ইউসুফ জুলেখা কাব্য কে রচনা করেছেন?
A
শাহ মুহম্মদ সগীর
B
কোরেশী মাগন ঠাকুর
C
দৌলত কাজী
D
আলাওল
উত্তরের বিবরণ
• শাহ মুহম্মদ সগীর:
- মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর।
- অনুবাদ সাহিত্যে বা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি শাহ্ মুহম্মদ সগীর।
- তিনি পনের শতকের কবি ছিলেন।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।
- শাহ মুহম্মদ সগীরের শ্রেষ্ঠ অনুবাদকর্ম - ইউসুফ-জুলেখা।
- তিনি পারস্যের জামী রচিত 'ইউসুফ জুলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন যা এই ধারার আদি গ্রন্থ।
0
Updated: 1 month ago
'বিদ্যান ব্যক্তিরা দরিদ্র্যের স্বীকার হন।' বাক্যটিতে কয়টি ভুল আছে?
Created: 1 month ago
A
২
B
৩
C
৪
D
৫
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'বিদ্যান ব্যক্তিরা দরিদ্র্যের স্বীকার হন।' বাক্যটিতে ৩টা ভুল রয়েছে।
• শুদ্ধ বাক্য:বিদ্বান ব্যক্তিরা দারিদ্র্যের শিকার হন।
- অশুদ্ধ: বিদ্যান।
- শুদ্ধ: বিদ্বান।
- অশুদ্ধ: দরিদ্র্যের
- শুদ্ধ: দারিদ্র্যের
- অশুদ্ধ: স্বীকার
- শুদ্ধ: শিকার
0
Updated: 1 month ago
বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ কে?
Created: 1 month ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
প্যারীচাঁদ মিত্র
C
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D
রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্র। তিনি বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস রচনায় বিশেষ অবদান রেখেছেন এবং সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা গদ্য ও উপন্যাসকে সমৃদ্ধ করেছেন।
প্যারীচাঁদ মিত্রের জীবনী:
-
১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় জন্মগ্রহণ।
-
লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী এবং ব্যবসায়ী হিসেবে পরিচিত।
-
ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর।
-
১৮২৭ সালে হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করেন।
-
১৮৩৬ সালে কলকাতা পাবলিক লাইব্রেরিতে ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে কর্মজীবন শুরু।
-
বাংলা সাহিত্যে সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব: ‘আলালের ঘরের দুলাল’, যা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে খ্যাত।
-
২৩ নভেম্বর, ১৮৮৩ সালে মৃত্যুবরণ।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
মদ খাওয়া বড় দায়
-
জাত থাকার কি উপায়
-
অভেদী
-
আধ্যাত্মিকা
-
The Zamindar and Royats
-
যৎকিঞ্চিৎ
-
রামারঞ্জিকা
-
বামাতোষিণী
-
গীতাঙ্কুর
-
কৃষিপাঠ
-
ডেভিড হেয়ারের জীবনচরিত
উৎস:
0
Updated: 1 month ago
‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা কে?
Created: 1 week ago
A
মুকুন্দরাম চক্রবর্তী
B
সৈয়দ আলাওল
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
সমর সেন
0
Updated: 1 week ago