ইউসুফ জুলেখা কাব্য কে রচনা করেছেন?
A
শাহ মুহম্মদ সগীর
B
কোরেশী মাগন ঠাকুর
C
দৌলত কাজী
D
আলাওল
উত্তরের বিবরণ
• শাহ মুহম্মদ সগীর:
- মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর।
- অনুবাদ সাহিত্যে বা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি শাহ্ মুহম্মদ সগীর।
- তিনি পনের শতকের কবি ছিলেন।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।
- শাহ মুহম্মদ সগীরের শ্রেষ্ঠ অনুবাদকর্ম - ইউসুফ-জুলেখা।
- তিনি পারস্যের জামী রচিত 'ইউসুফ জুলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন যা এই ধারার আদি গ্রন্থ।
0
Updated: 1 month ago
একটি সার্থক মঙ্গলকাব্যে কয়টি অংশ থাকে?
Created: 2 months ago
A
২টি
B
৫টি
C
৩টি
D
৭টি
মঙ্গলকাব্য
-
সংজ্ঞা: দেবমাহাত্ম্যমূলক সমাজচিত্রভিত্তিক কাব্য, বাংলা সাহিত্যের প্রথম নিজস্ব কাহিনীকাব্য
-
রচনার কাল: ১৫ থেকে ১৮ শতকের শেষ অবধি
-
মূল রচনার কারণ: কবিরা স্বপ্নে দেবতাদের নির্দেশ পেয়ে রচনা করেছেন
-
প্রধান শাখা (৩টি):
-
মনসামঙ্গল
-
চণ্ডীমঙ্গল
-
ধর্মমঙ্গল
-
-
প্রধান দেবতা: মনসা, চণ্ডী, ধর্মঠাকুর (মনসা ও চণ্ডীর প্রাধান্য বেশি)
-
একটি সার্থক মঙ্গলকাব্যের অংশ (৫টি):
-
বন্দনা
-
আত্মপরিচয়
-
দেবখন্ড
-
মর্ত্যখন্ড
-
শ্রুতিফল
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।' - উক্তিটি মুনীর চৌধুরী রচিত কোন নাটকের অন্তর্ভুক্ত?
Created: 2 months ago
A
রক্তাক্ত প্রান্তর
B
কবর
C
মহাশ্মশান
D
জোহরা
‘রক্তাক্ত প্রান্তর’ নাটক
-
লেখক: মুনীর চৌধুরী
-
উৎসাহ / প্রেরণা: মহাকবি কায়কোবাদের ‘মহাশ্মশান’ গ্রন্থের কাহিনি
-
ধরণ: ইতিহাস-আশ্রিত নাটক (ঐতিহাসিক নয়)
-
ঘটনার প্রেক্ষাপট: পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১)
-
গঠন: তিন অঙ্ক বিশিষ্ট নাটক
-
জনপ্রিয় উক্তি:
‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।’ — নবাব সুজাউদ্দৌলা
-
প্রধান চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা
মুনীর চৌধুরী
-
জন্ম: ২৭ নভেম্বর ১৯২৫, মানিকগঞ্জ
-
পেশা: শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক
-
রাজনৈতিক/সাংস্কৃতিক সংযোগ: বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন
মুনীর চৌধুরীর নাটকসমূহ
মৌলিক নাটক
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
অনুবাদ নাটক
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট?
Created: 1 week ago
A
ইসলাম ধর্ম
B
খ্রিস্টধর্ম
C
শিখ ধর্ম
D
বৌদ্ধধর্ম
0
Updated: 1 week ago