সালে জেলের রাজবন্দিদের দ্বারা প্রথম অভিনীত হয় এবং ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
নাটকের কাহিনী আংশিকভাবে মার্কিন নাট্যকার Irwin Shaw-এর Bury The Dead (১৯৩৬) নাটকের অনুকরণে নির্মিত হলেও এদেশের রাজনৈতিক বাস্তবতা ও আন্দোলন কেন্দ্রিক।
-
কাহিনী সংক্ষেপে: আন্দোলনকারীদের লাশ শহরে পুলিশের দ্বারা গুম করতে গভীর রাতে কবরস্থানে নেওয়া হয়। কিন্তু পুলিশ ইন্সপেক্টর হাফিজ ও নেতা ধর্মীয় প্রথা অনুসারে লাশগুলো একত্রে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত নেন। স্বজনহারা পাগল মুর্দা ফকির ও গোর-খোদক বাধা দেয়। লাশগুলোও উঠে দাঁড়ায় এবং বলে, “আমরা কবরে যাবো না।” মদ্যপ ইন্সপেক্টর ও নেতা ভয় পায়।
-
‘কবর’ একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।
মুনীর চৌধুরী:
-
তিনি বাংলাদেশের একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
-
জন্ম: ২৭ নভেম্বর ১৯২৫, মানিকগঞ্জ।
-
শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
মৌলিক নাটক:
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
অনুবাদ নাটক:
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
সুতরাং ‘কবর’ নাটকটি বাংলা নাট্য সাহিত্যে রাজনৈতিক বাস্তবতা এবং ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ প্রতিফলন।
0
Updated: 1 month ago
'ফেলুদা' কাল্পনিক গোয়েন্দা চরিত্রের স্রষ্টা কে?
Created: 1 month ago
A
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
B
সত্যজিৎ রায়
C
আবু ইসহাক
D
হুমায়ূন আহমেদ
ফেলুদা চরিত্র ও সত্যজিৎ রায়
১. ফেলুদা
-
স্রষ্টা: সত্যজিৎ রায়
-
ধরণ: কাল্পনিক গোয়েন্দা চরিত্র
-
প্রথম প্রকাশ: ১৯৬৫ সালের ডিসেম্বর, সন্দেশ পত্রিকা
২. ফেলুদা সিরিজ
-
মোট গল্প ও উপন্যাস: ৩৫টি সম্পূর্ণ এবং ৪টি অসম্পূর্ণ
-
প্রকাশকাল: ১৯৬৫–১৯৯৭
-
প্রকাশ পত্রিকা: সন্দেশ
৩. প্রধান চরিত্র ও সহকারী
| চরিত্র | ভূমিকা |
|---|---|
| ফেলুদা | প্রধান গোয়েন্দা |
| তপেশরঞ্জন মিত্র (তোপসে) | ফেলুদার ছোটভাই ও সহকারী |
| লালমোহন গাঙ্গুলি (জটায়ু) | লেখক ও সহকারী, ছদ্মনাম জটায়ু |
৪. বৈশিষ্ট্য
-
ফেলুদার চরিত্র নির্মাণে সত্যজিৎ রায় প্রভাবিত ছিলেন শার্লক হোমসের গল্প দ্বারা।
-
তোপসের চরিত্র ওয়াটসনের সঙ্গে মিল রয়েছে।
-
রায় নিজেই গল্পের প্রচ্ছদ ও অলংকরণ করতেন।
0
Updated: 1 month ago